![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ একটি মেয়ে। সাধারণ হয়েই থাকতে চাই সবসময়। আমি হাসতে ভালবাসি । আর ভালবাসি সবাইকে হাসাতে ।
আজ হঠাৎ তোমার কথা এত মনে পড়ছে !
তোমার যত পাগলামি , আমাকে হাসাবার জন্য করা জোকারি । আমি বাইরে রাগ দেখাতাম । আসলে কিন্তু কখনো তোমার ওপর রাগ করতে পারতামনা । আজও না । আজ তোমাকে বলি । তোমাকে দেখানো আমার সব রাগ মিথ্যা ছিল । আমার ভালবাসার তীব্রতা ঢাকতে দেখানো মিথ্যা । কিন্তু কখনো লুকাতে পারিনি । তুমি সবই জানতে। আমার মুখে বলা যত মিথ্যাকে উড়িয়ে দিয়ে তুমি আমার মনের কথাটা পড়ে ফেলতে ।
আমি নিজে পারিনি নিজের মনকে বুঝতে । তোমার কান্ড দেখে তোমার ছেলেমানুষী ভাবতাম । কত চেষ্টা করেছি তোমার থেকে দূরে চলে যাবার । আমাকে আমার নিজের গন্তব্যে পৌছাতে হবে । কোনো আবেগের স্থান নেই এই জীবনে । কিন্তু পারলাম কই ? সব রাস্তা ঘুরে ফিরে পৌছায় শুধু তোমার কাছেই ।
মনে আছে তোমার অমিয় ? আমাদের সেই ওভারব্রীজ অ্যাডভেঞ্চার ? সে রাতটা ছিল পূর্ণিমা । আমাদের চিরপরিচিত পথটা ধরে হাঁটছি । কি পাগলামি চাপল তোমার মাথায় , বললে , এ্যাই অমি , চল ওভারব্রীজটার ওপরে উঠি একটা মজার জিনিষ দেখাবো । আমি তোমার নির্লজ্জতা দেখে অবাক । মাথা ঠিক আছে তো তোমার ? এই ভর সন্ধ্যায় , লোকজন কেউ নেই , খালি ওভারব্রীজে উঠব ? এটা ঢাকা শহর বুঝছো ? তুমি কোনো কথাই শুনলেনা জোর করে হাত ধরে টেনে নিয়ে গেলে । পুরো রাস্তা আর ওভারব্রীজে তখন একটা মানুষও নেই । মাথার ঠিক ওপরে পূর্ণচাঁদের আলোয় সারা পৃথিবী ভাসছে । তুমি আমাকে আরও চমকে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাত ধরে বললে , অমি , উইল ইউ ম্যারি মি ? ইচ্ছা ছিল পৃথিবীর সবচে উঁচুতে তোমাকে নিয়ে যাব এই কথাটা বলতে । টপ অফ দ্য ওয়ার্লড । এই মুহূর্তে এর চে' উঁচু কোনো জায়গা পাচ্ছিনা ।
জানো কি অমিয় ? সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে অপূর্ব মুহূর্ত ছিল । আর একটা মুহূর্ত সময় যদি আমি পেতাম , তাহলে সেদিনই তুমি আমার মুখে হ্যাঁ শুনতে । কিন্তু তোমার কপালটা চিরদিন তোমাকে ভুগিয়েছে । তা না হলে আমার মত অপয়া একটা মেয়েকে তুমি এত ভালবাসতে যাবে কেন ?
তোমার কথা শুনে থমকে যাওয়া এই আমি যখনি মুখ খুলতে যাব , ঠিক সেই মুহূর্তটাতে বেরসিকের মত একজন কনস্টেবল উঠে এল সেখানে । চোখে সন্দেহ । এত রাত্রে নির্জন এই ওভারব্রীজে কি করে এই ছেলেমেয়ে দুইটা ? প্রশ্নের পর প্রশ্ন । আমরা দুজনেই বিব্রত । দুশমন জামানা । ভালবাসার মর্ম বুঝলিনা ! কত কি বলেও রক্ষা পেলামনা । "আমার সাথে চলেন" বলে ঘোষণা দিয়ে সে আরেকজন পুলিশের কাছে নিয়ে গেল । কিভাবে তার হাত থেকে রক্ষা পেয়েছিলাম সে কথায় আর নাই বা গেলাম । তবে ছাড়া পেতেই দুজনে খুব স্বাভাবিকভাবে হেটে কিছুদূর গিয়েই দিলাম এক দৌড় । এক ছুট্টে বাসে । এরপর হেসে গড়িয়ে পড়লাম দুজনেই । কেমন ? বেশী রোমান্টিক হবার উচিত শিক্ষা হল তো ? আর কখনো আমার কথা না শুনে যেতে চাইবে কোথাও ?
অমিয় । তোমার সাথে কাটানো একেকটা ক্ষণ আমার জীবনে কখনো ভোলা হবেনা । তোমার আর আমার যত গল্প আছে , সেগুলি লিখতে বসলে বোধ হয় উপন্যাস হয়ে যাবে । তবু আমি লিখব । এত ভালবাসার সবটাই কি ব্যর্থ হবে ? কেউ কি কোনোদিনও জানতে পারবেনা কি গভীর আবেগ নিয়ে আমরা একদিন একসাথে হেঁটে গেছি এই পথ দিয়ে ? আমার না বলা কত কথা তোমার কাছে পৌছে গেছে ঠিকই । এগুলোও পৌছাবে নিশ্চয়ই ।
-------- তোমার 'প্রান্তিকা' ।
২| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:১১
ত্রেয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন ত,, আবেগীয় কথামালা....
৩| ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:১২
দাসত্ব বলেছেন: আমার এই পোস্ট টা মডুরা পাবলিশ করে নাই ।
কেন করে নাই জানিনা , একটু কি আসবেন ?
Click This Link
৪| ১৯ শে মার্চ, ২০১০ সকাল ৯:৫৫
কঁাকন বলেছেন: ভালো লাগলো
৫| ১৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:১৫
চতুষ্কোণ বলেছেন: ভীষণ ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১০ রাত ৩:২৪
মানজুর মজুমদার বলেছেন: ভালো লাগল আপনার লেখা...............।