নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরজু

আরজু

[ জাহিদুল আমিন আরজু ] http://www.zahidulamin.com

আরজু › বিস্তারিত পোস্টঃ

ডি এস টাইম এবং কিছু 'কুত্তার বাচ্চা'

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৪

ছোট বেলা থেকে ই যখন খুব রেগে যাই তখন বাক্যে বিশেষন এবং ক্রিয়া ব্যবহারে সমস্যা হয়।তাই প্রায় সময় ই কারো উপর খুব রেগে গেলে তাকে 'কুত্তার বাচ্চা' বলে কথা বলি , কিন্তু আমি এটা জানি যে কুকুরের বাচ্চা খুবই নিরিহ



একটা প্রাণী ,সেই তুলনায় যাকে গালি দিচ্ছিলাম সে আরও ভয়ংকর।এইখানে আমার 'কুত্তার বাচ্চা' শব্দটির ব্যবহারে তাই আপনাদের নিকট আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমি একটা ছোট বেসরকারি প্রতিস্ঠানে চাকুরি করি ,তাই প্রায় সময় ই নানা কারনে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়।দেখা যায় ঘুমাতে ঘুমাতে ঘড়ির কাটা রাত একটার দিকে হেলে পড়েছে।আর আমার ছোট বোন একটি কলেজে একাদশ



শ্রেণীতে পড়ে,সে ঢাকায় নতুন এসেছে।বেচারি এখনো ঢাকার হালচাল ঠিক ধরে উঠতে পারেনি। সবসময় ছোট শহরে থেকে এখনও ঢাকার যানবাহন,পরিবেশ কোনটার সাথেই মানিয়ে নিতে পারেনি ,যদিও চেষ্টা করছে,যেমন আমি করে



চলেছি।গত ৫ বছরেও আমি ঢাকায় ঠিক মানিয়ে নিতে পারিনি।

যা বলছিলাম,আমার বোনের কলেজ সকাল ৮ টা থেকে,বাসা থেকে বাসে কলেজ যেতে হয় বিধায় মোটামুটি ৭ টা বা ৭ টা ১০ এর মাঝে ঘর থেকে বের হতে হয়।ঈদের পর কলেজ খোলার পর প্রথম দিন সকালে আমায় ঘুম থেকে জাগিয়ে বলল



"ভাইয়া দরজা টা লাগিয়ে দাও , আমি কলেজ গেলাম"।ঘুম ঘুম চোখে আমি বাইরে তাকিয়ে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না,আবার ঘড়ির দিকে তাকালাম, না ,ঠিক ই তো আছে ৭ টা বাজে ।হঠাৎ মাথায় নানা রকম চিন্তা এসে



ভীড় করল,সব কিছু মিলেয়ে আমরা তো ঢাকা শহরে ই থাকি।কিছুতেই সায় দিল না এই অন্ধকারে বোন কে একা একা বেরুতে দিতে ।জামা টা পড়তে পড়তে বললাম - চল তোকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

আমি এখন প্রতিদিন সকালে বোন কে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আর অন্ধকারে ঢাকা চারপাশে নিজের ক্ষুদ্র মস্তিস্কে অনেক চিন্তা করি,কোন ভাবে ই মিলাতে পারিনা ঘড়ির কাটাঁ কেন এখন আবার আগের জায়গায় ফেরত নেয়না।

আচ্ছা আপনারা কেউ কি জানেন কোন 'কুত্তার বাচ্চা' রা এই ডি.এস.টি প্রজেক্টের সাথে জড়িত।তাদের নাম গুলা জানা আমার জন্য খুব ই দরকার।আমি তাদের নামে কোথও মামলা করতে পারবনা,তাদের বুদ্ধি বাড়ানোর কোন ওষুধ ও



দিতে পারবনা।কিন্তু সকাল বেলা বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা টুকু হাটার সময় 'কুত্তার বাচ্চা' গুলাকে 'কুত্তার বাচ্চা' গালি দিতে দিতে হাটতে পারব।

মন্তব্য ৩১ টি রেটিং +১৮/-৩

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২১

এডভোকেট বলেছেন: আপনার লেখায় যুক্তি আছে। তবে আপনার মত লেখকের হেডলাইনে এমন শব্দ ব্যবহার করা ঠিক নয়। ধন্যবাদ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩১

রাজর্ষী বলেছেন: ঠিক

৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩২

জানপরী বলেছেন: @এডভোকেট, ভাই লেখকের চিন্তাটা কোথায় একটু ভেবে দেখুন তারপর হেডলাইনের কথা ভাবুন। তবে হেডলাইনে কুত্তার বাচ্চা না লিখে কুকুর বলতে পারেন। কারণ তাদের বাবারা কেমন আমরা জনিনা।

লেখকের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই দেবার নেই। তবে ভাই-বোন উভয়ে সাবধানে থাকবেন আশাকরি।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩

জানপরী বলেছেন: তবে এই লেখায় মাইনাস গুলো দিচ্ছে কে জানতে পারলে তাদেরকে জুতা পেটা করতাম।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৬

ফিরোজ-২ বলেছেন: লেখকের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই দেবার নেই। তবে ভাই-বোন উভয়ে সাবধানে থাকবেন আশাকরি।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০২

সিরাজ বলেছেন: সহমত। আমিও ত্যক্ত বিরক্ত হয়ে একটা পোস্ট দিছিলাম। Click This Link

৭| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০২

মায়ানেকড়ে বলেছেন: মাইনাস দিলাম।

এটা গালি দেয়ার মত কিছু বলে আমার মনে হয় না।
আপনার বোন ঢাকায় নতুন আর অনভ্যস্থ বলেই
তাকে এগিয়ে দিতে হচ্ছে।অভ্যাস হয়ে গেলে আর
তা করতে হবে না।
নতুন নতুন একটু অসুবিধা হতেই পারে...
তাই বলে এভাবে কাউকে গালি দেয়া ঠিক না,তাও হেডলাইনে।



ভাল থাকবেন।

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮

আরজু বলেছেন: আমি নিজে ও জানি অভ্যাস হয়ে গেলে সব ই মানিয়ে যায়, মানতে হয়।তাই বলে রাতের আঁধারে স্কুল কলেজ যাবার কোন মানে নেই ,তার ঊপর যখন সেই রাতের আঁধার মানুষের সৃষ্ট কারনে।আর ডি এস টি সারা বছরের জন্য নয়। ডি এস টি অন্তত শীত কালে আমাদের দেশে কোন উপকারে আসবেনা ।এতটুকু নিশ্চয়ই বুঝতেপারেন।মতামতের জন্য ধন্যবাদ ।
(সাধারন অবস্থায় আমি নিজে ও চাইনা এ ধরনের বিশেষণ ব্যবহার করতে , বিশেষ করে শিরোনাম এ । তবে এ ক্ষেত্রে মনের ভাব প্রকাশে এর চেয়ে ভদ্র কিছু মনে পড়লনা । )

৮| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৬

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: হুম। রাগের কারণ আছে, বুঝলাম।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৮

ত্রিশোনকু বলেছেন: ভাই বোনের জন্য আন্তরিক শুভকামনা। ভাল থাকুন বা থাকার চেষ্টা করুন।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৭

জেমস বন্ড বলেছেন: 'কুত্তার বাচ্চা' 'কুত্তার বাচ্চা' 'কুত্তার বাচ্চা'
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আপনার লেখা পড়ে আমার ও খুব চিন্তা হচ্ছে কারন আমার ছোট বোনটা না যানি কিভাবে যায় সেও কলেজে পড়ে কিন্তু তার ভাই তাকে বাসস্টাড প্রযন্ত এগিয়ে ও দিতে পারে না কারন সে এখন অনেক অনেক দূরে তাই আমার পক্ষ থেকে তাদের প্রতি এই গালি ব্যবহার করলাম।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৪

আমি আমার বলেছেন: First of All They(কুত্তার বাচ্চা না লিখে কুকুর ) have to understand What is Day Light Savings.

Today Sunrise timing was 7:27

আমার শুধু গালি না বাশ/বাশঝাড় সহ দিতে ইচ্ছে করে।সমবেদনা

১২| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৫

জানপরী বলেছেন: @মায়ানেকড়ে, আপনার কি কোন বোন আছে? আপনি কি আপনার বোনকে নিয়ে ভাবেন? সকালে এক ঘন্টায় কতটুকু আলো-অন্ধকার হয় কখনও দেখেছেন?

ডি এস টাইমের কারণে লেখকের বোনকে একঘন্টা আগে অন্ধকারের মধ্যে ঘর থেকে বের হতে হচ্ছে কলেজে যাবার জন্য। একঘন্টা পরে ঘর থেকে বের হলে হ্য়ত অন্ধকারটা থাকত না আর লেখকেরও ভয় অনেকটা কমে যেত। আশাকরি বুঝতে পেরেছেন।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪

মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: এরা হইলো 'ডিজিটাল হট ডগ'
এটা কোন গালিও না আবার খাদ্যও না।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: হুমমম।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৬

শরিফ নজমুল বলেছেন: ডি এস টাইম নিয়ে সরকার যা করছে তা নেহায়েত গোয়ার্তুমি অথবা মাতলামী। জনগনের ভোগান্তি নিয়ে এরা বিচলিত নয়। মিডিয়ার ভুমিকাও প্রশ্নবিদ্ধ।
এই মাতাল দের শুভ বুদ্ধির উদয় হোক, এই প্রার্থনা।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৫

সমুদ্র কন্যা বলেছেন: @মায়ানেকড়ে: আপনি বলছেন ঢাকায় নতুন আর অনভ্যস্ত বলে আরজুর বোনের সমস্যা হচ্ছে।
আমার ছোটভাইয়ের জন্মই ঢাকায় হয়েছে। ভার্সিটিতে ৮:০০টার ক্লাশ এটেন্ড করতে ওকে সকাল সাড়ে ছয়টায় বেরুতে হয়। ঐ ঘুটঘুটে অন্ধকারে ও কিভাবে যায়? এটা কি অভ্যাসের ব্যাপার শুধু? নিরাপত্তা বলেওতো কিছু আছে। বাস্তব পরিস্থিতিটা একটু ভেবে নিয়ে তারপর বোধহয় কথা বলা ভাল।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫

তায়েফ আহমাদ বলেছেন: শরিফ নজমুল বলেছেন: ডি এস টাইম নিয়ে সরকার যা করছে তা নেহায়েত গোয়ার্তুমি অথবা মাতলামী। জনগনের ভোগান্তি নিয়ে এরা বিচলিত নয়। মিডিয়ার ভুমিকাও প্রশ্নবিদ্ধ।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১২

মায়ানেকড়ে বলেছেন: @জানপরী
আমার বোন নাই।

@সমুদ্র কন্যা
হুমম...

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

বিডিওয়েভ বলেছেন: +++

২০| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০

ইচ্ছে বলেছেন: ডি এস টাইম নিয়ে সরকার যা করছে তা নিজের ভুল (কারেন্ট বাচানোর উর্বর মস্তিস্ক প্রসুত আইডিয়া অর্থে) স্বিকার করে আরো বড় ভুল না করার গোয়ার্তুমি........

আরজু ঠিকই করছে, কনো দেশের সরকার চাইলেই তার দেশের সময় পরিবর্তন করার অধিকার রাখেনা এর সাথে অনেক কিছু জড়িত (ডি এস টি করা যায় কিন্তু সময় বা টাইম জোন চেন্জ কার যায় না)।

এর বিরুধ্যে সত্যই কেস করা উচিত...

২১| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫

মিজানুর রহমান বলেছেন: প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা এই বিষয়ের আবিষ্কারক।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭

ক্লান্ত দুচোখ বলেছেন:
"ডিজিটাল টাইম" নিয়ে জাফর স্যারের চমৎকার কলামটি সবাইকে পড়ার অনুরোধ করছি।

এইটা পড়ে দেখতে পারেন...(যদিও কোন কাজে আসবে না)


কুত্তার বাচ্চারা ডিজিটাল বাংলাদেশ বানাইতে চাইতাছে। আবাল গুলা যে কেমনে মন্ত্রি-মিনিষ্টার হয়?!

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৫

এম আর মোহাম্মদ হোচেন আলি বরকত হোসেন লোকমান বলেছেন:
মায়ানেকড়েও এক কুত্তার বাচ্চা

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৮

ত্রিমাত্রিক বলেছেন: এগুলা নেডী কুত্তা।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৫

এস আই সাব্বির বলেছেন: হালাগো মাথায় গোবর থাকলেও হইতো, ওগো মাথায় মাইনষের গু যা কোন কামে আহে না। পাচঁ বছর যদি এমনে চলে তাইলে পরের নির্বাচনে জনগণ ডিজিটাল বাশঁ দিব।

এইটা পইড়া দেখেন

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৬

মায়ানেকড়ে বলেছেন: @এম আর মোহাম্মদ হোচেন আলি বরকত হোসেন লোকমান

তুই কে রে!!! তুই আমারে গালি দেয়ার কে???
তুই নিজে জানস তুই নিজে কিসের বাচ্চা?????
মানুষের বাচ্চা বলে তো মনে হচ্ছে না।
অমানুষ একটা!!!

তোর গালির জবাবে পাল্টা গালি দিলামনা আমি।মানে এই না যে আমি গালি জানিনা।আমি মানুষ বলেই তা করিনি।না হলে গালির চোটে তুই আজকে টুইন-ওয়ান হই যেতি নগদে!!!

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

মায়ানেকড়ে বলেছেন: @লেখক

গালি দিয়ে কোন কিছুর সমাধান হয় না।আপনার ব্লগে এসে একটা গালি খেয়ে গেলাম।আপনি চাইলে এম আর মোহাম্মদ হোচেন আলি বরকত হোসেন লোকমান এর কমেন্টা মুছে দিতে পারতেন।

এই সিস্টেমটার জন্য আপনার যেমন অসুবিধা হচ্ছে।আমারো যে খুব সুবিধা হচ্ছে তা না।
আপনার যদি ক্ষমতা থাকে আর যৌক্তিক কারন দেখাতে পারেন,তাহলে সিস্টেম পাল্টানোর ব্যাবস্থা করেন।অহেতুক গালাগালি আর লাফালাফি করে পরিবেশ দুষিত করার কোন মানে হয় না।

১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২২

আরজু বলেছেন: আপনি ছাড়া আরও অনেকে এই ব্লগে ঘুরে গেল , গালিটা কেন শুধু আপনি খেলেন ?

২৮| ১০ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯

মায়ানেকড়ে বলেছেন: ও আচ্ছা এই তাহলে কথা।আপনার সাথে অন্য সবার মত আমিও নিষ্ফল ঘেউ ঘেউ করলে আর গালি খেতে হত না।
নোংরা গালিবাজ!!!

২৯| ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:১৮

শ।মসীর বলেছেন: আরেকবার গালি দেবার জন্য রেডী হয়ে যাও :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.