নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুনের কথা বন্ধুকে বলি,দুহাতে আগুন তাড়,কারবালা হয়ে খসে পড়া ফুল রক্তের চেয়ে গাঢ়

অরণ আকাশ

জীবন নামক চৌম্বকক্ষেত্রের টানে ফিরে আসতে হয় বারবার।সুদূরে হয়ত আনন্দনগর

অরণ আকাশ › বিস্তারিত পোস্টঃ

আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে--কি সেই বিপন্ন বিস্ময়???

৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১৫



''আরো এক বিপন্ন বিস্ময়

আমাদের অন্তর্গত রক্তের ভিতরে

খেলা করে;''





জীবনানন্দ দাশের অন্যতম আলোচিত কবিতা ও অনেকেরই প্রিয় কবিতা ''আট বছর আগে''। কবিতাটি পড়ে এক বিশাল ধাক্কা খেলাম মাথায়।কিছু লাইন বার বার মাথা এলোমেলো করে দিচ্ছে। কবিতাটি যত পড়ি ততই অবাক হই, বিস্মিত হই;বারবারই মনে হয় এই বুঝি পঞ্চমীর রহস্যময় চাদ ডুবল।গাঢ় অন্ধকারে একজন অভিমানী মানুষ দড়ি হাতে নিয়ে ঘরের পিছনে অশুত্থ গাছের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে।পেছনে ফেলে সমস্ত জীবন,প্রেম,আশা। আমি মনে করি জীবনানন্দ যদি সুরিয়েলিস্ট হন তবে এই কবিতা নিশ্চয় তার সবচেয়ে গাঢ় সুয়েরালিজম।



"শোনা গেল লাশকাটা ঘরে

নিয়ে গেছে তারে;

কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে

যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ

মরিবার হল তার সাধ ।

বধু শূয়েছিল পাশ, শিশুটিও ছিঃল; প্রেম ছিল, আশা ছিল - জোছনায় - তবু সে দেখিল

কোন ভূত? ঘুম কেন ভেংগে গেল তার?''





এবার আমার কিছু প্রশ্ন।কবি বলছেন ''বধূ শুয়েছিল পাশে,শিশুটিও ছিল//প্রেম ছিল,আশা ছিল-জোছনায়''-------------এতকিছু থাকার পর -তবুও কেন একটা মানুষের মরার সাধ হবে?। অন্য একজায়গায় আবার জীবনানন্দ ---''যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা''-----এর মানে কি?সেই জীবনইবা কি জীবন আর কেমন জীবন? কবিতার শেষের লাইনগুলো দেখুন আরো বিস্ময়কর।



"জানি-তবু জানি

নারীর হৃদয়-প্রেম -শিশু -গৃহ-নয় সবখানি;

অর্থ নয়,কীর্তি নয়,স্বচ্ছলতা নয়-

আরো এক বিপন্ন বিস্ময়

আমাদের অন্তর্গত রক্তের ভিতরে

খেলা করে;


আমাদের ক্লান্ত করে;

ক্লান্ত ক্লান্ত করে;

লাশকাটা ঘরে

সেই ক্লান্তি নেই,

তাই

লাশ কাটাঘরে

চিৎ হয়ে শূয়ে আছে টেবিলের পরে।"



কি সেই বিপন্ন বিস্ময় যা একটা মানুষের সবকিছু থাকার পরও তাকে ক্লান্ত করে?এতই ক্লান্ত করে সবকিছু ছেড়ে চলে যেতে মন চায়।



আমি কবিতা ভালো বুঝি না,সামুতে অনেক বল্গার আছেন যারা কবিতা ভালবাসেন,কবিতার মাধ্যমে সুন্দরের পূজা করেন।তাদের কাছে উপরের প্রশ্নগুলো রেখে যাচ্ছি।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:২৭

শব্দহীন জোছনা বলেছেন: হুম , কবিতা, জীবনানন্দ...

২| ৩০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৭

অরণ আকাশ বলেছেন: জটিল রহস্যময় কবি

৩| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৪২

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: আমি একজন হতাশ মানুষ। আমি ডিপ্রেশন রোগী। আমার খুব পছন্দের কবিতা এটা।

৩১ শে জুলাই, ২০১১ রাত ২:৩৪

অরণ আকাশ বলেছেন: আপনার লেখা গল্পগুলো পড়লাম, বেশ সুন্দর লিখেন আপনি।

জীবনানন্দের এই কবিতাটি আমারও খুব প্রিয়।আপনি কি বুঝাতে চাইছেন ঠিক ধরতে পারছি না, আমার শুধু এটুকু মনে হয় এই কবিতাটি নিছক ডিপ্রেশনের নয়।

৪| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:৪৩

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: Sometimes, I feel nothing, nothing at all. Completely empty inside.

৫| ০১ লা আগস্ট, ২০১১ রাত ১১:৩০

নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: ধন্যবাদ :)

আমি কিছু বুঝাই নি। আমার ভালো লাগে সেটাই বললাম। কবিতাটা অবশ্যই নিছক ডিপ্রেশনের নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.