![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি বলে আমি সত্য। আমি আমাকে ভালোবাসি, তাই ভালোবাসি অন্যকেও। মানুষ হয়ে জন্ম আমার, হতেই হবে মানুষ আবার।
তুমি
||♥শাহাদত হোসেন♥||
তুমি আমায় ডেকেছিলে
ছুটির নিমন্ত্রণে
মধুর আবেশ ছড়িয়ে গেল
সারা দেহ মনে।
মন যে নাচে চকচকে চোখ
নাচে রক্ত ধারা
অনুরণন লাগে বুকে
জাগে খুশির ফোয়ারা।
পূর্ণ চাঁদের আলো যেমন
স্নিগ্ধ শোভা দেয়
তোমার রূপের আলো তেমন
ছড়ায় জগতময়।
মিষ্টি করে হাস যখন
হাজার গোলাপ ফুটে
কালো চুলে হাওয়া লেগে
সাগরে ঢেউ উঠে।
অনেক বেলা পার হলো যে
আসবে তুমি বলে
তোমার স্মৃতির পরশখানি
মাতাল করে তোলে।
হলো না যে তোমায় পাওয়া
শুষ্ক দেহ মন
আবার কবে ডাকবে তুমি
আমার আপনজন।
০৭ ডিসেম্বর ২০১৩
আব্দুলপুর, লালপুর, নাটোর
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
মোঃ শাহাদত হোসেন বলেছেন: ধন্যবাদ এম এ কাশেম। আপনার এ মন্তব্য আমার চলার পথের প্রেরণা।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২২
এম এ কাশেম বলেছেন: সে কি নাটোরের বন-লতা সেন?
অনেক ভাল লাগা সহ কবিকে শুভেচ্ছা।