নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।
প্রথম পাতার বসন্ত
বর্ণমালার হসন্ত
প্রথম ভোরের রোদ শিশির
প্রথম মনের প্রেম নিবিড়,
এসব কিছু দাম ধরে
কিন্তে গেলাম মন তোরে।
হাট ছিলো রঙ ধানসবুজ
মন ছিলো মোর প্রেম-অবুঝ
তুই ছিলি রং সোনেলা
আকাশ আলোর ভোর বেলা,
তখন হাওয়ায় আমার মন
হইলো মিশে ’সমীরণ’
আমার ’সকল’ দাম ধরে
কিন্তে গেলাম মন তোরে।
কিন্তু বন্ধু বিকলিনা তুই
আমার এত মনদামে,
বুঝিনি তুই মনের ঘরে
মালা কাটিস আন নামে।
কিন্তু যদি বিকলিনা
তবুও কেন দাম হাকিস
দাম যদি তোর মনের নাম-
তবে কেন হাট ডাকিস?
হঠাত দেখি ডাক ছেড়ে!
মেঘর সাথে যাস উড়ে!
আমার সময কঠিন করে
বসত গড়িস ঐ দূরে!!
সময় যতই হোক কঠিন
তুই যে প্রেমের নিকোটিন
তুবও তাই তোর প্রেমে
বিক্রি করি ”রাত্রীদিন”।
যদি তুমি বন্ধু চলেই যাবে, কেন প্রেম না ঘটিয়ে নয়?
বিদায়ের বেলা কেন বিরহে ভরিয়া দিলে আমার সময়।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ২:৫১
প্রথম বাংলা বলেছেন: এখন হাওয়ার রাত শেষ হয়ে গেছে, তবু কেনো
হায় চেতনার চিল- তুমি জাগোনি এখনো!
পরবাসী চিল তুমি তা'র ঠিকানা কি জানো?
বুঁনো হাঁস হয়তো জানিবে-
সুধায়ে হাঁসেরে তা'র খবর আনিবে;
হৃদয়ের তার দিযে তা'র তরে গাঁতিয়াছি শঙ্খমালা।
নিয়মের নিয়ামক আমাদের চোখে আজো গলির আঁধার
আজও নিয়ম আছে, আজও বনে হরিণেরা বাঘের শিকার-
তবু' কিছুটা বদরে গেছে নিয়মের পালা;
পরিবার তন্ত্রের কাছে মানুষেরা কুকুর বেড়াল।
তবুও সুদর্শনা, সুহাসিনী হয়ে ফিরে এলে যবে
সুরঞ্জনার মতো না যেও হারায়,
কমলা লেবুর ঘ্রাণ শ্যামলীর মুখ
যুবক বাহুতে আজও শক্তি জোগায়
বলে- তাহারা দুজন আজও দুজন কে ভালো না বেসে
ভালোবাসার'ই মতন হৃদয়ে হৃদয় কাছে এসে
দাঁড়ায়ে রয়েছে আজ- কিছুত হবেই অবশেষে।
স্বপ্নের ধনিরা আজ মিশে গেছে জীবনের সাথে
চৈতের রোদেলা সকালে আমাকে তুমি লয়ে-
তুমি-আমি দুইজনে হেঁটে ছিনু, ধানক্ষেত শ্যামলের পথে-
গিয়েছিনু 'স্বপ্নের ধনী' আর 'জীবনে ফুল' মিল হয়ে।
ধান কাটা হয়ে গেছে বোশেখের রোদে
এখন মাঠের বুকে হাওর জলধী-
আর শিরীষের ডালপালা হলোদ বিকেল
জীবনের মিতভাষণ আমাদের নারী আর নদী-
লয়ে গজায় কবিতা,
মানুষের জন্মের ইতিহাস প্রতিদিন লিখেদেয়
আকাশ সবিতা।
সুচেতনা হয়তো দূরেই গেছে চলে-
সুরঞ্জনার চলা কোন আকাশে শেষ হবে জানিনাতো,
সুহাসিনী এসে গেছে পৃথিবীরে রূপসী করিতে-
চৈতে তাহার সাথে দেখা হয়েছিলো প্রথমতো;
হয়তো আবার হবে অঘ্রান প্রান্তরে শিশিরের শীতে।