নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চুপ থাকা, নির্লিপ্ততা! আপাততঃ ধ্যান করছি।

নাজনীন১

আমি বাংলাদেশি নারী।

নাজনীন১ › বিস্তারিত পোস্টঃ

নতুন বিবাহিতা নারীদের জন্য কিছু টিপ্‌স......:):):)

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১২

এটি একটি সাধারণ পোস্ট। কেউ ফান হিসেবে নিতে পারে, কেউ সিরিয়াসভাবে, তবে অবশ্যই নিজ দায়িত্বে।;):)



এই পোস্টে সদ্যবিবাহিতা নারীদের জন্য কিছু কথা বলতে চাই, কি করবেন ঠিক বিয়ের পরপরঃ



১। বিয়ের প্রথম ২/৩ দিন মানে, বিয়ে, বৌভাত, এরপর আবার বাবার বাড়ি আসা -- এ কয়দিন আসলে আপনার নিজের তেমন বেশী কিছু করার নেই। নতুন আত্মীয়-স্বজনদের সাথে টুকটাক সৌজন্যমূলক কথা বলা, বড়দের সালাম দেয়া, দুলাভাই বা দেবর জাতীয় মানুষদের কাছ থেকে কিছু খুনসুটি হাসি মুখেই হজম করা -- এই তো।



২। তিনদিন পরে যখন সব আনুষ্ঠানিকতা শেষ, শ্বশুরবাড়িতে আছেন, তখন অনেক নতুন বৌকে দেখা যায় খুব সংসারীপনা দেখাতে নিজে থেকেই রান্না ঘরে যায়, এটা সেটা রান্না করে সবাইকে চমক এবং খুশী করাতে চায়, অন্যান্য গৃহস্থালীর কাজও কাজের মেয়েদের সাথে সাথে করতে চায়.........। আমি বলবো, না। চট্‌ করে নিজে থেকে রান্নাঘরে ঢুকবেন না, যদি না কেউ অনুরোধ করে। বরঞ্চ খাবার টেবিলে সবাইকে কিছু পরিবেশনের কাজ করতে পারেন। বিকেলে হয়তো চা রেডী করতে পারেন, মানে হালকা কিছু। তারচেয়ে বেশী বুদ্ধিমানের কাজ হবে বাড়ির সবাইকে গল্পের ফাঁকে পর্যবেক্ষণ করবেন। ঐ পরিবারে মেয়েদের অবস্থান কেমন, বাড়িতে কে কি কাজ করছে, কিভাবে করছে, মাছটা কিভাবে কাটছে, তরকারী রান্নার স্টাইলতা কেমন, আপনার বাবার বাড়ীর সাথে মিলে নাকি অন্যরকম, আত্মীয়-স্বজন কার সাথে কেমন আচরণ করা হচ্ছে---- মূলত এগুলো খেয়াল করবেন।আপনি আগে থেকে যতই কাজ জানেন না কেন, সাধারণতঃ তারা তাদের রুচিকেই মূলতঃ প্রাধান্য দিবে, আর তারা সংখ্যায় অধিক। এছাড়া, যদি আপনার শ্বশুরবাড়ি ভাগ্য খারাপ হয়, তাহলে আপনার অতি আগ্রহ হিতে বিপরীত হতে পারে, দেখা যাবে কয়েকদিন পর এমন কাজের চাপ দিচ্ছে যে আর সামাল দিতে পারছেন না। তাই রয়ে সয়ে।B-)



৩। স্বামীর সাথে গল্প করার সময় বাড়ির সদস্যদের সম্পর্কে, তাদের মন-মানসিকতা সম্পর্কে অল্প অল্প জেনে নিন (এ ব্যাপারে আপনার স্বামীরই নিজ উদ্যোগে সাহায্য করা দরকার যে কার সাথে কেমন কথা বলতে হবে, কে কি পছন্দ করে বা করে না, কার কথার স্টাইল কেমন), বাকীটা আপনি নিজ বুদ্ধিতে বুঝে নিন।



৪। বিয়ের পরই অনেক সময়ে অনেকের হানিমুন যাবার প্ল্যান থাকে, এ ব্যাপারে আপনার স্বামীর সামর্থ্য সম্বন্ধে নিশ্চয় আপনি ওয়াকিবহাল। অতএব, স্বামীর সামর্থ্যের বাইরে তাকে অযথা অনুরোধ করবেন না, এতে করে নতুন সম্পর্কে প্রথমেই একটা অস্বস্তিকর পরিস্থিতির অবতারণা হতে পারে, যা কারো জন্যই ভাল নয়। তবে আপনি চাকুরীজীবি হলে এবং সামর্থ্যবান হলে আর্থিক ব্যাপারে স্বামীর সাথে শেয়ার করতে পারেন।



৫। নতুন আত্মীয়-স্বজনদের সাথে একটা ভাল সম্পর্ক তৈরী করা অবশ্যই জরুরী, সেটা করতে সচেষ্টও হবেন। তবে হ্যাঁ, তার মানে এই নয় আপনার স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন যা বলছে ভুল কি শুদ্ধ, যে আচরণ করছে ভুল কি শুদ্ধ সব আপনি বিনা বাক্য ব্যয়ে মেনে নিবেন। অনেক বিয়েতেই দেখা যায় পারিবারিকভাবে ছোটখাট কিছু না কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। তখন দেখা যায় স্বামী বা স্বামীর আত্মীয়-স্বজন নতুন বৌটিকেই বিভিন্নরকমভাবে, নানারকম কথা শুনিয়ে কষ্ট দেয়ার চেষ্টা করে, এমনকি অনেক সময় বাবা-মাকে অপমান করেও কথা বলে। তাই, এ ব্যাপারে আমার পরামর্শ হলো শুরু থেকেই প্রতিবাদ করবেন। কোন ভুল কথা বলা হলে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিবেন, নতুন বলে চুপ করে সব শুনে থাকবেন না, কোন অন্যায়ের ব্যাপারে প্রথম থেকে বলিষ্ঠ হবেন। ভীরুতা প্রদর্শন করবেন না। তারমানে আবার এই নয় যে খুব চিল্লাচিল্লি, ঝগড়া-ঝাটি শুরু করবেন, আপনিও তাদেরকে অপমান করবেন। সেটাও সমানভাবে খারাপ। স্বামীকে আপনার বাবা-মার প্রতি শ্রদ্ধাশীল করে তুলুন। নিজেও তার বাবা-মার প্রতি শ্রদ্ধাশীল হোন।



৬। স্বামী-স্ত্রীর মাঝে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধও গড়ে তুলবেন। নতুন সম্পর্ক হয়েছে বলে খুব প্রেমে মজে থেকে স্বামীর সব কথায়, সব অনুরোধে জ্বী হ্যাঁ, জ্বী হ্যাঁ করবেন, এটা ঠিক নয়। নিজের বিবেচনাবোধকে প্রথম থেকেই কাজে লাগাবেন। স্বামীর ভালকে ভাল, খারাপকে খারাপ বলার প্র্যাকটিস প্রথম থেকেই করবেন, সর্বোপরি ব্যক্তিত্বসম্পন্ন হবেন। স্বামীকে বোঝার চেষ্টা করবেন। কিছু মেয়ে আছে স্বামীর সামর্থ্য জেনেও অযথা জব্দ করার অজুহাতে স্বামীকে খোঁচা মেরে কথা বলেন, যেটা অবশ্যই উচিত নয়। তবে স্বামীর ইচ্ছাকৃত অবহেলাকেও প্রশ্রয় দেয়ার কিছু নেই। অযথা নমনীয়তা প্রদর্শন করবেন না।;)X(



৭। শ্বশুরবাড়িতে স্বামীর সাথে বা আর কারো সাথে অল্প-বিস্তর মনোমালিন্য হলে সেটা বাবার বাড়ির কারো সাথে শেয়ার না করাই ভাল। যতটা সম্ভব নিজেই সেটা মিনিমাইজ করার চেষ্টা করবেন। যার যার প্রাইভেসী রক্ষা করবেন। অনেক সময়ে নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করলে বাবা-মাকে অনেক কিছু বলাও যায় না, ছোট হবার ভয় থাকে। তবে খুব বড় রকমের সমস্যা হলে সাথে সাথেই বাবা-মার সাথে শেয়ার করবেন।



৮। নিজের জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে যেকোন সিদ্ধান্ত নিজেই নিবেন, স্বামীর সাথে পরামর্শ করবেন, স্বামীকেও তার কাজে পরামর্শ দিবেন, তবে যার যার সিদ্ধান্ত তাকেই নিতে দিবেন, অযথা কেউ কারো প্রতি জোরাজুরি করবেন না। মনে রাখবেন নিজের সত্তা নিজের অধীন, আর কোন মানুষের অধীন নয়। জোর করে কখনো ভালোবাসা বা মনোযোগ বা অতিরিক্ত যত্ন আদায় করা যায় না। স্বামীর সাথে এমন একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে হবে, যাতে করে খুব সহজেই মনের কথাগুলো শেয়ার করতে পারেন। তবে যদি মনে হয় আপনার স্বামী খোলামেলা হতে চাচ্ছেন না, তাহলে ব্যডলাক। আপনিও তখন নিজেকে খোলামেলা করবেন না, এতে করে আপনার স্বামীর কাছে ছোটই হবেন, চটুলই হবেন। সমস্যা, জটিলতা এগুলো বাড়বে বৈ কমবে না।



৯। ভবিষ্যত সংসার জীবনটা কেমনভাবে সাজাতে চান, প্রথম থেকেই নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে নিবেন।



আর আপাততঃ কিছু মনে করতে পারছি না, আপনাদের যদি আরো কিছু বলতে ইচ্ছা করে তা বলতে পারেন।



মন্তব্য ২৪৩ টি রেটিং +১০২/-১৬

মন্তব্য (২৪৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৭

জনৈক আরাফাত বলেছেন: পুরুষ হয়েও আমি আবার পড়ে ভুল করলাম না তো? :(

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৭

নাজনীন১ বলেছেন: না ভুল করেননি। :) জেনে নিন, তাহলে ভাবীকে সাহায্য করতে পারবেন।

২| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২১

মদন বলেছেন: ভালো লাগলো...

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৭

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২১

অলস ছেলে বলেছেন: :)
+

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৮

নাজনীন১ বলেছেন: :)

৪| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২২

স্পাইডার বলেছেন: কয়টা বিয়ার অভিজ্ঞতা সম্পন্ন লেখা?

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩০

নাজনীন১ বলেছেন: নিজের সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন একটা বিয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, কলিগদের আরো অনেক বিয়ের অভিজ্ঞতাসম্পন্ন লেখা। :)

অভিজ্ঞতার পরিমাণ কেমন হলো ভাইজান?;) সিভি ভারী হয়েছে তো?

৫| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৪

জনৈক আরাফাত বলেছেন: আমি কিন্তু প্লাস দিছি! --- না পড়েই কমেন্ট দিছিলাম শুরুতে! :)

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩২

নাজনীন১ বলেছেন: এখন বলেন, আপনার কোন কাজে লাগবে কিনা? :)

৬| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৫

ম্যাভেরিক বলেছেন: এক পক্ষের জন্য হলেও কাজে আসবে উভয় পক্ষের। :)

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩২

নাজনীন১ বলেছেন: তবে তো খুব ভাল কথা। :) কষ্ট সার্থক।

৭| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৮

শ্রাবনের ফুল বলেছেন: ভাল লিখছেন, পড়ে মজাও পাইলাম :)

ভাল্লাগছে...:)

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৫

নাজনীন১ বলেছেন: খুব ভাল কথা!! :)

৮| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৯

শ্রাবনের ফুল বলেছেন: আমি পেলাচ দিছি :)

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৮

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ!! :)

৯| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২৯

এহসান জুয়েল বলেছেন: সব পোলাদের কমেন্টস, মেয়েরা কোথায়???

ছেলেদের জন্য বিবাহিত ভাই বেরাদাররা এমন একটা লেখা দেন প্লিজ।

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৭

নাজনীন১ বলেছেন: হ্যাঁ তাই তো!!! মেয়েরা কোথায়?? তারা হয়তো অনেকেই জানেন। সেই সাথে আপনাদেরও জানিয়ে রাখলাম আর কি।:)

১০| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩২

ব্রাইট বলেছেন: জানা থাক্লো। কাউন্টার এ্যাটাকে কামে লাগ্বো! :D

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮

নাজনীন১ বলেছেন: এহ্‌ হে রে!! সব তো আপনারা জেনে ফেললেন!!! :(

১১| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৬

ইরোর বলেছেন: ভাল কথা..................
আরো জানতে মন চায়..... :)

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০

নাজনীন১ বলেছেন: আপাততঃ তো আর কিছু মনে করতে পারি না। বাকী কিছু থাকলে পরে বলবো না হয়। কাজে লাগলে ভাল। :)

১২| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯

তবুও তুমি আমার বলেছেন: এরচে' ফালতু আর কিছু আছে ? থাকলে দেন।




ও-হ্যাঁ, আমি কিন্তু মাইনাস দিছি।

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৫

নাজনীন১ বলেছেন: আর ফালতু কিছু পড়ে আপনার সময়ের অপচয় করার প্রয়োজন নেই। সময়ের অনেক মূল্য কিনা!!!

তবে আপনার কাছে ভাল কিছু থাকলে দেন না, আমরাও কিছু শিখি।:)

১৩| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৪

এস এম শাখওয়াত আহমেদ বলেছেন: নারী বাদী লেখা । একটা বিয়ে করলে এত অভিজ্ঞতা হয় না ....................।

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬

নাজনীন১ বলেছেন: আপনি কয়টা বিয়ে করার পর ব্যাপারটা বুঝলেন দয়া করে জানতে পারি?

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৭

নাজনীন১ বলেছেন: নারীবাদী লেখা!!! এখনো তো একজন নারীও কমেন্ট করলো না??

১৪| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬

পারাবত বলেছেন: জানা থাক্লো।

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৯

নাজনীন১ বলেছেন: ভাবীর কাজে লাগলে ভাল। :)

১৫| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫২

পাহাড়ের কান্না বলেছেন: আফনের মতো বউ পাইলে বিয়া করমু। নাইলে বিয়া করতাম চাই না।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৯

নাজনীন১ বলেছেন: কেম্নে বুঝবেন একটা মেয়ে আমার মতো?? :)

১৬| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫২

বাবুনি সুপ্তি বলেছেন: ভাল বলেছেন। জানতে পারলাম অনেক কিছু। ধন্যবাদ। ++

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১০

নাজনীন১ বলেছেন: কিছু জানাতে পারলাম বলে ধন্যবাদ। :)

১৭| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০০

ডিজিটালভূত বলেছেন: সুন্দর অভিজ্ঞতা। সবাই তাদের ভাল অভিজ্ঞতা গুলো এভাবে লেখলে মন্দ কী। ধন্যবাদ অনেক। তবে আমার বউ একটু বেশী চঞ্চল ছিল। এসেই রান্না ঘরে ঢুকে দেখাতে চেয়েছে সে ভাল রান্না করতে পারে। ঘটেছিল দুর্ঘটনা। গ্যাসের চুলাকে কেরোসিনের চুলা ভেবে তেল ঢেলেছলো চুলার উপরে। সবাই বেশ মজা করেছে। কারণ তাদের বাড়িতে গ্যাসের চুলা ছিল না।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২

নাজনীন১ বলেছেন: আমার এক কাছের আত্মীয়া এমন পারদর্শীতা দেখাতে গেছে, পরে তার শ্বাশুরী বাড়ির কাজের মেয়েকে বিদায় করে দিয়েছে, অথচ তারা সামর্থবান পরিবার, বুঝেন অবস্থা!!!

১৮| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৪

বৈকুনঠ বলেছেন: আফার অনেক অভিজ্ঞতা এই সাবজেক্টের উপরে!!!!!

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৩

নাজনীন১ বলেছেন: ইট'স মাই প্লেজার!!

১৯| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৪

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আশাহত হলাম কোন নারীর কাছ থকে এমন লেখা পেয়ে। লেখক শুরুতেই ধরে নিয়েছেন যে একটি মেয়ে বিয়ে করছে মানেই একটা প্রতিকূল পরিবেশে উপস্থিত হতে যাচ্ছে। তাই নিজেকে রক্ষার জন্যে কত পরামর্শ!

২ নম্বর পয়েন্টটা খুবই আপত্তিকর। বিয়ে পুরুষ ও নারী দুইজনেই করে। রান্নার কাজটা অবধারিতভাবে মেয়ের ঘাড়েই যাবে বলে ধরে নিতে হবে, এটা কেমন কথা?
শুধুমাত্র রান্নার জন্যে নিশ্চয় কোন মেয়ের জন্ম হয় না। পারস্পারিক বোঝাবুঝির মধ্য দিয়েই নির্ধারিত হতে হবে কখন কে রান্না করবে বা করবে না।
আপনার লেখা নেতিবাচক ও রক্ষনাত্মক। আরো উদার দৃষ্টি কাম্য। যদিও আমি মনে করি আমাদের সমাজের অধিকাংশ নারীর বিবাহ পরবর্তী অভিজ্ঞতা ও লব্ধ পরিবেশ কমবেশী একই রকম এবং সেটা নারীর জন্যে প্রতিকূল।

তাই বলে আমরা প্রতিকূলতা মোকাবেলার প্রশিক্ষনের আয়োজন করবো না। প্রয়োজন সামগ্রিক পরিবেশকে অনুকূলে আনার প্রয়াস।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৩

নাজনীন১ বলেছেন: আমি আমাদের দেশের প্রচলিত সংস্কৃতির উপরে ভিত্তি করেই লেখাটি লিখেছি। একজন নতুন বৌ শ্বশুর বাড়িতে গিয়েই সে বাড়ির আচার-আচরণ পাল্টে ফেলবে, এটা ভাবা এক ধরণের বোকামী এবং অবাস্তবতা। তার চারপাশের পরিবেশ সে পাল্টাতে পারে ধীরে ধীরে, তখন আর সে নতুন বৌ থাকে না। আর আমার এ পোস্ট নতুন বৌদের জন্য।

রান্নার ব্যাপারে নিজে যা বলেছেন, তা নিজে মানেন তো? আমাদের দেশে ছেলেরাতো ভাত খেয়ে নিজের প্লেট ধুতেও আগ্রহী হয় না, আবার রান্না??? কয়জন করে?? এ দেশে যেকোন মেয়েরই বিয়ের আগে দেখা হয় রূপ, বিয়ের পরে গুণ। লেখাপড়া, যোগ্যতা এসব নিয়ে শ্বশুরবাড়ির লোকদের তেমন কোনো মাথা ব্যাথা থাকে না। তাইতো নিষেধ করেছি বেশী গুণীপনা দেখাতে না। আপনি কি বুঝলেন?

'প্রতিকূলতা মোকাবেলা' আর 'সামগ্রিক পরিবেশ অনুকূলে আনা' -- এ দুটো কথার মাঝে পার্থক্য কি, ঠিক বুঝলাম না? একটু বুঝিয়ে বলবেন কি, প্লীজ??

২০| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৫

তবুও তুমি আমার বলেছেন: আমার কাছে কিছুনাই কোনদিন থাকবেওনা আমি শুধু নিয়েই যাবো।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৩

নাজনীন১ বলেছেন: কিছু দিবেন না?

২১| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৯

মুক্ত বয়ান বলেছেন: জানলাম।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৪

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

২২| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৯

লাইফ স্টোরি বলেছেন: ভালোই লিখেছেন,কিন্তু কতখানি মেনে চলা যাবে জানিনা,ভালো থাকুন

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬

নাজনীন১ বলেছেন: যার যার পারিপার্শ্বিকতা বুঝেই সব ম্যানেজ করা ভাল, সবার ক্ষেত্রে সব সমানভাবে করার দরকার নাও হতে পারে। তবুও যদি কিছু ভাল লাগে, তবে ভাল কথা। :)

২৩| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২১

বোহেমিয়ান কথকতা বলেছেন: ভাল টিপস । আসলেই অনেকের কাজে লাগবে ।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৭

নাজনীন১ বলেছেন: কাজে লাগলে ভাল। :)

২৪| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৩

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: আপু অনেক ভাল লাগল :) এরকম সৎ পরামর্শ দেয়ার লোক এখন নাই। যে ই বলুক এক পক্ষকে সাপোর্ট করে । আপনার কথা গুলো ভীষন কাজে আসবে জীবনে কোন দিন । আপনার নিরপেক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন কথা গুলো প্রিয় তে রাখলাম.....। জীবনে পথ চলতে কাজে আসবে.......।




(আপু র মেইল আই ডি টা পাওয়া যাবে, মাঝে মাঝে দরকারে অভিজ্ঞতা ধার করবো)

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩২

নাজনীন১ বলেছেন: আপু পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে নিজের বুদ্ধি-বিবেচনাকে কাজে লাগাবেন, তাহলেই হবে। অন্য কেউ আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার সমস্যাকে আপনার মতো করে বুঝতে পারবে না কখনোই। তাই প্রবাদ আছে, নিজ বুদ্ধিতে পাগল হওয়াও ভাল। :)

মেইল আইডিঃ [email protected]

আপনি চাইলে আমাকে মেইল করতে পারেন, তবে উপরে যে কথাগুলো বললাম, সেটাই যদি ফলো করেন, বেশী ভাল হবে।

২৫| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫

অগ্রজ বলেছেন:

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪

নাজনীন১ বলেছেন: হা হা। বেশী ভাল হয়ে গেছে?:)

২৬| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৩

জনৈক আরাফাত বলেছেন: কাজে তো লাগবেই আপু! কারও সাইকোলজি বুঝা বহুত টাফ কাজ! :(

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪

নাজনীন১ বলেছেন: জ্বী, কিন্তু সুখের লাগিয়া ওই টাফ কাজটা করা ভাল। :)

২৭| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪

অবয়ব বলেছেন: মজা পেলুম। অন্য রকম বিষয়। ভাল লিখেছেন।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৫

নাজনীন১ বলেছেন: মজা দিতে পারলুম বলে ধন্যবাদ।

২৮| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭

রথে চেপে এলাম বলেছেন: আমি ছেলে তার উপর এই পথে আসতেও বহুউউউ দেরী।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৭

নাজনীন১ বলেছেন: রথের স্পীড বহুত কম!!!! /:)

২৯| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৮

মাটি ও মানুষ বলেছেন: ভালই হল . বিয়ে করে নতুন বউকে পোষটা দেখামুনে . সরাসরি প্রিয়তে নিয়ে নিলাম ।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৯

নাজনীন১ বলেছেন: বিয়ের একটু আগে আগে দেখালে আরেকটু ভাল হতে পারে। :)

৩০| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৬

আবদুর রহমান (রোমাস) বলেছেন: দেশী আপু,,,,,,,,,, হবু বউকে লেখার লিং পাঠাইয়া দিছি তার উপকারে আসবে!! নি:স্বার্থ উপকারের জন্য আন্নেরে অনেক ধইন্না!!

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪২

নাজনীন১ বলেছেন: আন্নেরেও ধইন্যা, হেতেনেও কি চাঁদপুরের নি? তাইলে তো বালা কাম অইবো। :)

৩১| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩

আনমনে বলেছেন: +++++++++++্

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৩

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

৩২| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৭

একরামুল হক শামীম বলেছেন: :)

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৫

নাজনীন১ বলেছেন: :)

৩৩| ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩২

নাহিদ মাহমুদ বলেছেন: নামটার প্রতি দুর্বলতা আছে।
অত্যাধিক।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৬

নাজনীন১ বলেছেন: কোন নাম? আমার নাম? কাহিনী কি বলা যাবে? :)

৩৪| ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৩

পুরাতন বলেছেন: ভালা :)

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭

নাজনীন১ বলেছেন: :)

৩৫| ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৪

তানিয়া কবির লিজা বলেছেন: বাহ: বিয়ের পর শুরু থেকেই তাহলে নিজের পারসোনালিটিকে প্রতিষ্ঠিত করার জন্যে প্রতিযোগিতায় নামতে হবে দেখছি!

আমি নিশ্চিত যে, আপনি সংসার জীবনে সুখি না।

আশা করি, কঠোর মন্তব্যেকে বাঁকা চোখে নিবেন না।

অবশ্য আপনি যে পারসোনালিটি সম্পন্না নারী, তাতে আমার এই মন্তব্য আপনার সহজে হজম হবে না।

আপুমনি, যে যাই বলুক সংসারকে মধুর করতে নারী-পুরুষ যেমন সমান ভুমিকা রাখে তবে তার পাশাপাশি আরেকটা জিনিষ আছে সেটা হলো নারীত্ব।

ইসলাম তো পালন করেন দেখি, ইসলাম অনুযায়ী ইসলামের নারী ব্যক্তিত্বগুলোকে কিভাবে নেন??

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৬

নাজনীন১ বলেছেন: আসলে শুধু বিয়ের পরই নয়, ছোটবেলা থেকেই ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে।

আর আপনি আমার ব্যক্তি-বিশ্লেষণের চেষ্টা করলেন বলে মনে হল। আসলে ব্লগে মনে হয় এই প্রথম আপনার সাথে আমার কথা হচ্ছে, তাই আমি ঠিক আপনার মনস্তত্ব বুঝতে পারছি না। আপনি কি এই পোস্টে বা আমার কোথাও কোন মন্তব্যে হার্ট হয়েছেন? হয়ে থাকলে স্যরি। সবার মতামত এক হবে, এমন কোন কথা নেই। টেক ইট ইজি।

আর সংসারে সুখি হওয়ার কথা বললেন?? কারো কাছে সুখ শাড়ী-কাপড়ে, গহনায়, কার কাছে সুখ স্বামীকে ঝাড়ি দিয়ে, কারো কাছে সুখ শ্বশুর বাড়ি থেকে স্বামীকে আলাদা করে ফেলার মধ্যে, কারো কাছে সুখ আমি মিসেস অমুক, আমার সাহেব তমুক এই পরিচয় দিয়ে, কার কাছে সুখ শুধু নিজেকে বিলিয়ে দিয়ে, প্রতিদানে কিছু না চেয়ে, অপমান আর আঘাত সয়ে সয়ে। পৃথিবীতে রকমারী মানুষ আছে, তাদের সুখের সংজ্ঞাও বিভিন্ন।

আমি আবার এতো মহামানব নই। আমি কিছু দিতেও চাই, কিছু পেতেও চাই, কাউকে ছোটও করতে চাই না, নিজেও ছোট হতে চাই না। যার যার লাইফ, তার তার অধিকার। চাই নিজের সত্তার অধিকার।

আমার পার্সোনালিটি কেমন? আপনি কেমন বুঝেছেন আমাকে, কিভাবে?

সংসার মধুর করতে নারী-পুরুষের ভূমিকাও লাগে, নারীত্ব-পুরুষত্ব দুটোই লাগে।

আচ্ছা, আপনার কাছে নারীত্বের সংজ্ঞা কি? আমার পোস্টে ঠিক কোথায় নারীত্বের অভাব হয়েছে, একটু বলবেন প্লীজ?

খেয়াল করেছেন নিশ্চয়ই , আমার পোস্টে ধর্মীয় কোন আলোচনা করিনি। আসলে এটা আমি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও অন্যান্য সব ধর্মাবলম্বী বাংলাদেশী নারীদের কথা মাথায় রেখে লিখেছি।

আর ইসলামে নারী ব্যাক্তিত্বের ব্যাপারে যদি বলতে চাইঃ আমার খোদেজা (রাঃ) কে পছন্দ, কারণ যখন রাসূল(সাঃ) নবুয়্যতপ্রাপ্তির সময় জিব্রাইল(আঃ) কে দেখে ভয় পেয়েছিলেন, খাদিজা কিন্তু ভয় পাননি, তিনি তাঁর স্বামীকে আস্বস্ত করার চেষ্টা করেছেন এ বলে নিশ্চয়ই আল্লাহ্‌তাওয়ালা আপনাকে অপমান করবেন না। অনেকে ভুল বুঝলেও খাদিজা কিন্তু নবীজিকে ঠিকই বুঝেছেন, বিচক্ষণ মহিলা। সে সাথে আত্মনির্ভরশীল মহিলাও, আবার প্রয়োজনে কর্মচারীর(রাসূল (সাঃ)) সাহায্য নিয়েছেন।

আবার আয়েশা(রাঃ)কেও পছন্দ, কারণ যখন সবাই তাঁর নামে অপবাদ দিচ্ছিল, রাসূল(সাঃ) কেন তাঁকে বিশ্বাস করতে পারলেন না, সন্দেহ করলেন, পরে যখন এ সংক্রান্ত কোরআনের দুটো আয়াত নাজিল হলো তাঁর বাবা-মা বলেছিলেন রাসূল(সাঃ)কে সালাম করতে, কিন্তু তিনি ঐ ভুলের প্রতিবাদ স্বরূপ সালাম করতে রাজি হননি। দেখুন, কেমন ব্যক্তিত্বসম্পন্ন মহিলা!!! রাসূল(সাঃ)কেও তিরস্কার করতে ছাড়েননি।

৩৬| ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:২২

সাঈফ শেরিফ বলেছেন: মোট কথা হল,

মেয়ের কাছে তার শ্বাশুড়ি হল, "তোমার মা কী চায় তুমি ছেলে হয়ে বুঝনা! তোমার মাকে বোঝাও, তোমরা মা ছেলে মিলে মিটমাট কর...."

ছেলের কাছে তার শ্বাশুড়ি হল, "আম্মা এই শাড়িটা আপনার জন্য...আম্মা এই পাঞ্জাবিটা আব্বার জন্য (শ্বশুর মশাই)"

এভাবে হয়না ম্যাডাম।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৮

নাজনীন১ বলেছেন: তাহলে কিভাবে হতে পারে?? কিছু শেয়ার করেন......

৩৭| ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৬

রাতফুল বলেছেন: ধন্যবাদ

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৯

নাজনীন১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৩৮| ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৩

জাকির হোসেন বিডি বলেছেন: তবুও তুমি আমার বলেছেন: এরচে' ফালতু আর কিছু আছে ? থাকলে দেন।

ও-হ্যাঁ, আমি কিন্তু মাইনাস দিছি।


রাতের বৃষ্টির শব্দ বলেছেন: আপু অনেক ভাল লাগল এরকম সৎ পরামর্শ দেয়ার লোক এখন নাই।

তানিয়া কবির লিজা বলেছেন: বাহ: বিয়ের পর শুরু থেকেই তাহলে নিজের পারসোনালিটিকে প্রতিষ্ঠিত করার জন্যে প্রতিযোগিতায় নামতে হবে দেখছি!

অনেক লম্বা গদ্য , তাই শুধু কমেন্ট গুলো পড়লাম !!

তবে পরামর্শগুলো মেয়েদের কাছেই বিতর্কিত বলে মনে হচ্ছে !!

:)

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১০

নাজনীন১ বলেছেন: তাহলে তো মনে হয় এটা পুরুষবাদী পোস্ট হয়ে গেছে!!!!! ;)

৩৯| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৫

শাওন৩৫০৪ বলেছেন: বিয়া খাওয়া দরকার...আহারে, রোস্ট...:(

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১১

নাজনীন১ বলেছেন: কার বিয়া? আপনার নিজের? খাসীর রোস্ট?? ;) আহারে!!!

৪০| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৯

যীশূ বলেছেন: ছেলেদের জন্যও কিছু টিপস দিয়ে দেন।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১২

নাজনীন১ বলেছেন: আয় হায়!!! সেটাতো আপনারা ভাল দিতে পারবেন। :)

৪১| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২১

কাব্য বলেছেন: hummmmmmmm

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৪

নাজনীন১ বলেছেন: বুঝছেন কিছু? নাকি এখনো ছোট আছেন? ;)

৪২| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২২

নকীবুল বারী বলেছেন: @যীশু
Click This Link

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৬

নাজনীন১ বলেছেন: যীশু ভাই নতুন বিবাহিত পুরুষদের জন্য চেয়েছে। :)

৪৩| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯

জেরী বলেছেন: এত মাইনাস পড়লো যে!!

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৯

নাজনীন১ বলেছেন: কালরাতে ভাইয়ারাই বেশী মাইনাস দিয়েছিল। কারো অভিযোগ এটা নাকি নারীবাদী পোস্ট, নেতিবাচক...। এরপর আর কারা মাইনাস দিয়েছে কে আর রাখে সে খবর? সবার সবকিছু ভাল লাগবে তা তো নয়। ব্যাপার না আপু। :) মেয়েরা নিজের ভাল বুঝুক, মেরুদন্ড সোজা রাখুক, অনেকেই সেটা চায় না।

৪৪| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৩

রাজীব বলেছেন: বিশাল লিস্ট দিছেন। পরে পড়ব আপাতত প্রিয়তে।

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১০

নাজনীন১ বলেছেন: না পড়েই প্রিয়তে?? সময় করে অবশ্যই পড়ে নিবেন। :)

৪৫| ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৭

পদ্মা-মেঘনা-যমুনা বলেছেন: আহারে.. যদি এমন একটা বউ পাইতাম...



(দেখবেন নাকি আমার লাইগা...?)

০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১১

নাজনীন১ বলেছেন: আমার ক্লোন কই পামু? ;)

৪৬| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১০

আলোর অভিলাসী বলেছেন: আপামণি নতুন জামাইদের জন্য একটা পোস্ট দিবেন না ? :D

০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৪

নাজনীন১ বলেছেন: দেখি, নতুন জামাইদের জন্য যদি কিছু কথা মাথায় গিজগিজ করা শুরু করে, তখনই লিখব। :)

৪৭| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩১

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: নিজ বুদ্ধিতে পাগল হওয়াও ভাল। :)ভালই বলেছেন আপু


মনে থাকবে

আইডুর জন্য ধন্যবাদ

০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫

নাজনীন১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

৪৮| ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৮

ইউনুস খান বলেছেন: প্রিয়তে রেখে দিছি যারে বিয়া করুম হেরে দেখানোর জন্য ;)

০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৯

নাজনীন১ বলেছেন: হা হা। ভাল করেছেন।

৪৯| ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১

কাব্য বলেছেন: ছেলেদের জন্য কোনো পরামর্শ পাওয়া যেতে পারে কি?:)

০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩০

নাজনীন১ বলেছেন: আপনি কি নতুন জামাই হইতে যাইতেছেন???;)

৫০| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪

কাব্য বলেছেন: আরে নাহ,তয় জাইনা রাখোন তো ভালা,নাকি ;) :P

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫১

নাজনীন১ বলেছেন: আইচ্ছা, পারলে জানাবো নি। তবে ব্লগের বিবাহিত ভাইয়েরা এ ব্যাপারে ভাল বলতে পারবে। অভিজ্ঞতা আছে না!! ;)

৫১| ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬

সাদাকালোরঙিন বলেছেন: ভালো লেগেছে পরামর্শগুলো । আমার কাছে বাস্তব মনে হয়েছে পরামর্শগুলোকে। অভিজ্ঞ্তা শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪

নাজনীন১ বলেছেন: ভাববেন না আবার সব আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়েছি, কেউ কেউ সেটা ভেবেছে। আমি ঠেকে শেখার চেয়ে দেখে শিখেছি বেশী। আশপাশকে অবজার্ভ করার একটা অভ্যাস আছে আমার। :)

৫২| ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

মন মানে না বলেছেন: ইউনুস খান বলেছেন: প্রিয়তে রেখে দিছি যারে বিয়া করুম হেরে দেখানোর জন্য ;)

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪

নাজনীন১ বলেছেন: ভালই হলো। ;)

৫৩| ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪০

সায়েম মুন বলেছেন: কামে দিতারে। প্রিয়তে--------

অসংখ্য ধইন্যাপাতা:)

২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৮

নাজনীন১ বলেছেন: আম্নেরেও ধইন্যাপাতা। :)

৫৪| ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৯

তুহিন২৭ বলেছেন: এইডাতো মাইয়া গো কাজে লাগবো, আমার কোন কাজে লাগতনা :(

২৪ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৮

নাজনীন১ বলেছেন: নতুন বিবাহিতা নারী বলতে আপনি পুরুষ মনে করছিলেন বুঝি? ;)

৫৫| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪১

বেওউল্ফ বলেছেন: দুঃখিত সবার মত আমিও পুরুষ হয়েও ক্লিক করে ফেলেছি। তবে ভালই হয়েছে আমি অন্যদেরকে এই লিংক দিয়ে দেব।

আমি কিন্তু ১০ নম্বর টিপস জানি।
আর তা হল পরিবারের সবাইকে একত্র করে [স্বামী সহ] একটা খেলা খেলতে হবে। আর তা হল ডাবলিউ ডাবলিউ এফ রেসেল মেনিয়া। হাঃ হাঃ হাঃ

দুঃখিত, মাফ করবেন।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১২

নাজনীন১ বলেছেন: অসুবিধা নাই, ভাবীর কাজে লাগলেও চলবে।

আর ১০ নম্বর টিপসের জন্য ধন্যবাদ। মজার হয়েছে। :)

৫৬| ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫০

শূন্য আরণ্যক বলেছেন: +

৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

৫৭| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩১

মুজাহিদ হাসান বলেছেন: আমি আপনার মাঝে আমার মায়ের ছায়া দেখতে পাচ্ছি।

অসম্ভব রকম সুন্দর একটি পোষ্ট করেছেন আপনি।

যারা বুঝতে পারে, তাদের জন্য খুবই দরকারী। এটি তাদের দৃষ্টিভংগী কে সংহত করবে আশা করা যায়।

অনেক পুরুষবাদী/ নারীবাদী বোকার মতো সমাজ পরিবর্তনের কথা বলে। কিন্তু কাদা থেকে পদ্ম ফুল তুলতে গেলে কাদার মখোমুখি হতে হয়, তা বোধহয় তারা ভুলে যাচ্ছেন।

আগে যে পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি তা থেকে কল্যাণ কিছু বের করে নেয়া এবং তা-কে কল্যাণে রূপান্তরিত করাই সম্ভবত সবচেয়ে যৌক্তিক হবে।

আপনার পোষ্ট যৌক্তিক বোধের সচেতন মানুষের উপকারে আসবে।

আন্তরিক ধন্যবাদ আবারো।

৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

নাজনীন১ বলেছেন: অনেক সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলেই বাস্তবমুখী হওয়া ছাড়া কোন উপায় নেই।

৫৮| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫১

রেজোওয়ানা বলেছেন: আপু মনিরা সব কই।
আমি এই ধাপ বহু আগেই পার করে ফলেছি, তবু একবার ঢু দিয়ে দেখমালম, আমার সাথে মিলে কিনা!!

৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

নাজনীন১ বলেছেন: কি দেখলেন? মিললো কি? :)

৫৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২২

মাহমূদ হাসান বলেছেন: জানি না বাস্তবতা কী, আপনার পোস্টে প্লাস।
কিন্তু আমার এসব নিয়ম নীতি ভাল লাগে না।
সেটা আমার ভুলও হতে পারে।
কোন মানুষই নির্ভুল না।

কিন্তু একজন মানুষর উপর চতুর্দিক থেকে এমন চাপ সৃষ্টি করা।
সবার মন খুশি করা , এসব ভাবলে আমার মেজাজ খারাপ হয়ে যায়।
আমি চাই না কারো উপর এমন প্রেসার পড়ুক।

তবে একটা জিনিসকে আমি খুব ঘৃণা করি। তা হলো মুরুব্বীদের সাথে বেয়াদবী করা।


আমি অনেক জল্লাদ শ্বাশুড়ীকে দেখেছি, তাদেরকে আমার শাস্তি দিতে ইচ্ছে করে। কলকাতায় গিয়েছিলাম আমার নানাবাড়ীতে।

আহ, ওখানে যে অবস্থা দেখলাম। আমার অনেক কষ্ট লাগল।
বিয়ের পর নতুন বউ সব কাজ করবে, ননদ, শ্বাশুড়ী, বড় বউয়েরা সবাই আরাম করবে?

এমন জঘন্য মানসিকতাকে অলওয়েজ ইগনোর করি।

যৌতুক ছাড়া সেখানে বিয়ে অসম্ভব।
রিক্সাওয়ালা হলেও কমপক্ষে ৮০ হাজার টাকা যৌতুক দিতে হবে।


আমার কোনরকম ইচ্ছা তবু যদি কোনদিন আমার জীবনে কিছু একটা ঘটে,
আমি কাউকে আমার বাবা-মা'র সেবা করতে বলবো না। নিজের ইচ্ছায় হালকা পাতলা করতে পারে। আসল সেবা আমি করবো, এখনো করি,

এখানো বাবার হাত পা মালিশ করে দেয়।
ছেলে হয়েও মায়ের সাথে অনেক রান্নার কাজ করে দেয়।

অতিথি পরায়ণতা ছাড়া এই সমাজের কোন কিছুই আমি মানি না।

এই সব নিয়ম অমানবিক।
শ্বশুর - শ্বাশুড়ীকে কি করতাম আল্লাই জানে।

৬০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮

মাহমূদ হাসান বলেছেন: মানে যদি আমি মেয়ে হতাম তাহলে। আশ-পাশে অনেক দেখেছি, জল্লাদ শ্বাশুড়ীর গল্প, তাই মনে মনে আমার একটু অরুচি আছে।
আমার কথা হলো,কারো উপর ভয়-ভীতি প্রেসার চাপিয়ে না দেয়া।

আমার মানসিকতা অন্য রকম করে গড়ে তুলছি।
ইতিহাস তন্ন তন্ন করে খুঁজছি।

আপনি জানেন পৃথিবীর ইতিহাসে মহামানব কারা আমি কেবল তাদেরই অনুসরণ করব।
অন্য কোন সমাজ কোন জাতিকে না। আমার নিজের জাতিকেও না। এই যে হরতালে অনেকের গাড়ি ভাংচুর করা হয়। তাতে সেই লোকটার দোষ কী? এমন জাতিকে আমি অনুসরণ করতে পারি না। যদিও সমগ্র জাতি এর জন্য দায়ী না।

আরবীকে আমি আমার মাতৃ ভাষার চেয়ে ১০০% বেশী ভালবাসি। তাতে কোন সন্দেহ নেই।
ভাষা আল্লাহর নিয়ামত। তবে আমি তাপমাত্রা ঠিক রাখাতে বিশ্বাসী।


আমার চিন্তা ভাবনা ব্যতিক্রম।
একজন ছেলে তার জন্মের পর থেকে মৃত্য পর্যন্ত একবারের জন্যও তার বাবা-মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবে না।

বিয়ের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী-স্ত্রী কখনোই ঝগড়া করতে পারবে না।

একজন মানুষ কখনোই কোন অবস্থাতেই রাগান্বিত হতে পারবে না।

এই রকম কিছু কঠিন সিদ্ধান্তে আমি বিশ্বাস করি। তবে এই কঠোরতা নিজের ক্ষেত্রেই বেশী প্রযোজ্য।

দয়া করে এই ব্লগে কমেন্টগুলো ডিলেট করে দেন। না হলে সবাই আমাকে আনসোশাল ভাববে।

এইখানে একটা কমন্টে দেয়া আছে দয়া করে পড়ুন।

Click This Link

আর আমি তো মানুষ। ভুল হতেও পারে। ১০০% শিউর।
ভুল হলে ক্ষমা করবেন।

আপনার মন্তব্য আমার ব্লগে দিতে পারেন, যে কোন স্থানে।
কমেন্টগুলো মুছে দিবেন কিন্তু।

শ্বশুর-শ্বাশুড়ী নিয়ে ইসলামরে বিধান ও ইতিহাস পুরোপুরি ঘাটাঘাটি করব বলে আশা রাখি।

০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩১

নাজনীন১ বলেছেন: আপনি যে কথাটা বললেন সেটা তাত্ত্বিক। হ্যাঁ, ছেলে-মেয়েদেরই উচিত বাবা-মার সেবা করা, পূত্রবধূ বা মেয়েজামাই -এর সে দায়িত্ব না। কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপট সেরকম না, তাই ব্যবহারিক ক্ষেত্রে অনেক কিছু পাল্টে যায়। যেমন ধরেন, ছেলেরা কেউ কোন কারণে আপাততঃ কাছে নেই, তাহলে মেয়েদের ঐ সময় বাবা-মাকে সময় দেয়া দরকার। এখন মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি বা জামাইসহ আলাদা থাকে। সেক্ষেত্রে সে কি করবে? হয় বাবার বাড়ি এসে থাকবে না হয় নিজের বাসায় নিয়ে যাবে। এখন যদি বাচ্চাদের স্কুলে যাবার ব্যাপার থাকে বা বাবা-মা খুব বেশী অসুস্থ যে অনেকদিন ধরে তাদের দেখাশোনা করতে হবে, কিন্তু স্বামীর কর্মস্থল অন্য জায়গায়, এখন এ ক্ষেত্রে কি হবে? নিশ্চয়ই বাবা-মাকে তার নিজের বাসায় নিয়ে আসবে। মনে করুন সে মেয়েটি গৃহিনী। তাহলে তার বাবা-মার খরচ কে দেবে? নিশ্চয়ই মেয়েজামাই, এখানে মনে করলাম ভাই নেই অথবা ভাইদের সে সামর্থ্য নেই। তাহলে দেখুন বিভিন্ন বাস্তবতায় বিভিন্নভাবে সবাই জড়িত হয়ে পড়ে। তবে বেশীর ভাগ ক্ষেত্রে বুড়ো বাবা-মাকে দেখাশোনার দায়িত্ব ছেলে এবং ছেলের বৌ-এর উপরে পড়ে এজন্য যে তারা বেশী কাছাকাছি থাকে।

তবে এটা ঠিক বাড়ির বৌকেই গৃহস্থালীর সব দায়িত্ব কাঁধে নিতে হবে, এ ধারণা পরিবর্তন হওয়া দরকার।

আচ্ছা, এই যে আপনি নিজের হাতে আপনার বাবা-মার সেবা করেন, এখন আপনার বিয়ের পর আপনি কি করবেন? আপনার স্ত্রীকে আপনাদের বাসায় নিয়ে আসবেন নাকি নিজে আলাদা বাসা নিয়ে স্ত্রীকে নিয়ে আলাদা থাকবেন? যদি আলাদা থাকেন তাহলে কিভাবে বাবা-মাকে প্রতিদিন সেবা করবেন? আর যদি আপনার বাবা-মায়ের সাথে থাকেন, তাহলে আপনার স্ত্রী কি করে তার বাবা-মায়ের সেবা করবে? তাহলে কি যার যার বাবা-মায়ের সেবার জন্য দুজনে যার যার বাপের বাড়ি থাকবেন? নাকি আপনার বাসায় আপনার বাবা-মা এবং আপনার স্ত্রীর বাবা-মা দু পক্ষকেই নিয়ে আসবেন? সাধারণভাবে বললে আপনার স্ত্রীর গৃহিনীই হবার কথা, যেহেতু আর্থিক দায়িত্ব পুরুষের উপরে। তাহলে আপনার শ্বশুর -শ্বাশুরীর খরচ কি আপনি দিবেন? যদি আপনার স্ত্রীর কোন ভাই না থাকে?

----- এভাবে ভেবে দেখুন যেকোন একপক্ষের প্রতি একটু বায়াস্‌ড হওয়াই লাগে। এটাই আমাদের সমাজের নিয়ম। যে দেশে ছেলেমেয়েরা বড় হওয়ার পর সবাই আলাদা হয়ে যায়, সেখানেই বৃদ্ধাশ্রমের ব্যাপারটা বেশী অথবা অনেকগুলো কাজের লোক রাখা দরকার পড়ে। নিজের ছেলে-মেয়ের চাইতে বাইরের মানুষের উপর নির্ভর করতে হয়। অথচ এই বাবা-মা কত কষ্ট করে ছেলে-মেয়েদের বড় করে, গড়ে তোলে। বুড়ো বয়সে যদি ছেলে-মেয়েরা নিজেদের কাছে নিয়ে রাখে সেটাই কি বেশী আন্তরিকতা না?

৬১| ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯

মাহমূদ হাসান বলেছেন: ইয়াপ, আপনার সাথে একমত। চমৎকার যুক্তি উপস্থাপন করেছেন।

ছেলে-মেয়েকে মানুষ করে গড়ে তুলতে পারলে আশা করি বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। আমার কাছে মানুষ হওয়ার একমাত্র পথ . . . . ।

৬২| ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৯

সিটিজি৪বিডি বলেছেন: আমি বিয়ের পর আমাদের পরিবার সম্পর্কে অনেক ধারনা দিয়েছি যার ফলে বাসায় আর কোন সমস্যা হচ্ছে না। প্রধান কথা হচ্ছে শাশুর বাড়ীর সবাই নতুন বউকে আপন করে নিলেই হয়। আর নতুন বউকে ও সকলের মন জয় করার চেষ্টা করতে হবে। তাহলেই সুখ-আর শান্তি!!! অনাবিল শান্তি!!!!

১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

নাজনীন১ বলেছেন: হ্যাঁ, দায়িত্বটা দুপক্ষেরই।

৬৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ভালো টিপস।

দেখা যাক ফিউচারে কতটুকু কাজে লাগাতে পারি :-<

১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪

নাজনীন১ বলেছেন: :) চেষ্টায় কি না হয়।

৬৪| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৪

অনন্যা09 বলেছেন: ধুর, বিয়াই করুমনা.।.।.।।।

১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪৯

নাজনীন১ বলেছেন: তাহলে কিন্তু অনেক কিছু মিস্‌ করবেন, বুঝে দেইখেন!! :P

৬৫| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৯

এরশাদ বাদশা বলেছেন: খুব ভালো একটি লেখা।

১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৫০

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ, অনেকদিন পর পড়ার জন্য।

৬৬| ১৩ ই মার্চ, ২০১০ রাত ১:৩৪

ম্যাকানিক বলেছেন: আপনার লেখা ও বিভিন্ন প্রতি মন্তব্যের সাথে পুরাই সহমত।
এই লেখাটা জামাই বউ দুই জনেরই অবশ্যপাঠ্য।
তবে একটা জিনিশ কি একটু বুঝায়া বলবেন যে
কোনো কোনো বউ যখন স্বামীরে ওভারটেক কইরা নিজে নিজে পোদ্দারী করতে গিয়া শ্বসুর বাড়ীতে ধরা খায় তখন তার সব দোষ কেনো জামাই এর ঘারে দেয়া হয়?
রান্না বান্নার ক্ষেত্রে আপনার প্রতি মন্তব্য একদম সঠিক তবে কিছু কিছু ভাবী আছে জামাই ডেকচি থেকে প্লেটে ভাত দিলেই সবার কাছে প্রচার করে বেড়ায় তার জামাই তাকে রান্না করে খাওয়ায় এটা হয়তো খুবই নির্দোষ একটা জামাই এর গুনগান কিন্তু এর ফলে যে অন্যের সংসারে অশান্তির আগুনে ঘি ঢালা হয় সেটা কি তারা কোনোদিনও বুঝবেন?
আর আমরা ছেলেরা সারাদিন ঘরের বাইরে একটা মেয়ের জন্য সামাজিক স্ট্যাটাস শড়ী গহনাসহ তার নানা রকমের সাধ আহলাদ পুরন করার জন্য যেই পরিমান ঘাম ঝরাই তার বিনিময়ে কি তিন বেলা খাবার প্রত্যাশা করা কি খুব বেশী কিছু!
যাক গা বাদ দেন
অনেক কিছু লিখতে ইচ্ছে করতেছে যার পুরোটাই নারী বিদ্বেষী এবং রেসিস্ট হয়ে যাবে।
ভাইজান সহ আপনারা ভালো থাকেন সুখে থাকেন

১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৪:০১

নাজনীন১ বলেছেন: "কোনো কোনো বউ যখন স্বামীরে ওভারটেক কইরা নিজে নিজে পোদ্দারী করতে গিয়া শ্বসুর বাড়ীতে ধরা খায় তখন তার সব দোষ কেনো জামাই এর ঘারে দেয়া হয়?"

=p~ =p~ =p~

হাসলাম অনেকক্ষণ। সে নারীকে বোকা বলতে আমার কোন দ্বিধা নেই। সাথে কিছুটা আবেগপ্রবণও বলা যেতে পারে। এক্ষেত্রে স্বামীর কাজ হবে ঠান্ডা মাথায় আন্তরিকভাবে স্ত্রীর এই বোকামীটা বুঝিয়ে দেয়া।


যেসব ভাবীরা ডেকচি থেকে খাবার প্লেটে তুলে দিলেই স্বামীর পাঁচমুখে প্রশংসা করে, এমন বৌ পাওয়া তো ছেলেদের জন্য খুবই ভাগ্যের কথা। :)

আর মেয়েদের স্ট্যাটাস বলতে আপনি কি বোঝালেন? মিসেস অমুক...এরকম কিছু, নাকি একটা মেয়ের নিজের যোগ্যতাবলে স্ট্যাটাস?

প্রথমটা যদি হয়, এতে আসলে ব্যক্তিগতভাবে আমার কোন আগ্রহ নেই, আমি বা আমার মতো যাদের মানসিকতা, তাদের এতে খুশি হবার কিছু নেই। তার মানে এই না স্বামীর যোগ্যতাকে ছোট করা, মানে হলো সেটাকে স্বামীর যোগ্যতা মনে করা, নিজের না।

শাড়ী-গহনার ক্ষেত্রে বলবো সুজাতারাই সুখী নয়, মেয়েরা আসলে তাদের স্বামীদের কাছ থেকে সময়ও পেতে চায়, মনোযোগ পেতে চায়। স্বামীর সাথে সবকিছু শেয়ার করতে চায়। একটা ছেলে সারাদিন মানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাইরে থেকে কাড়ি কাড়ি টাকা রোজগার করবে, আর ভাববে টাকা পেলেই নারীকে খুশী করানো যাবে, তাকে সময় দেয়ার কোন প্রয়োজন নেই, এটা খুবই ভুল ধারণা। এর মানে কিন্তু এই না যে মেয়েরা বেকার স্বামী পছন্দ করবে, মানে হলো সবকিছুতে একটা সীমা থাকা দরকার। জীবনে সবকিছুরই প্রয়োজন আছে। টাকা, ভালোবাসা, পরস্পরকে সময় দেয়া, পরস্পরের প্রতি দায়িত্ববোধ.........

আপনিও ভাল থাকুন, আপনার সঙ্গীসহ (যদি থাকে)।

৬৭| ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১১

হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: আফা, আমি ছেলে। আমার জন্য কোন টিপস দিবেন নি!!!

২২ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৩

নাজনীন১ বলেছেন: উপরে অনেকে তো কইলো কথাগুলো ছেলেদের জন্যও প্রযোজ্য। :)

৬৮| ১৪ ই মার্চ, ২০১০ রাত ১২:২৮

অনন্যা09 বলেছেন: ্না ভাই ,মিস ই থাকলাম।মিসেস হয়ে কাজ নাই..।...।

২২ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৩

নাজনীন১ বলেছেন: এখন আপনার জোয়ানকাল, আশেপাশে বন্ধু-বান্ধব আছে, তাই বুঝতাছেন না। একসময় আমারও মনে হতো কি দরকার ছিলো বিয়ে নামক সামাজিক প্রথার। একা থাকার মজাই আলাদা। কোন দায়িত্ব নাই, পিছুটান নাই, গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানো......আশেপাশের সবাই যখন যার যার মতো ব্যস্ত হয়ে যায়, তখনই বোঝা যায় একজন আমরণ সঙ্গীর দরকার, তা না হলে সুখ- দুঃখ শেয়ার করার কেউ থাকে না।

৬৯| ১৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৪

ইসানুর বলেছেন: ++++++++++++++++

২২ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৮

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

৭০| ২২ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৬

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ভাল লেগেছে

২২ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩০

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

৭১| ২৩ শে মার্চ, ২০১০ দুপুর ১২:০৬

কোর আই সেভেন বলেছেন: ভুল জায়গায় এসে পড়লাম মনে হয়!!!


তবে, ++++

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:২০

নাজনীন১ বলেছেন: ভবিষ্যতে কাজে লাগতে পারে।

৭২| ২৩ শে মার্চ, ২০১০ রাত ১০:৪০

ঢাকাইয়া টোকাই বলেছেন: প্রিন্ট কইরা (নতুন) বউরে দিয়া দিলাম,

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:২০

নাজনীন১ বলেছেন: (নতুন) ভাবী পড়ে কি বললেন? পছন্দ হয়েছে? :)

৭৩| ২৩ শে মার্চ, ২০১০ রাত ১০:৫৭

এস বাসার বলেছেন: ঢাকাইয়া টোকাই বলেছেন: প্রিন্ট কইরা (নতুন) বউরে দিয়া দিলাম,

ভাই, পুরাতনটার খবর কি?

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:২১

নাজনীন১ বলেছেন: :P :P

৭৪| ২৪ শে মার্চ, ২০১০ রাত ৩:৪৬

ঢাকাইয়া টোকাই বলেছেন: ঢাকাইয়া টোকাই বলেছেন: প্রিন্ট কইরা (নতুন) বউরে দিয়া দিলাম,

ভাই, পুরাতনটার খবর কি?

তারে এই লিস্ট টা দিতে পারি নাই =p~ =p~ =p~ =p~

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:২২

নাজনীন১ বলেছেন: :P :P

৭৫| ২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

বিপ্লব কান্তি বলেছেন: হুম

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:২২

নাজনীন১ বলেছেন: হুমান ক্যান?

৭৬| ২৫ শে মার্চ, ২০১০ রাত ১:৫৪

অবাঞ্চিত বলেছেন: পুলাগো লাইগ্যা কোন টিপস নাই???

২৭ শে মার্চ, ২০১০ সকাল ১১:২৩

নাজনীন১ বলেছেন: কেউ কেউ বলেছেন এটা উভয়পক্ষের জন্যই প্রযোজ্য হতে পারে। আর কমেন্টের ফাঁকে ফাঁকে কিছু বলেছি তো।

৭৭| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০১

পরান বলেছেন: ভালো লাগলো...
প্রিয়তে রেখে দিছি যারে বিয়া করুম হেরে দেখানোর জন্য ;)

মেয়েরা আসলে তাদের স্বামীদের কাছ থেকে সময়ও পেতে চায়, মনোযোগ পেতে চায়। স্বামীর সাথে সবকিছু শেয়ার করতে চায়। টাকা পেলেই নারীকে খুশী করানো যাবে, তাকে সময় দেয়ার কোন প্রয়োজন নেই, এটা খুবই ভুল ধারণা। এর মানে কিন্তু এই না যে মেয়েরা বেকার স্বামী পছন্দ করবে, মানে হলো সবকিছুতে একটা সীমা থাকা দরকার। জীবনে সবকিছুরই প্রয়োজন আছে। টাকা, ভালোবাসা, পরস্পরকে সময় দেয়া, পরস্পরের প্রতি দায়িত্ববোধ.........

২৩ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৩

নাজনীন১ বলেছেন: দুজনে মিলেই দেইখেন। কাজে লাগতেও পারে। ;)

৭৮| ০৩ রা মে, ২০১০ রাত ১১:৪৪

দাসত্ব বলেছেন: যাক ভালো লাগলো জেনে সুখে আছেন , অন্তত ভালো আছেন।
ব্রাদার কে গুডলাক। পোস্ট পড়ে মজা পেয়েছি। ইফেক্টিভ - আন ইফেক্টিভ বলতে পারবোনা।
মানুষের সম্পর্কে অনেক পরিবর্তন এসে গেছে।
পোলাপাইন সব ফেসবুক আর ডিজুস প্রজন্ম।সাইবার স্টার- রক স্টার ।
বাংলিশ আর কেএফসি-পিজাহাটের ঠেলায় কতকিছু করে বেড়াইতেসে আর নিজেদেরকে মহা চালাক ভাবতেসে।
যাইহোক - আপনার প্রচেষ্টা সফল হোক।
আর মনে হচ্ছে রান্না বান্না ভালোই পারেন।
সুযোগ থাকলে একটু দাওয়াত টাওয়াত দিয়েন :-P B-)) B-)

০৭ ই মে, ২০১০ সকাল ৯:২৬

নাজনীন১ বলেছেন: হা হা। রান্না-বান্না শুধুমাত্র ঠেকা সামলানোর মতো পারি, নিজেরও তো খেতে হয়, তাই। নিজের খেতে না হলে রান্না-বান্না শিখতামই না, বড়ই বোরিং লাগে আমার কাছে।

আপনি থাকেন কোথায়? আমার বাসায় দাওয়াত খেতে হলে কিন্তু কোরিয়ায় আসা লাগবে, প্লেন ভাড়া আপনের। চলে আসেন একদিন। :)

৭৯| ০৭ ই মে, ২০১০ সকাল ৯:৪৩

দেশী পোলা বলেছেন: পুরান বউদের জন্য কিছু লেখেন, বিশেষ করে আমার বিবি, যিনি প্রথমে মহিয়সী নারী ছিলেন, তয় এখন উনি ফ্যাসীবাদের সমর্থক, উনার জ্বালাময়ী কন্ঠ আর দূরপাল্লার ক্ষেপনাস্ত্র নিক্ষেপের কৌশল ইরানী সামরিক শখতিকেউ হার মানাইয়া দিতেছে। দয়া করিয়া একটা টিপস দেন যাতে উনি স্বামীভক্ত হইয়া আমার ওয়ালেট, ক্রেডিট কার্ড আর ব্যাংকের চেক বইটা ফেরৎ দেন। উনার ভয়ে আমি একটা আন্ডারওয়ার পর্যন্ত ক্রয় করিতে পারিতেছি না, এক লুংগি আর কতদিন পড়িব??

০৮ ই মে, ২০১০ রাত ১০:১১

নাজনীন১ বলেছেন: হা হা হা।

ঘটনা হইলো আমি নিজেই এখন পুরান বৌ হিসেবে ট্রায়াল এন্ড এরর পর্যায়ে আছি, আরেকজনরে পরামর্শ দেওনের মতো চুল পাকে নাই এখনো। :P আমার থেকে ওই পোস্ট পাইতে এখনো বহুত দেরী আছে। তয় ভাবতেছি, আপনার উদাহরণ দিয়া জামাই-র সাথে একটা ঝগড়া বাঁধামু কিনা .........মাইনসের জামাইরা বৌয়ের কাছে ওয়ালেট, ক্রেডিট কার্ড, চেক বই সব জমা রাখে, আর আমি তোমার বেতন কত সেইটাই আজ পর্যন্ত ঠিকভাবে জানি না..................X(X(X( ...............ইহা একটি এরর!

৮০| ০৭ ই মে, ২০১০ সকাল ১০:০৩

বিপরীত স্রোত বলেছেন:
আপা একটা প্রশ্ন ছিল যদিও বিয়ে সাদি করা হয় নাই তারপরেও জিজ্ঞেস করি বিয়ের পর ছেলেদের কি তার মাতা পিতার সাথে একই ছাদের তলায় থাকা উচিত নাকি কিছুটা দূরত্ব রেখে নিজেদের আলাদা সংসার আরম্ভ করা উচিত ? পত্রিকা ম্যাগাজিনে শাশুড়ী বউয়ের সংঘাত নিয়ে প্রায়ই পড়ি আপনার অভিজ্ঞতা কি বলে ? কোনটা ভালো বাবা মার দেখাশুনা করা ভালোভাবে কিন্তু কিছুটা স্পেস রেখে নাকি একই ছাদের তলায় সবার বসবাস করা কোনটা নারী হিসেবে কোনটা বেশি আপনার কাছে বাস্তব সম্মত মনে হয় ?

০৮ ই মে, ২০১০ রাত ১০:২৭

নাজনীন১ বলেছেন: এটা তো আসলে পরিবার টু পরিবার ভিন্ন হবে। যদি আপনার বাবা-মার বাসায় পর্যাপ্ত প্রাইভেসীর ব্যবস্থা থাকে, আর আপনি এবং আপনার স্ত্রী দুজনেই বাবা-মা যে শহরে সেখানেই থাকেন, এক্ষেত্রে আলাদা বাসায় থাকা দৃষ্টিকটু দেখায়। অনেক সময় বাবা-মাও কষ্ট পায়। তবে শহরের এ প্রান্ত-ঐ প্রান্ত বাসা-অফিস হলে সে আলাদা কথা, বা একেবারেই শাশুড়ী-বৌ এডজাস্ট হচ্ছে না, তখন হয়তো। কিন্তু বিয়ের সাথে সাথেই বাবা-মার কাছ থেকে ছেলের আলাদা হয়ে যাওয়া আমরা অনেকেই পছন্দ করতে পারি না। আমাদের সমাজে এটা সহজভাবে দেখে না। তবে আপনার বাবা-মা যদি নিজে থেকেই আপনাকে বলে, সেটা ভিন্ন কথা।

আবার একজন নারী শুরুতে এসেই শশুরবাড়ির সব সিস্টেম তছনছ করে ফেলবে, সত্য বলতে কি এটা আমি মন থেকে মানতে পারি না, যে কোন পরিবর্তন ধীরে ধীরে হওয়া ভাল, যাতে সবাই পরিস্থিতির সাথে নিজেকে এডজাস্ট করতে পারে।

আবার আপনার স্ত্রীর যদি পড়াশোনা বা চাকরীর কারণে যদি দূরে থাকার ব্যাপার থাকে, সেখানে তো এমনিতেই আলাদা থাকতে হবে। আমি আবার মেয়েদের বিয়ের পর স্বামীর সাথে থাকার জন্য নিজের লেখাপড়া , চাকরী-বাকরী ছেড়ে দিয়ে স্বামীর পিছপিছ ঘুরা, এ ব্যাপারটা সহজভাবে নিতে পারি না। এখানে আসলে পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার আছে।

আর সন্তানের উপর বাবা-মার একটা স্নেহের টান থাকেই, হুট করে তাদের সেন্টিমেন্টে আঘাত দেয়া ঠিক না। আমরা হাজার চাইলেও বাবা-মার ঋণ শোধ করতে পারবো না, তাই অন্ততঃ যেন অনাবশ্যক, যৌক্তিক কষ্ট না দেই, সেদিকে খেয়াল রাখা দরকার।

৮১| ০৭ ই মে, ২০১০ দুপুর ১:৫৬

দাসত্ব বলেছেন: জ্বী আমি আছি মধ্য আমেরিকার একেবারে মধ্যখানে- কানসাস।
আহা আর বলবেন না , আব্বু- আম্মু অনেক আদর করে বড় করসেন। আসার আগে আম্মু বলতেসিলো রান্না শিখে যা.. কান দেই নাই। এখন বুঝতেসি এটা জীবনের কত বড় ১টা অংশ, বিশেষ করে সুস্বাদু রান্না।
উল্টাপাল্টা রাঁধি , সারাদিন মনমেজাজ খিচড়ে থাকে । ব্লগে আইসা ঝাড়ি। রসনা তৃপ্তি- এটাযে কত বড় বিষয়। আহা!
আসমু- বোয়িং এ চাকরী পাইলেই কোরিয়া আসমু।
সারা দুনিয়ায় সাইবার মিতালী পাতাইতেসি- আসলে ফ্রী খাওয়ার ধান্দায় ;) ;)

০৮ ই মে, ২০১০ রাত ১০:৩০

নাজনীন১ বলেছেন: আহালে! আমার মতো মায়েরে রাইন্ধা তো কিছু খাওয়ান নাই, জলদি জলদি রান্না শিইখ্যা লন, তাইলে বিয়ের পর ভাবীরে মাঝে মধ্যে রাইন্ধা খাওয়াইতে পারবেন। B-)

৮২| ০৮ ই মে, ২০১০ রাত ১০:২৯

আকাশের তারাগুলি বলেছেন: নতুন স্বামীদের কি করনীয় হতে পারে গো।

০৮ ই মে, ২০১০ রাত ১০:৩৮

নাজনীন১ বলেছেন: নতুন স্বামীদের কাজ হইলোঃ

১। বৌ-এর সাথে প্রেম করা, গল্প করা,

২। বেশী বেশী অফিসে না থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরা, কারণ নতুন বৌ নতুন বাসায় একা আছে,

৩। বৌরে নিয়া ঘুরতে যাওয়া, প্রথম প্রথম একটু ঘন ঘন বৌকে বাপের বাড়ি থেকে ঘুরাইয়া আনা,

৪। শ্যালক-শ্যালিকাদের ছোট-খাট আবদার মিটানো, কিছুটা পকেট খসবে এতে, :) কিছু করার নাই, পরে আবার শালা-শালীদের কাছ থেকে সেবা-যত্ন আদায় করে নিতেপারে।

৫। ঐ যে উপরে দেশী পোলা ভাইয়ের মতো, চেক বই, ক্রেডিট কার্ড, ওয়ালেট বৌয়ের কাছে জমা দেয়া। ;)

৬। পরনারীর দিকে না তাকানো,

৭। নিজের বৌ পৃথিবীর সব মেয়েদের চেয়ে সুন্দর এটা দু-একদিন পরপর অবশ্যই বলা,

৮। বৌ ছাইপাশ যাই-ই রাঁধুক সেটাকে ভাল হইছে বলা, যদি পারে সঠিক পদ্ধতি ভালভাবে বুঝাইয়া বলা (আমি আমার জামাইর কাছ থেকে প্রথম রান্না শিখছি :) )


............আপাতত এইটুকু মনে পড়লো।



ইহা একটি আপাত ফানি কমেন্ট, কিছু কঠিন সত্য এর মাঝে লুকিয়ে আছে।

৮৩| ১০ ই মে, ২০১০ দুপুর ১:২১

দাসত্ব বলেছেন: আপনার জন্য সামান্য তোহফা

১১ ই মে, ২০১০ সকাল ১০:৫১

নাজনীন১ বলেছেন: দেখলাম আপনার ঐ পোস্ট।

জাপানের রাজকন্যার জন্য যদি আমার মতো আদার ব্যাপারীদের মাথা ঘামাতে হয় তাহলে এ পৃথিবীতে মেয়েদের আর না জন্মানোই হচ্ছে একমাত্র সমাধান।

আর জাপানের রাজকন্যা তো তার নিজের পরিবারেই বোঝার মতো। তাদের সিংহাসনের উত্তরাধিকার হচ্ছে রাজপুত্ররা, রাজকন্যারা নয়, তাই তো রাজকন্যার দাদা-দাদীর চিন্তার অন্ত নেই, কে হবে পরবর্তীতে তাদের রাজা???

আবার ঐ রাজকন্যার মা পুত্রসন্তান জন্ম দিতে পারেননি বলেও একটু তিক্ত অভিজ্ঞতার স্বীকার বলে পড়েছিলাম অনেকদিন আগে পত্রিকায়। ওই হাভার্ড ছাত্রীর সাথে রাজপরিবারের কিছুটা শীতল সম্পর্ক আছে মনে হয়।

ইংল্যান্ডের প্রিন্সেস ডায়ানাও শ্বাশুড়ী রাণী এলিজাবেথ কর্তৃক মানসিক, বৈষম্যমূলক আচরণের স্বীকার হয়েছিলেন, তার ডিভোর্সের কারণ হচ্ছে রাজপুত্রের পরকীয়া।

হিলারীর শ্বাশুড়ীও প্রথম দেখেই হিলারীকে পছন্দ করেনি, সারা জীবন ছিল সে মনোভাব, আবার সেই শ্বাশুড়ীও মানে ক্লিনটনের মা তার মদ্যপ বাবার হাতে প্রায়ই প্রহৃত হতো।

এবার বুঝে দেখেন আমরা কত আদার ব্যাপারী!!!

তসলিমা নাসরিনের "নারীর কোন দেশ নেই" বইটা পড়ে নিয়েন, নারী-পুরুষের বিবাহ বহির্ভূত অবাধ সম্পর্কের বিষয়টা বাদ দিলে , বা ধরতেও পারেন (আপনার ইচ্ছা), সারাবিশ্বের নারীদের ব্যাপারে একটা চিত্র পাবেন তাতে। এসনিপ্‌সে পাবেন পিডিএফ ফাইলটা।

ধন্যবাদ।

৮৪| ১১ ই মে, ২০১০ সকাল ১১:০৩

দাসত্ব বলেছেন: আসলে পুরোটাই চেইন রিঅ্যাকশন। ১ নারী তার জীবনে খারাপ অভিজ্ঞতা পায় , সেটা তার পরের প্রজন্মের উপর ঝাড়ে।

তবে রাজপরিবারের ক্ষেত্রে এটা কেন ঘটবে বুঝিনা ? বিশেষ করে ব্রিটিশ রাজপরিবারে.. ওখানে মেয়েরাতো ক্রাউনড হয়।
তবে আমি আপনাকে লিংকটা দিয়েছিলাম এত লক্ষী ১টা কিউট মেয়ে দেখানোর জন্য।

৮৫| ২৬ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২০

উদাসী স্বপ্ন বলেছেন: পোস্ট টা ভালো লিখছেন বস। কিন্তু এসব পড়ে মনটা খারাপ হয়ে যায় যে এখনো আমাদের দেশে একটা মেয়েকে নতুন পরিবেশ হলে তাকে অনেক সাবধানী হতে হয় না হলে বাকী জিবন নানা দুর্দশাতেই যায়। দেখা যাক আমার যে বৌ হবে তাকে আমি সব স্বাধীনতা দিলেও একটা সময় আমি মনে করবো আমার মা বাবার সেবা করুক যেখানে এ ক্ষেত্রে আমি নিজেই উদাসীন। আবার যখন আমার বোনটা অন্যের বাসায় যাবে তখন তাকে বলেই দিবো ভালোমতো সাবধানে চলিস, এই জন্য বলা যে নাহলে আতংক থাকতে হবে সবাইকে।

আমাদের মন মানসিকতার পরিবর্তন হয়েছে তবে শহর কেন্দ্রিক। শহরেও আসলে ঢালাও তেমন কিছু ঘটেনি। এখানে আপনি যেমন একটা মেয়েকে উপদেশ দিলেন, কিন্তু ছেলেরা কিন্তু কোনো উপদেশ নেয় না কারন সমাজটা এখনো ছেলে কেন্দ্রিক।

নীচে আপনার লেখায়:

নিজের জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে যেকোন সিদ্ধান্ত নিজেই নিবেন, স্বামীর সাথে পরামর্শ করবেন, স্বামীকেও তার কাজে পরামর্শ দিবেন, তবে যার যার সিদ্ধান্ত তাকেই নিতে দিবেন, অযথা কেউ কারো প্রতি জোরাজুরি করবেন না। মনে রাখবেন নিজের সত্তা নিজের অধীন, আর কোন মানুষের অধীন নয়। জোর করে কখনো ভালোবাসা বা মনোযোগ বা অতিরিক্ত যত্ন আদায় করা যায় না। স্বামীর সাথে এমন একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে হবে, যাতে করে খুব সহজেই মনের কথাগুলো শেয়ার করতে পারেন। তবে যদি মনে হয় আপনার স্বামী খোলামেলা হতে চাচ্ছেন না, তাহলে ব্যডলাক। আপনিও তখন নিজেকে খোলামেলা করবেন না, এতে করে আপনার স্বামীর কাছে ছোটই হবেন, চটুলই হবেন। সমস্যা, জটিলতা এগুলো বাড়বে বৈ কমবে না।

এখানে একটা কমন সমস্যা দেখা যায় সেটা হলো ছাত্রজীবন ভালো ছাত্রী থেকেও অথবা গোল্ড মেডেলিস্ট হয়েও নিজের পরিবারের সাথে মানিয়ে চলার কারনে নিজের ক্যারিয়ারে জলান্জ্ঞলি দিয়েছে। আবার একটা সময় পর্যন্ত ঘর করে শুধু নিজের পরিবারের ভবিষ্যতের কারন ক্যারিয়ারের গলা টেপা নাহলে পরিবার ছাড়া। যেফলই পাক না কেন হার কিন্তু নারীদেরই হয়। যেটা পরিবর্তন আজও খুব বেশী হয়নি। আমার মনে হয় আমাদের দেশে মেয়েদের ক্যারিয়ারটা অনেকটা বিয়ে ওরিয়েন্টেড। কে কত ভালো স্বামী পেলো তার উপরই নির্ভর করে তার জীবনের সার্থকতা।

আপনি সাদামাটা দৃস্টিতে বলে গেলেন কিন্তু আমার মনে হয় মেয়েরা এখন এসব জানে, তবুও তাদের ভয় কিছু জায়গায় থেকেই যায়। মেয়েদের জীবন ভবিষ্যত সবকিছুই যেনো তাদের স্বামীর হাতে বন্দি!

২৭ শে মে, ২০১০ দুপুর ১:১৩

নাজনীন১ বলেছেন: যেহেতু মেয়েরা নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যায় তাই স্বাভাবিকভাবে তাদেরকেই সাবধান হতে হয় বেশি, এজন্য তারা নিরাপত্তাহীনতায় ভোগে বেশি। আর ছেলেরা যেহেতু নিজের সংসারেই থাকে, এখানেই তারা বেশি সুবিধা পেয়ে যায়।

ছেলেদের মনমানসিকতা পরিবর্তনের জন্য মা-বাবাকেই আসল ভূমিকাটা নিতে হবে, দেখা যায় ছোটবেলা থেকে বাবা-মা তার ছেলে সন্তান এবং মেয়ে সন্তানদেরকে দুই রকমভাবে বড় করে, এতে করে খুব সহজেই একটা ছেলের মনে ঢুকে যায় যে সে নারীদের চেয়ে শ্রেষ্ঠ। এসব ছেলেদের তাই বিয়ের পর স্ত্রীর সাথে পরামর্শ করে চলার মনমানসিকতা থাকে না।

বিশেষ করে যে পরিবারে ছেলেরা দেখে তার মায়ের মতামতের কোন মর্যাদাই নেই তার পরিবারে, সে সন্তান কোনভাবেই একজন নারীকে সম্মান জানাতে শিখবে না, কারণ ঐ বাস্তব শিক্ষাই সে পায়নি। তার কাছে নারীদের সম্মান দেখানোটা অসম্ভব ব্যাপার।

৮৬| ২৭ শে মে, ২০১০ সকাল ১১:০৩

অনর্থ বলেছেন: বাতাসের ছায়া নামক জন্তুটার সাথে আপনার ক্যাচালটা কিসের ম্যাডাম? এইখানে সে আপনাকে খুব বাজে ভাষায় গালাগালি করসে। আমি রিপোর্ট করসি। কিন্তু আমি নিজেই একটা কালারড মানুষ বলে আমার রিপোর্ট গুরুত্ব নাও দেয়া হইতে পারে। যেহেতু আপনি ভিক্টিম এবং ভালমানুষ হিসাবে পরিচিত, আপনি রিপোর্ট দিলে আরো সিরিয়াসলি নিবে।

দেখা যাচ্ছে, এই ব্লগটা তারে খুবই অফেন্ড করসে। দুই-তিনবার পড়েও তেমন কিসু পাইলাম না। বুঝলাম না কিসু কাহিনী!

২৭ শে মে, ২০১০ দুপুর ১:১৭

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ, পোস্টটা দেখে এসেছি। ভুল বুঝেছেন বাতাসের ছায়া।

তিনি ব্লগে এসেছেন মাত্র এ মাসেই, নতুন হয়ে থাকলে ব্লগের কালচার এখনো শেখেনি। আর পুরানো হয়ে থাকলে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যমূলকভাবে কিছু বলে থাকলে সেটাকে আমার গুরুত্ব দেয়ার কিছু নেই। উনার আপত্তি থাকলে এখানে বলে যেতে পারতেন। সে সাহস বা বুদ্ধিমত্তা তো দেখালেন না।

৮৭| ২৭ শে মে, ২০১০ দুপুর ১:১৫

শাহ্ নাজ বলেছেন: ১।আরেকটা বেপার বাদ পড়ে গেল। বিয়ের রাতেই বর জানতে চাইবে আগে কোন এ্যফেয়ার ছিল কিনা (আমার অনেককক বান্ধবীর কাছ থেকে শোনা) কিন্তু ছেলে নিজেরটা স্বীকার করবে না। তাই নতুন বিবাহিত মেয়েদের উচিত হবে এই বেপারে হুড়মুড় করে কিছু না বলা এবং অবশ্যই বরকেও এই বেপারে জিজ্ঞাসা না করা। আমার মতে ছেলে বা মেয়ে কারোই উচিত নয় এই বেপার শুরুতেই জানতে চাওয়া।

২। আর নিজের বা পরিবারের দুর্বলতার দিকগুলো,যেগুলো নিয়ে মেয়েটিকে পরবর্তীতে অন্যরা খারাপ কথা শুনাতে পারে, সেই গুলো আড়াল করা।

আপনার পোস্টটি সতিৎকার অর্থেই নতুন বিবাহিত মেয়েদের জন্য অনেক উপকারি। যদিও সবগুলো পরামর্শ কাজে লাগানো কঠিন। পরামর্শগুলো আমি আরো অনেক আগে পেলে উপকার হতো, অনেক দেরি হয়ে গেল পেতে পেতে ... হেহে।



২৭ শে মে, ২০১০ দুপুর ১:২৯

নাজনীন১ বলেছেন: হ্যাঁ, কোন স্বামী যদি পুরোনো সম্পর্কের ব্যাপারে জিজ্ঞ্যেস করে, তাহলে তাকে পাল্টা জিজ্ঞ্যেস করা দরকার বিয়ের আগে কেন এটা জিজ্ঞ্যেস করা হয়নি? বিয়ের পরে জানতে চেয়ে কি লাভ? আর তাকে কার্টেসী শেখানো যে স্ত্রীকে কিছু জিজ্ঞ্যেস করার আগে তার নিজের ব্যাপারে বলা উচিত। সে অনুযায়ীই পরিস্থিতি বুঝে কথা বলা ভাল। অনেক ছেলেই বিয়ের প্রথম প্রথম নিজেকে খুব উদার মানুষ হিসেবে দেখাতে চায়, কয়েকদিন পরই টের পাওয়া যায় আসলে কতটা উদার। এগুলো বুঝতে একটু সময় লাগে, ধীরে ধীরে বোঝা যায়। আসলে এজন্যই মেয়েদের কিছুটা সাবধানে চলতে হয়।



আর স্বামী মিথ্যেবাদী হলে একসময় স্ত্রীও পরিস্থিতির কারণে দিনে দিনে মিথ্যেবাদী হয়ে উঠবে , তাহলে দিনশেষে ক্ষতি কার? তাই বিশ্বাস, সততা এবং পারস্পরিক শ্রদ্ধা এগুলো বড় ব্যাপার। এ দুটো না থাকলে শুধু বিয়ের আগের প্রেম কেন, বিয়ের পরেরও নানা ব্যাপার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে।


মেয়ের বাপের বাড়ির কোন দুর্বলতা যেমন শ্বশুরবাড়িতে বলা ঠিক না, আবার তেমনি শ্বশুরবাড়ির কোন দুর্বলতাও বাপের বাড়িতে বলা ঠিক না। মেয়েরা কিন্তু এটা অহরহই করে।

আর মেয়েকে কথা শোনাতে থাকলে একসময়ে মেয়েরাও পাল্টা কথা শোনাতে থাকে, এতে করে দু পক্ষেরই সম্মান যায়। এসব যত এড়ানো যায়, ততই ভাল।


৮৮| ২৮ শে মে, ২০১০ ভোর ৬:৪০

সাঈফ শেরিফ বলেছেন: ৪। শ্যালক-শ্যালিকাদের ছোট-খাট আবদার মিটানো, দুলাভাই বা দেবর জাতীয় মানুষদের কাছ থেকে কিছু খুনসুটি হাসি মুখেই হজম করা

আপনার পিতৃপুরুষের ধর্ম মোতাবেক শ্যালিকা-দুলাভাই আর দেবর-ভাবি সম্পর্ক নিয়ে যদি আলাদা পোস্ট দিতেন তাতে বরং জাতি আমোদিত হত! শ্বশুরবাড়ি গিয়ে ক্যামনে পাক সাফ করতে হবে আর শ্বশুরবাড়ির আমজনতার মন রক্ষা করে চলতে হবে এই সব মধ্যযুগীয় টিপস এ কালে অচল।

২৮ শে মে, ২০১০ দুপুর ১:১১

নাজনীন১ বলেছেন: জ্বী, বাঙালী কালচারে এবং ইসলামী কালচারে কিছু কিছু জায়গায় যে দ্বন্দ্ব আছে, কিছু কিছু জায়গায় সীমারেখা ভিন্ন এটা আমার জানা আছে। আপনিও যে জানেন তাতেও নিশ্চিন্ত হইলাম।

কিন্তু দুঃখজনক ঘটনা হইলো আপনি তো পণ করে আছেন এ জীবনে বিয়েই করবেন না। এখন আপনার মত আধুনিক কিন্তু সঠিক ইসলাম মনোভাবাপন্ন স্বামী পেয়ে যে একটা মেয়ে যে এ সমাজের শ্বশুরবাড়ির অতিরিক্ত দায়িত্ব থেকে উৎরে যেত, সে ব্যবস্থা তো বন্ধ করে দিলেন। :)

আর আপনার এ সিদ্ধান্ত কতটা ইসলামসম্পন্ন সেটাও যদি একটু বুঝাইয়া বলতেন, তাতে প্রীত হইতাম। B-)

৮৯| ০৩ রা জুন, ২০১০ রাত ১০:৫৩

তৃিষত বলেছেন: +++++++

০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৩:২২

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

৯০| ০৮ ই জুন, ২০১০ বিকাল ৪:২১

মারুফ হায়দার নিপু বলেছেন: হুমম!

১৩ ই জুন, ২০১০ দুপুর ২:২১

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

৯১| ০৬ ই জুলাই, ২০১০ রাত ১:২২

শিরোনামহীন বলেছেন: ভালো লাগলো । আমার কিছুদইন আগে বিয়ে হয়েছে তাও অ্যারেন্জড। যেসকল টিপ্স দিয়েছেন, সবারই কম বেশি কাজে লাগবে। অনেকের কমেন্ট পড়লাম। মজা পেলাম। যাই হোক আপু...

আমার ৭ মাসের এক্সপেরিয়েন্স যা বলে তা হলো, একেকটা পরিবার একেক রকম, মা'র বাড়ির সাথে শ্বশুরবাড়ী কখনোই ১০০% মেলেনা , বরং মিল খুঁজতে যাওয়াটাই বোকামী। বরং অমিলগুলোকে পজিটিভলি নিলে অনেককিছুই শেখা যায়। নতুন নতুন সবকিছুই অন্যরকম লাগে, আস্তে আস্তে সবই ঠিক হয়েই যায়।

আর শ্বশুরবাড়ী থেকে আলাদা থাকা নিয়ে কিছু কমেন্ট দেখলাম। এইটাও আসলে পরিবারভেদে একেকরকম অবস্থা। লাইফ ইজ অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্টস। একটু মানিয়ে চলে, একসাথে থাকতে পারলে কিন্তু খারাপ হয়না। তবে অ্যাডজাস্টমেন্ট যে শুধু একজনই করে যাবে তা কিন্তু নয়। সবারই সবাইকে একটু বুঝতে হয়। একটু ছাড় দিতে হয়। যা হোক, আশা করি সবাই সবার পরিবারে ভালো থাকুন। :)

০৬ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৯

নাজনীন১ বলেছেন: আপনার নতুন পরিবেশের শেষ পর্যন্ত ভাল থাকার কথা শুনে ভাল লাগলো। এটা তো অবশ্যই বাস্তব কথা যে অনেকদিন এক পরিবেশে বড় হয়ে নতুন ধরণের একটা পরিবেশে গিয়ে ভাল লাগবে না, অনভ্যস্ত লাগবে, নিজের মতো সবকিছু পাওয়া যাবে না।

আবার বিয়ের আগে যে স্থানে থাকা হয়, শ্বশুরবাড়ী কাছাকাছি এলাকায় হলে একসাথে থাকা যায়, কিন্তু যদি পড়াশোনার স্থান বা কর্মস্থল ভিন্ন জায়গায় হয়, তাহলে তো খুব স্বাভাবিক যে আলাদা থাকতেই হয়। এটা আসলেই পরিবার থেকে পরিবারে ভিন্ন হবে। আর মানিয়ে চলতে পারাটাই আসল কথা, ঠিকই বলেছেন। এটাই মূল কথা।

৯২| ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৪৮

মাহিন আহমেদ বলেছেন: ভালো পোস্ট। +++++++
আপনার পোস্ট আর কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে।বলা যায় আমি আপনার ফ্যান। :P :P
আরেকটা কথা আমার রিয়েল নাম নাজনিন। তাই এই নিকটার প্রতি বিশেষ দুর্বলতা আছে। :P :P

৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৬

নাজনীন১ বলেছেন: নাজনিন নামে মিল আছে দেখে আগ্রহ নিয়ে আপনার ব্লগে ঘুরতে গিয়ে তো চমকে গেলাম, এতো পুরো আমি!! আমিও ভীষণ অলস! পড়তে ভাল লাগে না, না পড়লেও ভাল লাগে না। আপনি আমার ক্লোন নাকি? :P

৯৩| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১২:২১

রঙ্গীন প্রজাপতি বলেছেন: প্রিয়তে নিলাম... :) :)

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১:১১

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ রঙ্গীন প্রজাপতি। :) আপনার প্রোফাইলের গানটা আমার অনেক প্রিয় একটা গান।

৯৪| ১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৭

শফিকুল বলেছেন:

১৫ ই আগস্ট, ২০১০ রাত ১:৫১

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

৯৫| ২০ শে আগস্ট, ২০১০ দুপুর ২:১৬

যুধিষ্ঠির বলেছেন: ম্যাভেরিক বলেছেন: এক পক্ষের জন্য হলেও কাজে আসবে উভয় পক্ষের। :)

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৪

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ। :)

৯৬| ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নারী নিক দিয়ে পুরুষের লেখা এটি।
তাই বকা। !!!
ঝকা!!!!

২৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:০০

নাজনীন১ বলেছেন: দুঃখ দুঃখ! মানুষজন আমাকে সাইয়া নিক ভাবে। ভীষণ দুঃখ!! :(( :((

৯৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৪

ইষ্টিকুটুম বলেছেন: কারেন্টের কোন বিশ্বাস নাই, যেহেতু উপকারী পোস্ট, তাই পড়ার আগেই ব্যাগে ভরে নিলাম।

এখন পড়ি... B-) B-)

২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২১

নাজনীন১ বলেছেন: হা হা, হ্যাঁ, মনে হচ্ছে আপনারই এখন সময় এ পোস্ট পড়ার। ভবিষ্যতে কাজে লাগতেও পারে।

৯৮| ২৫ শে অক্টোবর, ২০১০ ভোর ৬:২৮

ট্যামটেমি বলেছেন: ভালি

০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১১:২০

নাজনীন১ বলেছেন: ধইন্যি।

৯৯| ২২ শে নভেম্বর, ২০১০ রাত ১:০৫

েমাজািহদুল ইসলাম িটটু বলেছেন: থ্যংকস আপনাকে। তবে আমার মনে হয় পারস্পারিক সহনাভূতি এবং আন্তরিকতা সবার আগে প্রয়োজন। তাহলেই সব ওকে।

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২৫

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০০| ২২ শে নভেম্বর, ২০১০ রাত ১:৪৩

রিজভী বলেছেন: লেখাটাতে নারীবাদী গন্ধ প্রবল। ;)


মূল বিষয়টি হলো "এডজাস্টমেন্ট"। অর্থাৎ, পরিস্থিতি বুঝে ব্যবস্থা। এর বিকল্প আর কিছু হতে পারে বলে মনে করি না।

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২৬

নাজনীন১ বলেছেন: কিন্তু প্রথম প্রথম নারীরা এ লেখা পছন্দ করে নাই। :(

সঠিক এডজাস্টমেন্টের বুদ্ধি কয়জনের মাথায় থাকে বলেন!

১০১| ১০ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৮

ফয়সাল অাহমেদ রাফি বলেছেন: মূল বিষয়টি হলো "এডজাস্টমেন্ট"। অর্থাৎ, পরিস্থিতি বুঝে ব্যবস্থা। এর বিকল্প আর কিছু হতে পারে বলে মনে করি না। আর সব িকছু পিজিটভ হিসেবে দেখা ভাল। কারণ দুজনের জন্যই এটা নতুন,,,,,,,,,,

২২ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২৮

নাজনীন১ বলেছেন: ঠিক বলেছেন। পজিটিভ চিন্তাধারা অনেক সমস্যারই সহজ সমাধান দেয়।

১০২| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৮

হাসান ইকবাল বলেছেন: consultancy posting........ভালো লাগলো......।
নতুন বিবাহিতা ছেলেদের জন্য টিপ্‌স কি কেউ লিখবেন PLZ

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৪

নাজনীন১ বলেছেন: নতুন "বিবাহিতা" ছেলে?!!! :P


কয়েকটা টিপস মনে হয় উপরে কোন এক কমেন্টের জবাবে আছে।

১০৩| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৮

শাহেদ রুবেল বলেছেন: কি যেনো একটা রয়ে গেলো :P :P :P :P :P

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৬

নাজনীন১ বলেছেন: কি সেটা? :P

১০৪| ২৬ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৩

জয়িতা বলেছেন: আপু..... ১টা প্লাস নেন তো.....খুবই বাস্তবধর্মী লেখা....... :)

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৯

নাজনীন১ বলেছেন: ওরে! একটা আপুর এতো ভাল লাগলো! ধন্যবাদ আপু। প্লাস গৃহীত হলো।

১০৫| ২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০০

আধাঁরি অপ্সরা বলেছেন: খুব খুব ভালো লেগেছে!!!!

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৩

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ আপু!!

১০৬| ২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:১০

হানিফ রাশেদীন বলেছেন: অত্যন্ত প্রয়োজনীয়। ভালো....

৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৯

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ হানিফ।

১০৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৩

নীল কষ্ট বলেছেন: কি যে ভালো লাগল!
কথাগুলো বাস্তবের সাথে ১০০ভাগ যায়।
পোস্টটা আমি ২০০৯ পড়েছিলাম খুব ভালো লেগেছিলো আবারও পড়লাম এবং প্রিয়তে।
আপনি জীবনটাকে খুব ভালো ভাবে বুঝতে পারেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৮

নাজনীন১ বলেছেন: হা হা। অনেক ধন্যবাদ।

১০৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৪

বৃষ্টিধারা বলেছেন: হুম .... বিয়ের দেড় বছর পর চোখে পড়ল । :(

৩০ শে মার্চ, ২০১১ বিকাল ৪:৫৮

নাজনীন১ বলেছেন: আপনি তো ব্লগে এসেছেন বেশিদিন হয় নাই মনে হয়। :) স্বাগতম আমার ব্লগে।

১০৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৯

আরিফুর রহমান বাবু বলেছেন: যদি মুছে দেন এই ভয়ে জিনিসটা পিসি তে কপি করে রাখলাম। :D
ইচ্ছে আছে, বিয়ের পয়লা রাইতে আপনার ভাবীরে একখান প্রিন্টেড কপি ধরায়া দিমু(তয় একটু এডিট কইরা)। ;) ;) ;) ;) ;)
দোয়া রাইখেন। :#)

৩০ শে মার্চ, ২০১১ বিকাল ৫:০৪

নাজনীন১ বলেছেন: দেখ কান্ড! উনি এডিট করবেন! কোন জায়গায়? ;)

তাইলে কিন্তু ঐ এডিটেড পোস্ট আমার বলা যাবে না। :)

১১০| ০৭ ই মার্চ, ২০১১ রাত ১২:২৫

অযুত বলেছেন: ''তবে যদি মনে হয় আপনার স্বামী খোলামেলা হতে চাচ্ছেন না, তাহলে ব্যডলাক। আপনিও তখন নিজেকে খোলামেলা করবেন না, এতে করে আপনার স্বামীর কাছে ছোটই হবেন, চটুলই হবেন।''

-->শেষের লাইন টা যুক্তিযুক্ত হলো কি??

স্বামী খোলামেলা হতে না চাইলে স্ত্রীর-তো বেশী করে খোলামেলা
হওয়া উচিৎ। তাই না?? তাহলে স্বামী তার নিজের ভুলটা বুঝতে পারবে (আমি অন্তত তাই মনে করি।)

যাই হোক আমিতো এখনো জুনিয়র! আ্পনি অভিজ্ঞতা সম্পন্ন। আপনার ভাবনা আমার থেকে অবশ্যই আলাদা।।

লেখাটা ভালো লাগলো।

৩০ শে মার্চ, ২০১১ বিকাল ৫:০৭

নাজনীন১ বলেছেন: স্ত্রীর আচরণ দেখে স্বামীরা নিজেদের ভুল যে সবসময় বুঝতে পারবেন, এমন কোন গ্যারান্টী নেই। বরং স্ত্রীকে হালকা চটুল স্বভাবের মনে করার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় নানা ব্যাপারে চরিত্রহীনও মনে করতে পারে।

১১১| ১০ ই মার্চ, ২০১১ ভোর ৬:১১

নীলপাখি০৩ বলেছেন: সব মন্তব্য পড়ে শেষ করার নয়।তবু যা পড়লাম, না হেসে পারলাম না, ব্যাক্তিত্ব সম্পন্ন হলে বুঝি ধর্ম রক্ষা হয় না! আবার কয়েকজন দেখলাম খুব নিশ্চিত হয়ে বলছে আপনি নারীবাদি কিংবা সংসার জীবনে অসুখি। =p~ =p~
আমার বিয়ে হয়নি এখনো, আর মাত্র কয়েকটা মাস ! তবে রান্না ঘরে ঢুকার আইডিয়াটা আমি আমার মা-খালা কে দেখেই ঠিক করে রাখছি। কাজ দেখাতে নয় ভালবেসেই ঢুকেছিলেন তাঁরা , মাশুল আজও দিতে হচ্ছে। ওদের আন্তরিকতাকে দুর্বলতা ভেবেছে সবাই। তাই আমি আপনার সাথে একমত।

প্রেম করছি কয়েক বছর, দেখেছি কিভাবে অনেক সময় ও নিজের লোকদেরকেই প্রাধান্য দিয়ে আর আমার আপনজনদের হেয় করে কথা বলতে পছন্দ করে। সরাসরি প্রতিবাদ করলে আর বেশি করে, এখন কৌশল শিখে নিয়েছি, যুক্তি খন্ডন করলে আর পুনরাবৃত্তি করে না :)

এক কথায়, অসাধারন হইছে লেখা! :) :)

৩০ শে মার্চ, ২০১১ বিকাল ৫:০৮

নাজনীন১ বলেছেন: হুম, বাস্তবে চলতে গেলেই বোঝা যায় কখন কি করতে হবে? কিছু সত্য ব্যাপার তুলে এনেছেন কমেন্টে, অনেকের ক্ষেত্রেই এমনটা ঘটে।

১১২| ১০ ই মার্চ, ২০১১ ভোর ৬:১৫

নীলপাখি০৩ বলেছেন: @ অযুত --- শেষ কথাটা যুক্তিযুক্ত! কারন যে সব লোক খোলামেলা হতে পছন্দ করে না, তাদের বেশিরভাগই নেতিবাচক ভাবে নেয় স্ত্রীর খোলামেলা হওয়াটা, খুব কম লোকই আছে নিজের ভুল বুঝে বা মেনে নেয়, খুব কাছে থেকে দেখা দুই আপনজনকে কে দেখেছি বলেই বলছি। তবে এও ঠিক ব্যতিক্রম সবখানেই আছে । :)

১১৩| ২৫ শে মার্চ, ২০১১ বিকাল ৪:২৭

শায়েরী বলেছেন: +

৩০ শে মার্চ, ২০১১ বিকাল ৫:০৮

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ শায়েরী।

১১৪| ১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৯

তানজিলা সারজিন সানী বলেছেন: অল্প কিছু দিন পরেই হয়ত খুব কাজে লাগবে,প্রিয় তে নিলাম..।

১২ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৩১

নাজনীন১ বলেছেন: হুম, কাজে লাগলে তো ভালই। শুভকামনা রইলো। :)

১১৫| ১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০১

হাসান ইকবাল বলেছেন: নতুন বিবাহিত পুরুষদের জন্য কিছু টিপ্‌স দিন ............

১২ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৪

নাজনীন১ বলেছেন: সেগুলো তো বিবাহিত ভাইরাই ভাল বলতে পারবেন। কেউ যদি দিতো ঐরকম একটা পোস্ট!

১১৬| ১২ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৬

হাসান ইকবাল বলেছেন:

যারা সম্প্রতি বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য আমি একটা বাজারের লিস্ট তৈরী করেছি। কাজে আসতেও পারে। নিচের লিঙ্কটা দেখবেন আশাকরি,
Click This Link

১১৭| ১০ ই মে, ২০১১ বিকাল ৩:৫৪

মহসিন৭১ বলেছেন: পোস্টটা আপাতত প্রিয়তে রাখলাম। আমার বিয়ের বয়স এগারো বছর। বউয়ের সঙ্গে প্রথম বছর দুয়েক দুচারবার কথাকাটাকাটি ছাড়া তেমন কোনো সমস্যা এখনো হয়নি। তবে আমার বউ একটু রাগী। ও যখন বেশি রাগ করে আমি তখন থেমে যাই। আমি রাগ করলে সে কিন্তু থামে না বরং আরো বেশি রেগে যায়। তারপরও গত এগারো বছর মোটামুটি ভালোই কেটেছে সংসার জীবন। দুটি ছেলে সন্তান আছে। বড়টা ৮ বছর ছোটটা ৬ বছর।
আপনার পোস্টটা আগে আমার চোখে পড়েনি। আমার স্ত্রীকে দেখাতাম। এখন দেখাবো। ভালো থাকবেন।

১১৮| ১১ ই মে, ২০১১ ভোর ৫:৫৬

ফারহান আহমেদ বলেছেন: আপনের সিরিয়াল টা কবে না শেষ :#> :#>

১১৯| ২৩ শে মে, ২০১১ রাত ১২:৫৫

রাখালীয়া বলেছেন: +++

১২০| ২৭ শে জুন, ২০১১ রাত ১১:৩৮

নাজনীন১ বলেছেন: হাসান, মহসিন, ফারহান, রাখালীয়া সবাইকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১২১| ০৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১৫

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: মোন ভোরে গেল আপা। এটা সবার পড়া উচিত

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২২

নাজনীন১ বলেছেন: হ্যাঁ, ইদানীং অনেক বিয়ের খবর পাচ্ছি। তারা সময় থাকতে পড়ে নিলে ভালই হবে আশা করি। :)

১২২| ২৬ শে মার্চ, ২০১২ রাত ৮:২৪

যাযাব৮৪ বলেছেন: ভাল লাগলো

৩০ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৮

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

১২৩| ৩০ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫২

ফাহিম আহমদ বলেছেন: ভালো পোস্ট ,,,,,+++++

২৬ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৭

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ ফাহিম।

১২৪| ১৯ শে মে, ২০১২ রাত ১০:৩৪

এইযেদুনিয়া বলেছেন: দরকারি পোস্ট। +

১৯ শে মে, ২০১২ রাত ১১:৫০

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ আপু। :)

১২৫| ২১ শে জুন, ২০১২ রাত ১১:৫৪

ভালো থাকতে চাই বলেছেন: প্রিয়তে রাখলাম কাজে লাগতে পারে

২২ শে জুন, ২০১২ রাত ১০:৩৮

নাজনীন১ বলেছেন: ধন্যবাদ।

১২৬| ২২ শে জুন, ২০১২ রাত ১০:৪৮

মিজভী বাপ্পা বলেছেন: জানলাম।ভবিষৎতে কর্মে দিবে B-)) ।ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.