![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাকনাম অপি। সবাই মিনহাজ বলে ডাকতেই সাচ্ছন্দ বোধ করে। স্কুল, কলেজ এর গণ্ডী পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে। তেজগাওয়ের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি। যদিও কখনই ইচ্ছা ছিলনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার। ভালবাসি লেখলেখি, বই পড়া, প্রোগ্রামিং, এবং সাংবাদিকতা। ভ্রমন নিয়ে তীব্র অনুরাগ তা বলাই বাহুল্য
খরচ, যাতায়াত, তাবু খাটানোর সহজলভ্যতা, নিরাপত্তা ও অনুমতি; সবকিছুর উপর ভিত্তি করে ক্যাম্পিং করার উপযোগী সেরা ৫ টি প্লেস নির্বাচন করেছি। ক্রমানুসারে বর্ননা করার চেষ্টা করব। যদিও আমি জানি সবার সাথে আমার বাছাই করা প্লেসের মিল থাকবে না।
বস্তুত, এটা আমার নিজস্ব অভিমত।
তবে, প্লেসগুলো লিস্ট আউট করার সময় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও কমিউনিটি পারসেপশনকে অগ্রাধিকার দিয়েছি।
তাহলে, আর দেরি কেন? শুরু করে দেয়া যাক...
১. দ্য বেস ক্যাম্প বাংলাদেশ
গাজীপুর জেলায় অবস্থিত বেস ক্যাম্প বাংলাদেশ ভ্রমণচারীদের নিকট অতটা পরিচিত নয়। সত্যি বলতে এটি, বেসরকারী উদ্যোগে আউটডোর এক্টিভিটিসের জন্য উৎসর্গকৃত দেশের প্রথম কোনো প্রাকৃতিক পরিবেশে নির্মিত ক্যাম্প।
রোপ ক্লাইম্বিং, সাইক্লিং, আর্চারিসহ মোটামুটি বিশ্বজুড়ে জনপ্রিয় সবধরনের আউটডোর এক্টিভিটিসের সুবিধা পাবেন এখানে। সবচেয়ে বড় সুবিধা বেসক্যাম্প বাংলাদেশ ঢাকার সন্নিকটে। ক্যাম্পিং, লিডারশিপ ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং ছাড়াও প্রথাগত ভ্রমণের বাইরে যে যে এক্টিভিটিস অফার করা প্রয়োজন তার অনেককিছুই অফার করছে দ্য বেস ক্যাম্প বাংলাদেশ।
২. নিঝুম দ্বীপ
ক্যাম্পিং প্রিয় ভ্রমণচারীদের ক্যাম্পিংয়ের জন্য আদর্শ স্থান নিঝুম দ্বীপ। দ্বীপটার নামের সাথেই কেমন জানি মায়া জমে আছে তাইনা?
ঠিক তেমনি অপরূপ সৌন্দর্য আর অবিশ্বাস্য রূপ নিয়ে নিঝুম দ্বীপ বসে আছে ভ্রমণপিয়াসী মানুষের অপেক্ষায়।
বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা চর থেকে সৃষ্ট মায়াময়ী এই দ্বীপটি দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক হরিণ চারণভূমি। জোৎস্না রাত কিংবা অমাবস্যা কখনই যেন দ্বীপটি নিরাশ করেনা প্রকৃতিপ্রেমিক পর্যটককে।
ক্যাম্পিংয়ের জন্য পারফেক্টলি ফিটেড এই গন্তব্যটিতে আপনার পদচারন আর তাবু খাঁটানোর উপযুক্ত সময় হল অক্টোবর থেকে এপ্রিলের মাঝামাঝি।
৩. সোনাদিয়া দ্বীপ
কক্সবাজারে যারা গিয়েছেন তাদের গরিষ্ঠ সংখ্যকেরই পা পড়েছে মহেশখালী দ্বীপে। (মহেশখালী দ্বীপ সম্পর্কে বিস্তারিত জানবেন এখানে)। তবে, অতি অল্প সংখ্যক ভ্রমণচারীরই হয়ত সোনাদিয়া দ্বীপে যাবার সুযোগ হয়েছে।
লাল কাকড়ার দ্বীপ খ্যাত বঙ্গোপসাগরের এই দ্বীপ ক্যাম্পিংয়ের জন্য অনিন্দ স্থান। জনমানবশূন্য এই দ্বীপটি যেন প্রকৃত অর্থেই ক্যাম্পিংয়ের জন্য আদর্শে আবহ করে দেয়। জোৎস্না রাতে লাল কাকড়ার দ্বীপে ক্যাম্পিং সত্যিই যেন সত্যিকারের রোমাঞ্চকর এক অভিজ্ঞতা দেয়।
৪. রেমা-কালেঙ্গা জাতীয় উদ্যান
তালিকায় রেমা কালেঙ্গা জাতীয় উদ্যানকে রেখেছি চার নাম্বারে। ক্যাম্পিং পাগল ভ্রমণচারীদের ফরেস্ট ক্যাম্পিং স্বপ্নের মতো। সত্যিকার থ্রিলটা যেন জঙ্গলেই। কথাই আছে, জঙ্গলেই মঙ্গল। বাংলাদেশে ফরেস্ট ক্যাম্পিংয়ের স্কোপটা স্লিম। তবুও বাঙ্গালী সাধ্যের মধ্যে সবটুকু সাধ নিতে সুদক্ষ।
তবে, রেমা-কালেঙ্গা জাতীয় উদ্যান যেন কয়লার মধ্যে এক টুকরা হীরার মত।
ফরেস্ট ক্যাম্পিংয়ের পরিপূর্ন একটা স্বাদ রেমা-কালেঙ্গা জাতীয় উদ্যানে। আপনি হয়ত নাও জেনে থাকতে পারেন রেমা কালেঙ্গা জাতীয় উদ্যান সুন্দরবনের পর দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি। যার অবস্থান হবিগঞ্জ জেলার চুরানুঘাট উপজেলায়।
বন্যপ্রানীর অভয়ারন্য, জীববৈচিত্রে পরিপূর্ন এই বনভুমি ফরেস্ট ক্যাম্পিংয়ের জন্য দেশ সেরা।
ম্যান জাস্ট ইমাজিন, এমন এক বন্যপ্রানীর অভয়ারন্যে বনের মধ্যখানের একটি লেকের পাড়ে শিহরিত একটি রাত তাবুতে কাটাচ্ছেন।
ওহ ম্যান!
©somewhere in net ltd.