নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"Beethoven can write music, thank God, but he can do nothing else on earth\" Ludwig van Beethoven

কোড ব্লক

কি?

কোড ব্লক › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ এর বাঙালির যুদ্ধঅপরাধ !!!

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বই - Death by Government
লেখক - R. J. Rummel

"Sheikh was not fully in control of the events he put in motion not the Awami League "government" he had set up. The mass-murder of the non-Bengalis is, therefore, the responsibility of the Awami League and should be considered genocide. Regardless of status, sex, age, or past support of the league, people were killed simply because they were Biharis or other non-Bengalis, often by those very people who exercised local authority and to whom the victims had looked for law and order?, In total, probably 50,000 to 500,000 non-Bengalis, including at least 5,000 collaborators, were thus killed.A prudent estimate is that the Bengalis murdered about 150,000 people overall. This massive bloodletting by all parties in Bangladesh affected its politics for the following decades.

The country has experienced military coup after military coup, some of them bloody. Because of corruption and incompetence In Sheikh Mujib's government and his assumption of authoritarian rule, he became a most hated public figure. Not without cheers, he and his family were killed in one of these coups in 1975. General Zia Moshtaque, who took Orel from him, survived all but the last of twenty-one coups and mutinies. Moreover, these changing Bangladesh regimes also have been responsible for democide. For example, from 1972 to August 1974, 6,000 political opponents were murdered.

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

কলাবাগান১ বলেছেন: স্বাধীন বাংলাদেশে এমন লিখা দেখতে পারব জীবনেও ভাবি নাই.....এখন আসছে স্বাধীনতা কামী জনগন কে যুদ্ধাপরাধী বানাতে...যুদ্ধের ইতিহাস বিজয়ীরা লিখে ...পরাজিত রাজাকার না..।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩

কোড ব্লক বলেছেন: hahaha .... Sometimes truth can be painful

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

কাওসার চৌধুরী বলেছেন:


nice & well writing..........

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৬

কোড ব্লক বলেছেন: tnx

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: ৭১ এর নিরীহ বাঙালি নিধনকারী পাক সহযোগী বাহিনি ও শান্তি কমিটি এবং ভয়ঙ্কর বিহারিদের কচুকাটা করা হয়নি সেটা ওদের সৌভাগ্য । আর একটি সুযোগ যদি মেলে তবে আগের ভুলের পুনরাবৃত্তি হবে না। ঢাকার ড্রেন রাজাকার আর বিহারির রক্তে আটকে যাবে।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০

কোড ব্লক বলেছেন: নিরীহ নারী পুরুষ শিশুদের হত্যা কোন বাঙালির কাজ না । বাঙালি নামধারী পশুদের কাজ ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: যদি বলেন তো এই লেখাটা আমি অনুবাদ করে দিতে পারি।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২২

কোড ব্লক বলেছেন: go man

৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিহারীদের পাশবিকতা তো গা শিউরে ওঠার মতো! এতদিন বাংলায় থেকেও কেন তারা বাঙালির আপন হয়ে ওঠতে পারে নি? নির্যাতনের সূত্রপাত তো প্রথমে তারাই ঘটিয়েছিলো, যদ্দুর জানি।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০

কোড ব্লক বলেছেন: আপনাদের সমস্যা টা কি ? কোন জাতির মধ্যে গুটিকয়েক পাপের শাস্তি কি সবাইকে দিবেন ? নারী শিশু নাবালোক আপনার কি দোষ করেছে ?

৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫

টারজান০০০০৭ বলেছেন: প্রতিষ্ঠিত ইতিহাসের বিপরীতে এই ইতিহাস এখন কেন আলোচনায় আসিতেছে ?

তারপরও এই ইতিহাসের যেহেতু অস্তিত্ব আছে দেখা যায়, ইহা লইয়া বিস্তারিত গবেষণা, আলোচনা চলুক। আমরা সত্য জানিতে চাই ! গবেষণা হইলেই সত্য-মিথ্যা বাহির হইয়া যাইবে। এবিষয়ে চাঁদগাজী কাকুর দৃষ্টি আকর্ষণ করিতেছি !

প্রসঙ্গত বলি, পশ্চিমা ও দেশি মিডিয়ায় সারাক্ষন হিটলার, নাজি পার্টি, অক্ষ শক্তির যুদ্ধাপরাধ বিষয়ে তথ্য পাইয়াছি ! এইবার বইমেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির যুদ্ধপরাধের ইতিহাস পাইলাম !

বাঙালি কতৃক এমন কিছু হইয়াছে ইহা বিশ্বাস করিতে মন চাহে না, তবুও এই অভিযোগের নিস্পত্তি হওয়া উচিত।

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭

কোড ব্লক বলেছেন: I agree with you. But I things that true always be a truth whatever you know it or not.

৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪

আমি ব্লগার হইছি! বলেছেন: বিহারীকা বাচ্চা
কাভি নেহি সাচ্চা
যো ভি হোগা সাচ্চা
ও বিহারী নেহী
সুয়ার কা বাচ্চা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.