নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুক্ত মনের মানুষ

অপূর্ব পৃথিবী

অপূর্ব পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

ভোট হবে না অনেক জেলাতে ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৯

দশম জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২১ দিন বাকি। এরশাদের জাতীয় পার্টি নির্বাচন না করার ঘোষণার পরও মহাজোটের শরিকদের মধ্যে একটা সমঝোতা হয়ে আসন ভাগাভাগি হয়েছে। গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরশাদের জাপা, জাসদ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে থেকে অনেকেই প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ৬৪টি জেলার ৩০০টি আসনের মধ্যে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০০ আসনে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তাদের বেশির ভাগই আওয়ামী লীগের প্রার্থী। রেকর্ডসংখ্যক আসনে ভোট দিতে হচ্ছে না ভোটারদের। এমনকি অনেক জেলাতেই ভোট হবে না। আর আওয়ামী লীগ নিজেরা ২৪২টি আসন রেখে বাকি ৫৮টি আসন জাপা, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশনের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিবসহ বেশ কয়েকজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করলেও রওশন এরশাদসহ পাঁচজন নির্বাচন করছেন। আর আওয়ামী লীগ তার জোটের শরিক দল জাসদ, ওয়ার্কার্স পার্টি ও তরিকত ফেডারেশনকে নৌকা প্রতীক দেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন খোদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.