নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুক্ত মনের মানুষ

অপূর্ব পৃথিবী

অপূর্ব পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

যেকোনো সময় ১১তম নির্বাচন !

০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬



অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর আলোচনা সাপেক্ষে যেকোনো সময় ১১তম নির্বাচন আয়োজন করা হতে পারে।

শুক্রবার সকালে সিলেটের কাজিরবাজারে সুরমা নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। তিনি বলেন, আমরা কখনো বলিনি এই সরকার পাঁচ বছর দেশ চালাবে। সরকার গঠনের পর যেকোনো সময় আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে ১১তম সংসদ নির্বাচনের আয়োজন করা হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

পৃথিবীর আলো বলেছেন: পাগল হইছেন? একবার যদি কোনভাবে নির্বাচন শেষ কইরা ক্ষমতা দখল করতে পারে? তাইলে ৫ বছর কেন ২৫ বছরেও একাদশ নির্বাচন হইব না ।

পরবর্তীতে সংবিধান সংশোধন হইবো এই রকম:

নির্বাচন অনেক জটিল প্রক্রিয়া,দেশের অনেক ক্ষতি হয়, নাশকতার আশঙ্কা থাকে বিধায় পরবর্তী নির্বাচন ২০৪১ সালে অনুষ্ঠিত হইবে।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

ভিটামিন সি বলেছেন: মাথাছিলা আবুলে এইডারে গনতান্ত্রিক নিব্যাচন কয়। ওরে কেউ আমারে ধররে।।। হাসতে হাসতে মুইত্যা দিলাম। ৫ তারিখে যা হইতাছে এইটা হইতাছে হাসিনার প্রতিশোধ নেয়ার খেলা। গনতন্ত্র হইতে হইলে যে জনগনের প্রত্যেক্ষ অংশগ্রহন লাগে এইডা আল-বাল-ছাল-মাল মুইত্যা জানে না।।।।।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

মেনন আহমেদ বলেছেন: |-) |-) |-)

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

হাসিব০৭ বলেছেন: মালের কথার কোন দাম নাই এমনিতেই হালায় আবুল

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

গ্রাম্যবালক বলেছেন: খালেদা জিয়া ইবলিশ শয়তান কে বিশ্বাস করতে পারে কিন্তু হাসিনাকে না।। =p~ =p~ =p~

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

রাজীব বলেছেন: ৫ বছরের ১ দিনও কম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.