![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব ? আমরা তো বলেছি, আমদের যাত্রা অনন্তকালের দিকে । আল মাহমুদ
ইউনূস স্যারের বাংলা নববর্ষের ভাষণ রেকর্ড করছিলাম। কাল (আজ) সকালে প্রচার হবে।
রেকর্ডিংটা করার জন্য বেছে নিয়েছিলাম যমুনারই ছায়াঘেরা এক সবুজ লন।
রেকর্ডিং শুরু করব—কোথা থেকে উড়ে এল একটা কোকিল। কুহু সুরে গান গাইতে শুরু করল আমাদের মাথার ওপরের গাছে বসে। স্যার হাসিমুখে বললেন: "যাক, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের আর দরকার হবে না!"
সাড়ে তিন মিনিট ধরে চলল স্যারের ভাষণ। আর সেই কোকিল পুরোটা সময় গান গেয়ে সঙ্গ দিল আমাদের। বাংলা সাহিত্যের মশহুর এই পাখি যেন আমাদের জানিয়ে দিল: সামনে আসছে আশা আর সমৃদ্ধির নতুন বছর!
ভাষণ শেষ হলো। কেউ কেউ সেলফি আর ছবি তুলতে চাইলেন প্রধান উপদেষ্টার সাথে। স্যার রাজি হলেন।
প্রেস টিম ছবি তুলছে—এমন সময় মাথার ওপর উড়ে এল কয়েকটা কাক। ওপরে ডালে বসে ডাকতে লাগল কর্কশ গলায়। তাড়িয়ে দিল কোকিলকে।
এই দৃশ্যের খলনায়ক যে কারা সে কি আর বুঝতে বাকি আছে!
Shafiqul Alam, Press Secretary
শুভেচ্ছা ভিডিও ভিডিওঃ সকলকে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বার্তা।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:১৮
এ পথের পথিক বলেছেন: সেই খলনায়কেরা আজ ক্ষমতার লোভে, দেশকে চেটে পুটে খাওয়ার লোভে নির্বাচন নির্বাচন জিকির করছে ।