![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব ? আমরা তো বলেছি, আমদের যাত্রা অনন্তকালের দিকে । আল মাহমুদ
প্রেমের ফাঁদে ফেলে ৩ বছর যাবত মুসলিম ছাত্রীকে হিন্দু শিক্ষকের যৌন ভোগ, অতঃপর মুসলিম ছাত্রীর আত্মহত্যা
নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের খনজোর গ্রামে তানিয়া সুলতানা রিতু নামের এক মুসলিম মেয়েকে প্রাইভেট পড়াতেন মোহন্ত কুমার নামের এক হিন্দু শিক্ষক।
প্রাইভেট পড়ানোর সুবাদে সুকৌশলে লাভ ট্র্যাপে ফেলে স্কুল পড়ুয়া মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক শুরু করে মোহন্ত। এভাবেই মেয়েটিকে ভোগ করে ৩ বছর, দেয় বিয়ের প্রলোভন।
মোহন্ত কুমার এখন অন্যত্র বিয়ে করে এবং মুসলিম মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করলে গেলো শনিবার (১২ এপ্রিল) সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিতু নামের এই মুসলিম মেয়ে।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মোহন্ত কুমারের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করেছেন রিতুর বাবা রফিকুল ইসলাম। তবে এখনো মোহন্ত কুমারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বাংলাদেশে ক্রমশয়ই আগ্রাসী হয়ে উঠছে মুসলিম মেয়েদের সম্ভ্রম নষ্ট করা হিন্দুত্ববাদীদের একটি চক্র। এখনই এদের শক্ত হাতে দমন না করলে, সামনে আমাদের মা-বোনদের আহাজারি শোনা ছাড়া আর কিছুই করার থাকবে না। মুসলিমদের রক্তের না আছে মূল্য, না আছে ইজ্জতের মূল্য, না আছে সমাজে বেচে থাকার অধিকার । মুসলিমদের রক্ত, ইজ্জত, বেচে থাকার অধিকার নিয়ে কেউ কথা বলে না, প্রতিবাদ করে না । আরে এরা যে মুসলিম এদের হত্যা, ইজ্জত লুণ্ঠন হলেও কথা বলতে মানা না হলে চুশীল হওয়া যাবে না ।
এখন পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে এ নিয়ে কোথা উচ্চবাচ্চ দেখলাম না, দেখলাম বেহায়া নারী অধিকার কর্মীদের এ মেয়ের জন্য রাস্তায় নামতে, কোন ব্লগার কেও দেখলাম না লেখালেখি করতে, কোন বিদেশী মিডিয়াতেও নিউজ দেখলাম না, দেখলাম না কোন রাজনৈতিক ব্যক্তিদের বা সংগঠনকে কোন বিবৃতি দিতে, দেখলাম না পুলিশকে ব্রিফিং করতে । এই তো পৃথিবী, আহ ! আজ কোন মুহাম্মাদ বিন কাসিম নেই । আহ মুসলিম । বেহায়া বেশর্মা নেড়ী বাদীদের দিয়ে কি হবে যদি তারা এ মেয়ের পক্ষে কথা না বলে, কি হবে এই বালের ব্লগারদের দিয়ে, কি হবে মিডিয়া দিয়ে যদি না তারা এসব সামনে না নিয়ে আসে, কি হবে চুশীল গিরি করে, বাঙ্গু এলিট রা কি তাহলে মুসলিমদের রক্ত দেখে, মুসলিমদের ইজ্জত ভুলন্ঠিত হলে লুকিয়ে লুকিয়ে আড়ালে হাসে ? আচ্ছা এইটা যদি বিপরীত হত, ধরেন মুসলিম ছেলে হিন্দু মেয়ে তাহলে কি হত ?
©somewhere in net ltd.