নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের আলোয় আলোকিত হতে চাই । বই পড়তে ভালোবাসি ।

এ পথের পথিক

কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব ? আমরা তো বলেছি, আমদের যাত্রা অনন্তকালের দিকে । আল মাহমুদ

এ পথের পথিক › বিস্তারিত পোস্টঃ

বিদলের পরিনতি ঠিক আম্লিকের মতই হবে, বাংলার জনগনের দুঃখ চলতেই থাকবে

২০ শে মে, ২০২৫ সকাল ৭:৪৯


বাংদেশে দেশে যারা শাসন করেছে হয় আম্লিক অথবা বিদল এর বাইরে জাতীয় বেঈমান মানে জাপা একবার ফখরুদ্দীন সরকার একবার ক্ষমতায় থেকেছে । ফলে এদেশের সবকিছু হয় আম্লিক অথবা বি দলের কাছে কুক্ষিগত হয়ে আছে । তারা একজন এ দেশকে নিজের বাপের এবং নিজের স্বামীর দেশ মনে করে । ২০০৮ সালে আম্লিক ক্ষমতায় আসার পর থেকে এমন কোন অপকর্ম নেই যা করেনি, তাদের অপকর্মের তালিকা অনেক লম্বা তারপরও কিছু উল্লেখ করছি খুন, ধর্ষন, লুটপাট, ব্যাংক ডাকাতি, দিনের ভোট রাতে করা, বিরোধী বা নিজের মতামতের বাইরে গেলেই খুন করা অথবা আয়নাঘরে বন্দী করা, ২৮ অক্টবরে মৃত লাশের ওপরে নৃত্য করা, বিডিআর জোয়ানদের হত্যা করা, ২০১৩ সালে শাহবাগ তৈরি করে শাসন ব্যবস্থা ধ্বংস করা ও নাস্তিক দ্বারা ইসলামকে আক্রমনের সুযোগ করে দেয়া, হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো, দেশের সার্বভৌমত্ব ভড়তের কাছে বিক্রি করা এবং জঙ্গি নাটক করে মানুষ হত্যা করা সহ আরো কত কি ।
এ সময়ে বিদলের ও জামাতের লোক জন বাড়িতে থাকতে পারেনি তারা বন জঙ্গলে, খেত খামারে ঘুমিয়ে রাত কাটিয়েছে, বহু বছর পরিবারের সাথে থাকতে পারেনি ।
যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় সে সময় ঠিক আম্লিক তার নিজস্ব কায়দায় এদের দমন করতে থাকে । এ আন্দোলনের তীব্রতা পেয়ে যায় জুলাই ২০২৪ সালে । সে সময় তাদের আন্দোলনের সাথে যোগ দেয় শিবির ফলে আন্দোলন রুপ নেয় ফ্যাসিবাদ তাড়ানোর আন্দোলন ।
কিন্তু বি দল এ আন্দোলনে সমর্থন দেয়নি, তারা চেয়েছিল আম্লিক থাকুক কারন বি দলের উপরের নেতারা ছিল আম্লিকের পোষা ।

জুলাই ২০২৪ অভ্যুত্থানের নায়কেরা বিদলের সাথে যোগাযোগ করেও আন্দোলনে সুবাতাস বয়ে আনতে পারে নি । এর কিছু দিন পরে এ আন্দোলনে বাংলায় সর্বস্তরের মানুষ যোগ দেয় ফলে ০৫ ই আগস্ট ২০২৪ দিল্লীর দাসী মাদার অফ অল ডেভিলস ভড়তে পালিয়ে যায়, সূচনা হয় নতুন বাংলাদেশের, বাংলাদেশ ২.০ ।
হাসিনা পালানো পর নতুন সরকার গঠিত হয়ে অন্তবর্তীকালীন সরকার । এ সরকারের পেছনে বাংলার‍ মানুষের সমর্থন থাকলেও বি দলে এ সরকারের সব কাজে সব সময় বাধা দিয়েছে, তারা নির্বাচন নির্বাচন করে তাসবি জপেছে ।
বর্তমানে এসে এই বিদলের নেতাকর্মীরা জুলাই ২০২৪ অভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজিব, আব্দুল হান্নান মাসউন সহ আরো অনেককে হত্যার হুমকি দেয় । অথচ এরা জুলাই ২০২৪ অভ্যুত্থানের প্রথম সারির নেতা ।
বিদলের আরেক নেতা আসলে নেতা বললে ভুল হবে ক্ষমতা লোভী ঢাকার সাইদ খোকার ছেলে ইশরাক হোসেন । বিদল সহ সে আম্লিকের আমলে সকল নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করে অথচ সে এখন সিটি মেয়র হওয়ার জন্য নগর ভবন তালা দিয়ে রেখেছে ।

সামনের দিনে ভোট হলে যেভাবেই হোক বি দল ক্ষমতায় আসবে । আম্লিককে নিষিদ্ধ করতে হবে এই বুঝ বুঝতে ছাত্র জনতার ১৬ বছর লেগেছে হয়ত বি দল আরো একটু বেশী সময় থাকবে ২০/২২ বছর কিন্তু তাদের বিরুদ্ধেও বিপ্লব হবে তাদেরও অবস্থাও আম্লিকের মতই হবে, বঙ্গীয়রা আবার আম্লিককে ক্ষমতায় বসাবে এভাবেই চলতে থাকবে । আমাদের দুঃখ চিরকাল ই থাকবে আমরা অন্ধ এই এক পাখির দুই ডানার বাইরে আমরা কিছু দেখতে পাই না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.