![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন খুব সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উপরের কথাটাই ঝুলছে এখানে, কিন্তু কথাটার সাথে পুরোপুরি একমত নই আমি। আসলে আমরা সবাই একেক জন অসাধারন, অনন্য-সাধারন মানুষ। চলুন অসম্ভবের স্বপ্ন দেখি...
পত্রিকায় পড়লাম আমাদের শিশু কিশোররা নাকি এক নতুন ধরনের নেশায় আক্রান্ত হইছে, 'আইকা' নেশা। আইকা একধরনে শক্তশালী আঠা। সাধারনতঃ ফার্ণিচার তৈরীতে এই আঠা ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহার হয়।
অনেক আগে শুনছিলাম পশ্চিমের উন্নত দেশে নাকি উছৃংখল ছেলেমেয়রা রাবার সলিউশান জাতীয় আঠা দিয়া নেশা করে। এই ধরনের আঠার একটা তীব্র গন্ধ থাকে, সেটা দিয়া নাকি নেশা হয়।
এখন দেখি আমাদের দেশেও শুরু হইয়া গেলো।
এ প্রসংগে একটা কাহিনী মনে পরলো। বেশ কিছুদিন আগে, অফিসের কিছু ফার্ণিচার তৈরী করাচ্ছিলাম। ছোট একটা ঘরে একা মিস্ত্রী কাজ করতেছে। একসময় সে বেশ বড় একটা রাবার সলিউশনের কৌটা খুইলা আঠা লাগানো শুরু করলো। একটু পরে দেখলাম লোকটা অদ্ভুত আচরণ করতেছে। আপন মনে হাসতেছে, কথা বলতেছে।
চেহারা দেখে মনে হয় গাঁজা খাইছে। ধমকায়া জিজ্ঞেস করলাম কি হইছে। সে বলে, আঠার গন্ধে এমন মাঝে মাঝে হয়। ছোট এবং বদ্ধ ঘরে পর্যাপ্ত বাতাস না থাকায়, আঠার গন্ধ তারে 'ধইরা ফালাইছে'।
আমার তো মনে হইলো, ব্যাপারটায় সে ভালোই মজা পাইতেছে।
আমারা যখন স্থাপত্য বিভাগের ছাত্র ছিলাম, কাগজের মডেল বানানোর জন্য UHU নামে একধরনের আঠা ব্যবহার করতাম। আমাদের এক সহপাঠি, মডেল বানানোর সময় সেই আঠা একটু একটু করে খেয়ে ফেলতো। আঠা শুকলে নেশা হয়, খাইলে হয় কি না এটা তার কাছে জানা হয় নাই।
[ছবিসূত্রঃ ইন্টারনেট]
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৯
তৃষ্ণার্ত বলেছেন: কত কি যে দেখমু
২| ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৯
লেখাজোকা শামীম বলেছেন: এই কাহিনী অনেক পুরোনো
গরীবের ভয়ংকর মাদক
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৩
তৃষ্ণার্ত বলেছেন: ধন্যবাদ শামীম ভাই। আপনার লিংকটা পড়লাম।
আগেও শুনেছিলাম, আজ পত্রিকায় পড়লাম বলে নতুন করে মনে পড়লো।
৩| ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩১
কালপুরুষ বলেছেন: কয়েক বছর আগে খবরের কাগজে একটা খবর প্রকাশিত হয়েছিল। একটা বাচ্চা ছেলে পেট্রলের গন্ধ শুঁকে খাওয়া দাওয়া ভুলে থাকতো। সেটাই তার নেশা ছিল। তার মা তার হাতে একটা বোতলে প্রেট্রল দিয়ে রাখতো। কোন এক সময় যদি পেট্রল না থাকতো সে পাগলের মতো আচরণ করতো। সে পেট্রলের জন্য মরিয়া হয়ে উঠতো। মানুষের নেশা এক অদ্ভূত জিনিষ, কখন যে কার কিসে নেশা হয় বলা মুশকিল। তবে এটা নিঃসন্দেহে একটা মানসিক রোগ, সময়মতো চিকিৎসা করে নেশাকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫
তৃষ্ণার্ত বলেছেন: পড়ার জন্য এবং কমেন্ট-এর জন্য ধন্যবাদ কালপুরুষ'দা। আপনাকে বোধহয় এই প্রথম আমার ব্লগে দেখলাম।
৪| ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৭
হেমায়েতপুরী বলেছেন: আইকা কাইতে মন্চায়...
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪১
তৃষ্ণার্ত বলেছেন: কাইলে কাম হইবো না ... গন্ধ লিতে হইবেক ...
৫| ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৬
হেমায়েতপুরী বলেছেন: আইকা সুংতে মন্চায়... কই পামু?
১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০১
তৃষ্ণার্ত বলেছেন: আইকা সুইঙ্গা সুইঙ্গাইতো হেমায়েতপুর গ্যাচেন
৬| ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: চূড়ান্ত বেওকুফেরা এই গুলান দিয়া নিশা করে..
১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৩
তৃষ্ণার্ত বলেছেন: তাই!!
তাইলে বাকীরা কি দিয়া করে??
৭| ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩
পুরাতন বলেছেন: আইকার গন্ধ খুব ভালা লাগে.......
১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৫
তৃষ্ণার্ত বলেছেন: খাইচে
৮| ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৪
পারভেজ বলেছেন: কিরে?!! উহু খাইতো কে রে?
১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪১
তৃষ্ণার্ত বলেছেন: আমাদের ব্যাচে না। '৯১ ব্যাচের একটা ছিল।
৯| ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৭
অপ্সরা বলেছেন: এ ছি ছি !! আমি তো কত আইকা নিয়ে কাজ করি একফোটা আইকা হাতে লাগলেই তাড়াতাড়ি মুছে ফেলি । মানুষ খায় কোন আক্কেলে !!!!! ইয়াক থু!!!
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৩
তৃষ্ণার্ত বলেছেন: না না, খায় না তো। খায় কে বল্লো??
শুধু একটু শুকে দেখে
১০| ১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৭
আশফাক সফল বলেছেন:
কয়েকদিন আগে আমার এক কলিগ মুচিকে জুতায় পেস্টিং করতে দিলে মুচি জানালো আঠা নাই, পোলাপাইনে নেশা করে বলে আঠার দাম বেশী।
১৪ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৩
তৃষ্ণার্ত বলেছেন: বুঝেন অবস্থা
১১| ১৪ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
'লেনিন' বলেছেন: বায়তুল মোকাররমের আশে পাশে অর্থাৎ গুলিস্তান-পল্টন দিয়ে যেতে গেলে দেখা যায় এদের পলিথিন ঠোঙ্গায় অনবরত ইনহেল করছে এই বিষবাষ্প।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৭
তৃষ্ণার্ত বলেছেন:
১২| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৭
একাকী বালক বলেছেন: কালপুরুষ বলেছেন: মানুষের নেশা এক অদ্ভূত জিনিষ, কখন যে কার কিসে নেশা হয় বলা মুশকিল। >>> খুব দামী একটা কথা বলছেন। আমার এক বন্ধু ঝালমুড়িওয়ার থেকে মুড়ি কিনে সেই মুড়ি নাকের খুব কাছে নিয়ে শুকত। মুড়ির সরিষার তেলের ঝাঝ নাকে গেলে নাকি ওর নেশা হত।
১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৯
তৃষ্ণার্ত বলেছেন: সরিষার তেলে নেশা? ছোটবেলায় নানী দাদীরা তো গায়ে কত সরিষার তেল মেখে দিত!!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আজব তো!