![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...
যে আসে হৃদয়ের চোরা পথ ধরে...
হারিয়ে যায় সেও বুকের ভেতরটা শুন্য করে!
হারিয়ে যাওয়া মানুষের রেখে যাওয়া স্মৃতির চাদর...
নেশাগ্রস্হ পূর্ন চাঁদের মত জেগে থাকে বুকের ভেতর...
নিদ্রামুক্ত চোখে
বসে থাকি আমি রাত্রির গুহায়...
সময় হাঁটে আবছা আলোয় স্মৃতির লুকোচুরি খেলায়!
বসন্ত বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে আমায়...
অথচ তুমি আসোনি... অভিমানী তুমি!
না না দেখা হবে না আর কোনদিন...
শেষ রাতে চলে যাবো আমি!
শেষ রাতে চলে যাবো আমি!
©somewhere in net ltd.