![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...
বৃদ্ধ লোকটা বিষন্নমুখে চায়ের দোকানে বসে আছেন। অনেকক্ষন ধরেই ব্যপারটা লক্ষ্য করছিলাম। কেন জানি খুব মায়া লাগলো। আমি লোকটার একটা হাত ধরে বললাম, 'নানা কিছু খাবেন?'
তিনি মুচকি হেসে উত্তর দিলেন,
'নারে ভাই খামু না।'
আমি বললাম, 'মন খারাপ কইরা বইসা আছেন ক্যান?
এবার যেন বোমা ফাটলো!
''তুমি স্বাধীন দেখো নাই। পাকিস্হানীগো লগে জোট বাইধা জামাত তখন হাজার হাজার মানুষ মারছে। হিন্দু বাড়িতে আগুন দিছে। ধর্ষন করছে ডাকাতি করছে। ভাইরে, আমার বুক ফাইট্রা কান্দন আহে। এই দেশে কি আবার '৭১ আইসা পড়ছে? এই জামাত আর সেই জামাতের মধ্যে কোন প্রার্থক্য নাই। আমার পোলায় কত কষ্ট কইরা একটা পুরান বাস কিনছে ওরা ঐটা ভাইঙ্গা চুর্নাছুর কইরে দিছে। আমরা অহন চলুম ক্যামনে?''
একটানে কথাগুলো বলে লোকটা থামলেন। আসলেই এই জামায়াত আর সেই জামায়াতের মধ্যে কোন প্রার্থক্য নেই। রক্তে এদের পাকিস্হানী আদর্শ। গত দুদিনের জামাত-শিবিরের রক্ত নিয়ে খেলা আর বর্বর তান্ডব সেটাই প্রমান করেছে।
আমি বৃদ্ধ লোকটাকে বললাম, 'একদিন সব ঠিক হয়ে যাবে।'
ভদ্রলোক কিছু বললেন না শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন।
মনটা খুব খারাপ হয়ে গেলো।
আমি রাস্তায় নেমে পড়লাম। ফাগুনের রৌদ্রমাখা এই দুপুরটাকেও আজ খুব বিষন্ন লাগছে!!
©somewhere in net ltd.