নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাফাত হিমুর ব্লগ।

আরাফাত হিমু

মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...

আরাফাত হিমু › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে... দেখা হবে!

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮

আগামি বৈশাখে আমাদের দেখা হবে... হবেই...



কারুকাজময় নীল আকাশকে পেছনে ফেলে

নুপূরে ঝনঝন শব্দ তুলে তুমি এসো...

নীল শাড়ী, নীল টিপ, নীল চুঁড়ি আর...

আর চোখে কিন্তু কাজল থাকতেই হবে বলে দিলাম!

আমি একগুচ্ছ ফুল নিয়ে আসবো,

আলতো করে গুঁজে দিবো তোমার খোঁপায়...

দক্ষিনা বাতাসে প্রেম ছুঁয়ে যাবে খুব নিরবে!

এইতো সময়...

মহাশুন্যে ভাসিয়ে দেবো আমার যত

ছন্নছাড়া দুঃখময় যাতনার ইতিহাস!



অবশেষে মুখোমুখি দাঁড়িয়ে অপলক মৌন দৃষ্টিপাত।

বৃত্তবন্দী আমি আর আমার নীলপরী!

অদৃশ্য এই বৃত্ত যেন ভালোবাসার এক মায়াবী ঘর...

যে যাই বলুক, বলুক না!

তবু আজ নীলপরীর চোখে-মুখে-ঠোঁটে মেখে দেবো

এক পৃথিবী বৈশাখী ঝড়!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.