![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...
মাঝে মাঝে অবাক বিস্ময়ে থমকে দাঁড়াই। বুকের ঠিক মাঝখানটাতে হাত রাখি আলতো করে, যেখানে হৃদপিন্ডটা থাকে। অবিশ্বাস্য ভয়ে ভয়ে টের পাই হৃদস্পন্দনের হৈচৈ। আমি এখনো বেঁচে আছি! এতো কিছুর পরেও বেঁচে আছি আমি অথবা আমরা... কি আশ্চর্য!
প্রতিদিন লাশ দেখি আমরা। বুলেটে ক্ষতবিক্ষত লাশ, আগুনে ঝলসানো লাশ, ইট দিয়ে মাথা থেতলে দেওয়া লাশ, লাঠি দিয়ে পিটিয়ে মারা লাশ... লাশের মিছিলের অসহ্য বেদনাময় দৃশ্য একটু একটু করে খুন করে ফেলছে আমাদের সবার মানবিক অনুভূতিগুলোকে!
গনমাধ্যমে প্রতিদিন মিথ্যেবাদী রাজনীতিবিদদের নির্লজ্জ্ব নিখুঁদ মিথ্যাচার শুনি আমরা। শুনতে শুনতে আমাদের শ্রবন যন্ত্রটা একটু একটু করে অসুস্হ হয়ে পড়ছে।
অথর্ব লেবাসধারী সুশীলদের টিভি পর্দায় দালালি করতে দেখে একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দৃষ্টিশক্তি।
প্রতিদিন ধর্ষিত হচ্ছে গনতন্ত্র। ধর্ষিত গনতন্ত্রের অসহায়ত্ব একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে আমাদের বিবেককে। অসুস্হ রাজনীতির বিষাক্ত চোবলে আমাদের সব স্বপ্নগুলো শুকনো খড়-কুটুর মত ভেসে যাচ্ছে অজানায়!
এরপরও আমরা বেঁচে আছি! কি অবিশ্বাস্য!
নানা রকমের দুঃখ নিয়েই মানুষের জীবন। সব দুঃখই হয়তো মেনে নেওয়া যায় কিন্তু রাষ্ট্র যদি নাগরিকদের জন্য ভয়াবহ অনিরাপদ হয়ে ওঠে তবে এর চেয়ে দুঃখজনক কিংবা বেদনাদায়ক সংসারে আর কি আছে??
আহ্! আমি আর আমরা বেঁচে আছি ঠিকই তবে বড় বেশী অসহনীয় এই বেঁচে থাকা... বড় বেশী দ্বীর্ঘশ্বাসে মোড়া এই জীবন!
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭
আরাফাত হিমু বলেছেন: আমি মানুষ... গাছ নই। বাঁচার মত বাঁচতে চাই!
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: গাছকে সবই স হ্য করতে হয়: ঝড়, রোদ, শীত, সবকিছু!