নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাফাত হিমুর ব্লগ।

আরাফাত হিমু

মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...

আরাফাত হিমু › বিস্তারিত পোস্টঃ

না না আমি আর দুঃখ পাবো না...

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

থমথমে ঢাকার অবরুদ্ধ চঞ্চলতা দেখে

আমি আর দুঃখ পাবো না...

ককটেল- টিয়ারসেলের শব্দে হারিয়ে যাওয়া

প্রেমের আবেগ খুঁজে খুঁজে

আমি আর দুঃখ পাবো না...

অথর্ব সুশীলরা কবিতা বোঝে না বলে

আমি আর দুঃখ পাবো না..

"গণতন্ত্র" পরিবারতন্ত্রের স্টোর রুমের বদ্ধ ঘরে

আলু-পিঁয়াজ-পটলের সাথে পড়ে আছে ভেবে

আমি আর দুঃখ পাবো না...

মুর্খ রাজনীতিবিদদের কাঙ্গালিপনা দেখে

আমি আর দুঃখ পাবো না...



পেট্রল বোমার আঘাতে পুড়ে যাওয়া

মানুষের নিথর দেহ দেখে

আমি আর দুঃখ পাবো না...

ক্ষমতালোভের বিষাক্ত বুলেটের নিষ্ঠুরতায়

রাজপথে পড়ে থাকা রক্তাক্ত তরুনটাকে দেখে

আমি আর দুঃখ পাবো না...

সন্তানহারা মায়ের চোখের জল দেখে,

বৃদ্ধ বাবার আর্তনাদ শুনে

আমি আর দুঃখ পাবো না...

৭১-এর হিংস্র কুকুরদের বাঁচাতে

শুকুরদের তান্ডবলীলা দেখে

আমি আর দুঃখ পাবো না...

চেতনা ব্যবসার সুদখোর দালালদের

মিথ্যে কথার ফুলঝুরি শুনে

আমি আর দুঃখ পাবো না...



একটাই তো মানব জনম আর কত সইবো?

ভুল সময়ে বেঁচে আছি... ভুল সময়ে!

অবিরাম ক্ষয়ে ক্ষয়ে যায় সব আশা

জীবন ছেড়ে পালায় সব স্বপ্ন!

এরপর শেষ রাতে চলে যাবো খেয়া ঘাটে

ছুটবে তরী অনুভূতিহীন মানুষের খোঁজে

আহা! কি বেদনা! কি কষ্ট!

আমি কি অনুভূতিহীন মানুষ হয়ে

বাঁচতে চেয়েছিলাম?

এরচেয়ে কি ধ্বংস হয়ে যাওয়া ঢের ভালো নয়?

তুমি বরং ঈশ্বর আমায় পাথর করে দাও...

সেই ভালো... বেশ ভালো...

আমি আর দুঃখ পাবো না

আমি আর কষ্ট পাবো না

কোন কিছু আমায় আর ছুঁবে না

আমি যে পাথর, মানুষ নই...

আহা কি শান্তি! কি আনন্দ!!



১১.১২.১৩

জনতা হাউজিং, মিরপুর।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অবিরাম ক্ষয়ে ক্ষয়ে যায় সব আশা
জীবন ছেড়ে পালায় সব স্বপ্ন!

কবিতায় ভালো হয়েছে। ++++++
এর শেষে তারিখটা খেয়াল করলাম, অভিনব সংখ্যার সমন্বয়। :)

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮

আরাফাত হিমু বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে তনিমা। এটা হতাশ সময়ে বেঁচে থাকা আমার এলোমেলো চিন্তার বহিঃপ্রকাশ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.