![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...
ভালো থেকো গনতন্ত্র অধিকারহীন
খেটে-খাওয়া মানুষের চোখের জলে...
ভালো থেকো গনতন্ত্র শহীদ নূর হোসেনের
রক্তে ভেজা করুন সংগ্রামে...
ভালো থেকো গনতন্ত্র ক্ষমতালোভীদের
ডাইনিং টেবিলের উচ্ছিষ্ট খাবারের সাথে...
ভালো থেকো গনতন্ত্র নিখুঁদ মিথ্যেবাদী
রাজনীতিবিদদের নির্লজ্জ কথার ভীরে...
ভালো থেকো গনতন্ত্র ভবিষৎহীন
নিকষ অন্ধকারের গুহায়...
ভালো থেকো গনতন্ত্র শোষিত আর
নিষ্পেষিত জনতার নীল বেদনায়...
ভালো থেকো গনতন্ত্র, ভালো থেকো;
ভালো থেকো কাঁচাবাজারের আলু-পিঁয়াজ,
কাঁচা মরিচ, ফুল কফি কিংবা পটলের সাথে...
গনতন্ত্র ভালো থেকো মুদি দোকানের
ভেজাল তেলের টিনে অথবা মুড়ির ঠোঙ্গায়!
গনতন্ত্র ভালো থেকো দু'টাকার ছেঁড়া নোটে
না না গনতন্ত্র তুমি বরং ভালো থেকো
বিটিভির পর্দায় কিংবা চাটুকার ফেসবুকারের
দুর্গন্ধময় বিবেকের দরজায়...
গনতন্ত্র ভালো থেকো চেতনা ব্যবসার
সুদখোর দালালের প্যান্টের পকেটে...
গনতন্ত্র ভালো থেকো মুর্খ দলকানা
মাংসের দোকানিদের ইউনিফর্মে...
গনতন্ত্র ভালো থেকো বার্ন ইউনিটের
মৃত্যু পথযাত্রী মূমূর্ষু রোগীর বেডে...
গনতন্ত্র ভালো থেকো নিধারুন দুঃখে,
বেদনার অষ্ট্রপ্রহরে, শকুনের চোখে,
দুর্ভাবনাময় স্বপ্নহীন নির্ঘুম রজনীর
প্রতিটিক্ষনে, উৎকন্ঠার প্রতিমুহুর্তে...
ভালো থেকো গনতন্ত্র ভালো থেকো!
২৯/১২/১৩
গনতন্ত্রের সমাধী প্রাঙ্গন থেকে...
"RIP My dear Democracy!"
আমি তোমার নাম লইয়া কান্দি।
©somewhere in net ltd.