![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...
বাংলা একাডেমীর বই মেলা চলছে। মেলার কথা মনে হলেই বুকের ভেতরটা চ্যাৎ করে ওঠে! তখন আরও বেশী করে উপলব্দি করি "আপনি নেই..." আমার তখন খুব কান্না পায়!
আপনি আর কোনদিন মেলায় আসবেন না, আপনার লেখা নতুন বইয়ের জন্য জমবে না পাঠকের ভীড়। বাংলা একাডেমীর মহাপরিচালক উপছে পড়া পাঠকের সুমধুর পাগলামী দেখে আপনাকে বলবেনা, "আপনি আর মেলা প্রাঙ্গনে আসবেন না প্লিজ!" সাহিত্যকে যারা বাপের সম্পত্তি বলে মনে করে আপনাকে নিয়ে তাদের ব্যাঙ্গময় ছ্যাঁচড়ামির বিনোদন আর দেখবো না... হায়! ঈশ্বরের সাথে খুব এক চোট হয়ে যায় আমার।
প্রিয় হুমায়ুন স্যার আপনাকে মনে পড়ে... খু..উ..ব..
এই তো সেদিন ঢাবির শহীদ মিনারের সামনে আপনাকে কফিন বন্দী করে রাখা হলো। দীর্ঘ লাইন ঠেলে এক গুচ্ছ ফুল আপনার মুখ ঢাকা কফিনের বুকে অতি যত্নে রেখেছিলাম। আহারে! বুকের ভেতর কি প্রবল হাহাকার... টলমল নেশাগ্রস্থ দেহ-মন আর আমার চোখে সমুদ্রের ঢেউ... এতো ভালোবাসি এতো ভালবাসি... না না গুরু আপনি জানলেনই না!
প্রিয় হুমায়ুন স্যার, আপনি ছিলেন, আছেন, থাকবেন। প্রিয় মানুষ চলে যাওয়া মানে বিস্মৃতির অবগাহনে হারিয়ে যাওয়া নয় বরং বুকের গভীরে আরও গভীর ভাবে রয়ে যাওয়া।
" নিদয়া নিষ্ঠুরো পাখী দয়া নাইরে তোর...
পাষানো সমানো হিয়া কঠিনো অন্তর!
আহা শুয়া উড়িলো... উড়িলো... উড়িলোরে!"
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
আরাফাত হিমু বলেছেন: আবার যদি ফিরে পেতাম! হায়!!
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
নিশাত তাসনিম বলেছেন: প্রিয় হুমায়ুন স্যার, আপনি ছিলেন, আছেন, থাকবেন। প্রিয় মানুষ চলে যাওয়া মানে বিস্মৃতির অবগাহনে হারিয়ে যাওয়া নয় বরং বুকের গভীরে আরও গভীর ভাবে রয়ে যাওয়া।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
মুক্তকণ্ঠ বলেছেন: