নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাফাত হিমুর ব্লগ।

আরাফাত হিমু

মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...

আরাফাত হিমু › বিস্তারিত পোস্টঃ

আমার "৭১" কারো ভিক্ষার দান নয়...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

আমাদের ৭১-এর রক্তাক্ত ইতিহাস বনরুটির মত কোন পদার্থ নয় যে ইন্ডিয়ার কুকুরগুলো কামড়া-কামড়ি শুরু করবে!

ইন্ডিয়া তুমি তোমার কুকুর সরাও নইলে বাঁশ দিয়ে পিটিয়ে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হবে।



জাতি হিসেবে ইন্ডিয়া বরাবরই স্বার্থের জন্য নির্লজ্জ্বতার শেষ সীমায় নামতে দ্বিধাবোধ করে না। তবু এদের মধ্যে অসামন্য দেশপ্রেম আছে।

আর আমদের মধ্যে আছে দালালি আর তোষামোদি। ইন্ডিয়ার মাতালগুলো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এতো বড় মিথ্যাচার করলো কিন্তু আমাদের রাজনীতিবিদরা কোন প্রতিবাদ করছে না কেন?? কিসের এতো ভয়? আর কত অসভ্যতা করলে ভাঙ্গবে এইসব তথাকথিত অসম প্রেম? আমাদের সুশীলগুলা কই?



ইন্ডিয়া আমাদের নদীর জল চুরি খেয়েছে। টিপাইমুখ বাঁধ আমাদের জন্য অশনী সংকেত। ওরা আমাদের চ্যানেল দেখায় না কিন্তু ওদেরটা দেখতে আমরা বাধ্য। প্রতিদিন সীমান্তে ওরা আমাদের মানুষ মারছে। ইন্ডিয়া আমাদের সুন্দরবন কেড়ে নেবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। আমাদের অপদার্থগুলো ওদের ভোট দিয়ে ক্রিকেটের বাদশা বানালো। আফসোস!



ইন্ডিয়ার প্রতি ঘৃনা জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না। কুকুর কুকুরই থাকে সভ্য হয় না। কুকুরের কাছে ভালো কিছু প্রত্যাশা করাও ভূল। দুঃখ একটাই আমরা বেঁচে আছি একদল দেশপ্রেমহীন, দালাল আর চাটুকারের মাঝে। এই দুঃখের অবসান কবে হবে কে জানে!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

বেলা শেষে বলেছেন: Thenk you very much for good writing.
Up to next time.

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

আরাফাত হিমু বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

পথহারা নাবিক বলেছেন: আমার "৭১" কারো ভিক্ষার দান নয়...


এইটা জানি কই শুঞ্ছি শুনছি মনে হইতেছে!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

আরাফাত হিমু বলেছেন: এটা সম্ভবত একটা গানের কথা দাদা।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

পাঠক১৯৭১ বলেছেন: বিরাট বাণী দিয়েছেন:



"ওরা আমাদের চ্যানেল দেখায় না কিন্তু ওদেরটা দেখতে আমরা বাধ্য। "

কেন বাধ্য?

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

আরাফাত হিমু বলেছেন: বিরাট বানী দেই নাই। দুঃখ পেয়েছি এবং তা প্রকাশ করেছি।

আমরা দেখতে বাধ্য কেননা আমাদের নিজেদের উপর নিজেদের বিশ্বাস নেই।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

একজন ঘূণপোকা বলেছেন: পথহারা নাবিক বলেছেন: আমার "৭১" কারো ভিক্ষার দান নয়...


এইটা জানি কই শুঞ্ছি শুনছি মনে হইতেছে!!

লেখক বলেছেন: এটা সম্ভবত একটা গানের কথা দাদা


হুম এটা একটা গানের কথা।

আর লেখার সাথে সহমত পোষন করছি



২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

আরাফাত হিমু বলেছেন: অসীম ধন্যবাদ।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

আরাফাত হিমু বলেছেন: অসীম ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.