নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাফাত হিমুর ব্লগ।

আরাফাত হিমু

মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...

আরাফাত হিমু › বিস্তারিত পোস্টঃ

কোথায় যাবো... কার কাছে যাবো?

০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:৪১

“ধর্মে কোন
জবরদস্তি নেই। সৎ পথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট ভাবে আলাদা...”
–আল কোরআন। (সুরা বাকারাঃ২৫৬)

আপনার অনুভূতি যখন এতোটাই সস্তা আর ঠুনকো তখন অভিজিত্‍ রয়ের লেখা না পড়লেই তো পারতেন। না আপনি পড়েছেন এবং আপনার জাত গিয়েছে। তারপর আপনি চাপাতি দিয়ে ফালা ফালা করে দিয়েছেন একটা মানুষকে। অথচ স্রষ্টা বলছেন ধর্মে কোন জবরদস্তি নেই। আর ইসলামে কাউকে হত্যার অধিকার কোন ব্যাক্তি বা গোষ্টিকে দেওয়া হয়নি। আফসোস। বকধার্মিকে ভরে যাচ্ছে রাষ্ট্র।

পবিত্র কোরআন বলছে এই গ্রন্হ বিশ্বাসীদের জন্য। আর বিশ্বাস করতে স্রষ্টা কাউকে বাধ্যও করছেন না। সব মানুষই তো ঐ একজনেরই সৃষ্টি। তবে এতো রক্ত কেন?
মহামারী, প্লেগ, দাংঙ্গা অথবা যুদ্ধে নয় পৃথিবীতে সবচেয়ে বেশী মানুষ খুন হয়েছে ধর্মের টানাপোড়েনে। কি অসভ্য মানুষ আমরা।

ধর্ম নিয়ে ফালতু কথা বলে কুত্‍সা রটানো অথবা মাত্রাছাড়া ধর্মান্ধতা- দুটোয় ভয়াবহ অসুস্হতা। সাথে যোগ হয়েছে নাগরিকের প্রতি রাষ্ট্রের উদাসিনতা। আমরা এখন কার কাছে যাবো, কোথায় যাবো?
মাথার উপর অসহ্য সুন্দর একটা চাঁদ অথচ বুকের ভেতর তোলপাড় তুলছে না। মনটা কেবলই পালাই পালাই করছে। অসুস্হ মানুষের নিঃশ্বাসে বিষাক্ত হয়ে গেছে এই মন-প্রান!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:১৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনি তো অনেক জাননেওয়ালা মানুষ। যে আল্লাহকে স্বীকার করবেনা - তার বিরুদ্ধেই তো যুদ্ধ করতে বলা হয়েছে। আর যে আল্লাহ-রাসুল(সঃ) কে বিশ্রী ভাষায় গালাগাল করবে - তাকে কোলে বসিয়ে আদর করতে হবে - একথা কোথায় বলা আছে, দেখান তো দেখি!

২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৫৫

আরাফাত হিমু বলেছেন: আপনাকে কোলে বসিয়ে আদর করতে বলছে কে?? ঐ লেখা না পড়লেই তো পাড়তেন। এড়িয়ে যেতে পারতেন। আর লেখার জবাব লেখা দিয়ে না দিয়ে চাপাতি দিয়ে দেওয়া মেরুদন্ডহীন মানুষের কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.