নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরাফাত হিমুর ব্লগ।

আরাফাত হিমু

মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় চারোদিকে শুধু হাসিমুখ দেখতে... ঘুম থেকে উঠে পূর্নিমা হোটেলে নাস্তা খেতে গিয়ে দেখবো 'গ্লাস বয়-ম্যাসিয়ার, ক্যাশিয়ার, খদ্দের' সবাই হাসছে... হাসছে রাস্তার অচেনা পথচারীরা... চা খেতে মোশারফ মামার টং দোকানে গিয়ে দেখবো সবাই হাসছে... হাসছে রিকশাওয়ালারা, বাস কিংবা প্রাইভেটকার চালকরা... হাসছে হকাররা... হাসছে গার্মেন্টস্ শ্রমিকরা... হাসছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী থেকে ভার্সিটির বুদ্ধিজীবি টাইপের গম্ভীর ছেলেটাও! হাসছে পিঠা বিক্রেতা ময়না বানু... হাসছে নির্মান শ্রমিক জালাল মিয়া... হাসছে টোকাই শফিক... হাসছে ফুলওয়ালী কুসুম! আহারে! চারোদিকে কি দারুন প্রানবন্ত সব হাসিমুখ আর হাসিমুখ... ইট,কাঠ,কংক্রিটের এই শহরের রাস্তা-ঘাটে মলিন মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি! যদি কোনদিন সত্যি সত্যি এই রকম হাসিমুখ দেখতে পেতাম তবে কেমন হতো কে জানে... নিশ্চয় ভয়ংঙ্কর আনন্দময় কিছু একটা হয়ে যেতো! একদম চোখ ভিজে যাবার মত আনন্দময়...

আরাফাত হিমু › বিস্তারিত পোস্টঃ

যন্ত্রনার নাম যখন চুতিয়া সুশীল আর অপদার্থ বুদ্ধিজীবী!

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫

- বুদ্ধিজীবীঃ ভাই আপনে তো কামডা ভালো করতেছেন না।
- আমিঃ বুঝি নাই। বুঝায়া বলেন।
- বুদ্ধিজীবীঃ এইসব লেখা ঠিক না।
- আমিঃ কোন সব?
- বুদ্ধিজীবীঃ এই যে আপনে পাকিস্থানরে ফাকিস্থান/ fuckistan লেখেন।
- আমিঃ হাহাহা। এই কাহানি। তা ভাইজান আপনে শুয়োরের বাচ্চা দেখছেন কখনো?
- বুদ্ধিজীবীঃ টিভিতে?
- আমিঃ না বাস্তবে... এক্কেরে প্রেক্টিক্যালি...
- বুদ্ধিজীবীঃ নাহ। টাইম নাই।
- আমিঃ দেখতে চান?
- বুদ্ধিজীবীঃ ক্যামতে?
- আমিঃ আয়নার সামনে যায়া খাড়া। তাড়াতাড়ি কর... এখনো নিজেরে চিনতে পারোস নাই... হালা ফকিরন্যি...
.
- সুশীলঃ লেখেন তো ভালোই বাট কোন দেশের নাম বিকৃতি করা জঘন্য অপরাধ।
- আমিঃ তা দাদা আইনের কোন ধারায় আমার ফাঁসি হইবো?
- সুশীলঃ বেশী বাইরেন না। "রেন্ডিয়া" কি ধরনের কথা?
- আমিঃ আরে খাইছে! ওরা আমাগো রক্তাক্ত ইতিহাস বিকৃতি কইরা ফালাইছে আর আমরা একটু আধটু মজা করতে পারবো না।
- সুশীলঃ কিয়ের লগে কি মিলান।
- আমিঃ আচ্ছা ভাই আপনে কখনো হনুমান দেখছেন... দেখতে ভদ্রই লাগে মাগার কাম করে উল্টা-পাল্টা। দেখছেন?
- সুশীলঃ না। কেন এই কথা আসছে কেন?
- আমিঃ দেখলে না বুঝতেন। অবশ্য দেখতে চাইলে আমি দেখাইতে পারি।
- সুশীলঃ কিভাবে।
- আমিঃ বাদ দেন।
- সুশীলঃ কেন?
- আমিঃ নিতে পারবেন না।
- সুশীলঃ ধুর মিয়া। পারলে দেখান।
- আমিঃ এক কাম কর দৌড় দে... খালি দৌড়াবি... আনলিমিটেড দৌড়। তারপর একটা সচ্চ দিঘী দেইখা খাড়ায়া যাবি রাম ছাগল যেমতে খাড়ায়। দ্যান, দীঘির জলে নিজের মুখটা দেখ। নির্ঘাত টাস্কি খাবি। হ... ঐ যে দেখতাছস এইটাই তুই। সাবধান, মইরাও যাইতে পারস... হালা হনুমান।
.
ইনি ইন্ডিয়া পন্থী তো তিনি পাকিস্তান পন্থী তা বাবা আমার বাংলাদেশী পন্থীরা কই?? মুড়ি খায়? এই দেশের একটা বৃহৎ অংশের মানুষ ইন্ডিয়া আর পাকিস্থান প্রেমে অন্ধ। চাপ দিলে প্রেম উতলায়া পড়ে। তারপর সুশীলগিরি দেখাইতে আসে। প্রো পিক আর কভার পিকে জাতীয় পতকা ঝুলানো মানুষগুলো যখন বলে, " কেন ফাকিস্থান, কেন রেন্ডীয়া" তখন মেজাজ খারাপ হয় ইচ্ছা করে লাথি মাইরা পার্টে পার্টে খুইলা ফালাই। ৩০ লক্ষ শহীদের রক্ত , ২ লক্ষ নারীর কান্না ভেজা কবিতা আর ৪০ বছরের নির্মম প্রবঞ্চনার ইতিহাস কিভাবে ভূলে যায় প্রজন্ম? কিভাবে? বুঝি না... এদের শরীরে কি সত্যিই মানুষের রক্ত না কি টিকটিকির রক্ত!
ফেসবুকে আমার লেখা ভালো না লাগলে আনফ্রেন্ড করেন, ব্লগ ভালো না লাগলে ব্লক মারেন তবু প্লিজ আমার লগে বুদ্ধিজীবীগিরি আর চুতিয়া সুশীলতা দেখায়েন না... Cause I know.. Once a bastard is always a bastard.

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০৩

গেম চেঞ্জার বলেছেন: পুরাই আবালীয় পোস্ট!!!!! :-<
উগ্র আচরণ করার কি দরকার? ফাকিস্তান বললে, রেন্ডিয়া বললে কাদের লাভ হয়, কাদের লস হয় একবার ঘিলু দিয়ে চিন্তা করে দেখেছেন? জানেন? এই সব আবালদের জন্য পুরো বাংলাদেশী ফ্যানরা আজ কলংকিত। শুধু এই দুটো শব্দ?
কলকাতাবাসী এই রেন্ডিয়া রেন্ডিয়া আর তাসকিন-ধোনি'র ট্রল দেখে পাকিদের সাথে গলায় গলা মিলিয়েছিল। এতে কার লাভ হলো?
পুরো বাঙালি জাতিসত্ত্বার ওপর কি আঘাত আসেনি?
আমাদের সমর্থকদের আচরণ এতটাই বাজে ছিল, এতটাই বাজে, যে চিরশত্রুরাও এক হয়ে গেল। খোলা বাতাসের সামনে খাড়ায়া একবার চিন্তা করে দেখবেন।
আর বিশেষ করে একটি কথা, গালিবাজি কখনোই সভ্যতার প্রকাশ হতে পারে না। নিজেরে দেশপ্রেমিক কইতে চাইলে গালিবাজি করে না, কাজে প্রমাণ করুন।
বস মাশরাফির কথাগুলো খেয়াল রাখুন। :|

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:২০

আরাফাত হিমু বলেছেন: আইছে জ্ঞানের মহা সাগর। আপনে লেখার সেন্সটা ধরতে পারেন নাই। দোষ আমার কেননা আমি বুঝাইতে পারি নাই।
তা ভাই এইটারে গালাগালি কয়? নাম লইয়া মজা লইছি আর যাগোরে ভদ্র ভাষায় গালি দিছি ওরা চুতিয়া সুশীল, তথা কথিত বুদ্ধিজীবী। লাভের কথা বলছেন, এই দুই দেশ নামেই আমাদের প্রতিবেশী, কবে দেখছেন এক্কেরে লাভে ভাসাইছে বাংলারে? বরং আমরাই এতোদিন হুদাই লাফাইছি। মমতা চেটেপুটে ইলিশ খাইছে আর ঐটা আমার দেশে পত্রিকার ফ্রন্ট পেজে আইছে।
নিজেরটা ভালো মত করলেই সারে। মনের ভিত্রের গোপন প্রেম ত্যাগ করতে পারলেই দেখবেন বাংলাদেশ কই যায়।

২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: শত্রুকেও সন্মান করতে হয়। মনের ভিতর এমন বিষই তো আমাদের ধ্বংস ডেকে আনছে।

৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২

রানার ব্লগ বলেছেন: ফাকিস্তান আর ভারত এই দুই আপদরে চিন্তার বাইরে রেখে নতুন কিছু ভাবা যায় কিনা দেখা যাক। মৃত দুর্গন্ধযুক্ত প্রতিবেশি দিয়া কিবা করার আছে ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.