![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার মনে হয়, আমি কোনো বড় ধরণের ভুল করেছি।। আমি এটা উপলব্ধি করতে পারি, কিন্তু এটা ভাষায় প্রকাশ করার মত নয়।। যদি কারো এমন অনুভুতি হয়ে থাকে, অথবা এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে সে এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবে।। অন্যথায় , কেউই এর ধারের কাছে আসতে পারবে না ।।
স্বপ্ন তারাই দেখে,
যাদের স্বপ্ন পূরণ হবার নয়।।
বেঁচে তারাই থাকে,
যাদের মরণ নেই।।
কষ্ট তারাই করে,
যাদের কাছে সুখের কোনো মূল্য নেই।।
ভালোবাসার পেছনে তাড়াই ছোটে,
যারা ভালোবাসার যোগ্য নয়।।
©somewhere in net ltd.