নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াডসফাসডফাডফডফ

আরাফাত নাবিদ

মাঝে মাঝে আমার মনে হয়, আমি কোনো বড় ধরণের ভুল করেছি।। আমি এটা উপলব্ধি করতে পারি, কিন্তু এটা ভাষায় প্রকাশ করার মত নয়।। যদি কারো এমন অনুভুতি হয়ে থাকে, অথবা এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে সে এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবে।। অন্যথায় , কেউই এর ধারের কাছে আসতে পারবে না ।।

আরাফাত নাবিদ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের ফেন্ড রিকুয়েষ্ট বাটন আমার কাছে অসহ্য একটা জিনিস :((

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০১



আমি বুঝলাম না,

এই #Zuck কিসের জন্যে ফেসবুকে এড ফ্রেন্ডটা লাগিয়েছে,

আরে এড ফ্রেন্ড এ টিপ দিলেই কি ফ্রেন্ড হয়ে গেলো সে,

নামে মাত্র, কাজে না...আর কখনো হবেও না..

এড ফ্রেন্ড এর বদলে এড পিপুল কিংবা এড এনামি

অথবা এরকম অন্য কিছু লাগাতে পারতো...

তাহলে সেটা ভালো হত (অন্তত আমার জন্যে),

আমার হাতে যদি কোনো দিন ক্ষমতা আসে,

তাহলে আমি ফেসবুক থেকে

ওই এড ফ্রেন্ড অপশনটা বদলিয়ে দেবো || X((



আর তাইতো আমি আমরা এড ফ্রেন্ড

অপশনটা বন্ধ করে রেখেছি,

যেনো কেউ চাইলেও আমাকে

এড ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে না পারে... || X((

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
X(

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২

হেডস্যার বলেছেন:
গরু ছাগল গাধা ঘোড়া নির্বিশেষে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাই।
আরে ব্যাটা দুই দিন আগে পরিচয় হইছে তুই আমার কিসের ফ্রেন্ড?

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

আরাফাত নাবিদ বলেছেন: আরে ভাই শুধু কি এইটা..কিছু কিছু মানুষের লাইফে এত বন্ধু লাগে যে...মুখে মুখেই শুধু বন্ধু বন্ধু কইরা লালা ফালাইয়া অস্থির.....

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

মশিকুর বলেছেন:
ফ্রেন্ড!!! হাস্যকর :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.