নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

াডসফাসডফাডফডফ

আরাফাত নাবিদ

মাঝে মাঝে আমার মনে হয়, আমি কোনো বড় ধরণের ভুল করেছি।। আমি এটা উপলব্ধি করতে পারি, কিন্তু এটা ভাষায় প্রকাশ করার মত নয়।। যদি কারো এমন অনুভুতি হয়ে থাকে, অথবা এরকম অভিজ্ঞতা থাকে, তাহলে সে এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হবে।। অন্যথায় , কেউই এর ধারের কাছে আসতে পারবে না ।।

আরাফাত নাবিদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের তৈরী Halloween Scary Ghost Drone

০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫



অবশেষে কিছু একটা হল. Halloween Ghost Drone দেখে ইচ্ছে হল এটা আমরাও করতে পারব। আর এ জন্যেই উঠে পড়ে লাগলাম এটার পেছনে। বাংলাদেশে যদি কেউ করতে পারে তাহলে তাদের ভেতর আমরাই প্রথমে এটা করে দেখাবো। প্রচন্ড রকমের ইচ্ছা শক্তি আর কিছু মানুষের ওপর জেদের বশে কাজটা শেষ করে ফেললাম। অবশেষে কিছু একটা হল। কিছু একটা বললে ভুল হবে, অনেকটাই ভালো হয়েছে, ভৌতিক কিছুটা আনার চেষ্টা ছিল। কিছুটা হয়েছে, সপ্তাহ জুড়ে পরিকল্পনা আর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়া। ভূত তৈরীর জন্যে আনুসঙ্গিক যা যা দরকার হয় সব যোগার করে ফেললাম। সাদা কাপড়, মুখোস আর ভৌতিক আলোকসজ্জা, সাথে মেধা আর ধৈর্য্য। শুরুতে ব্যাপারটা অনেকে হাস্যরসিকতা করে উড়িয়ে দেয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে আমরা পিছিয়ে যাই নি। আমরা আমাদের মত কাজ চালিয়ে গিয়েছি। ভূতটিকে ওড়ানোর জন্যে ড্রোন তো আছেই, তবে ড্রোনটিকে আড়ালে রেখে কাজটা চালিয়ে নেয়া অনেকটাই কষ্ট-সাধ্য একটা ব্যাপার ছিল। রাতের অন্ধকারে ড্রোনটিকে কন্ট্রোলে রাখা এবং ঠিক-ঠাক মত ডিরেকশন দেয়াটা একটু কঠিনই ছিল। ক্যামেরায় কয়েক মিনিটের শর্ট নেয়া হয়েছে মাত্র, ড্রোনটিকে কয়েক মিনিট ওড়ানো হয়েছে। আর এটুকুতেই যতটুকু দরকার ঠিক তার চেয়েও বেশীটা পেয়ে গিয়েছি। দক্ষতার সহিত কাজটা না করতে পারলেও, একে বারে ফেলে দেয়ার মত হয় নি, যারা দেখবেন তাদেরকে একটি বারের জন্যে হলেও বলতে হবে, অসাধারণ একটা ভৌতিক থিম, অসাধারণ একটা শুট।

মূলত ভূত এফ এম এর ভৌতিক ডকুমেন্ট্রির কাজগুলো দেখে অনেকটা উতসাহিত হই, আর এ থেকেই এটা করা। পরবর্তিতে এটার ওপর একটা ভৌতিক ডকুমেন্ট্রি করে ভূত এফ এম এ সাবমিট করার চেষ্টায় আছি, আশা করি এটাও হয়ে যাবে, তবে এর পূর্বে আমরা সকলের সামনে দেখাতে চাইব, ড্রোনকে কি ভাবে মানবতার সেবায় ব্যবহার করা যায়। তাই আমাদের পরবর্তি কাজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে, আশা করি এটাও কিছু দিনের ভেতর সকলের সামনে হাজির করাতে পারব।

ভিডিওটি দেখতে Link 1 → https://www.youtube.com/watch?v=OgH503xkplE
ভিডিওটি দেখতে Link 2 → Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

 বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.