নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা বলিতে ব্যকুল...

সঞ্জিব

লেখার শখ তেমন নাই কিন্তু (মনের কথা বলিতে ব্যকুল...) আবস্থা যখন হয় তখন লিখি...

সঞ্জিব › বিস্তারিত পোস্টঃ

তিন গোয়েন্দা সিরিজের ১২টা কে বাজালো??X((

০৪ ঠা জুন, ২০০৮ রাত ১২:২৯



আমি তিন গোয়েন্দার একজন নিয়মিত পাঠক ছিলাম একসময়।কিন্তু রকিব হাসান যখন থেকে আর তিন গোয়েন্দা লিখেন না তখন থেকে আমি পড়া ছেড়ে দিয়েছে।শুধু আমি না আরো অনেকেই পড়া ছেড়ে দিয়েছে।কিন্তু প্রশ্ন হল সেবা প্রকাশনি বা রকিব হাসান কেনো এই ধরনের পদক্ষেপ নিলো।তাও সমস্যা হত না যদি সামসুদ্দিন নওয়াব ঠিক মত পাঠকদের চাহিদা পুরন করতে পারতো।রকিব হাসানের সাথে সামসুদ্দিন নওয়াবের লেখার আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যায়।একজনের লেখার সাথে আরেকজনের লেখার তফাত থাকবেই,তাই বলে এই জনপ্রিয় সিরিজের এভাবে ১২ টা বাজানো সেবা প্রকাশনির উচিত হয়নি।/:)

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১২:৩৪

শিরোনামহীন বলেছেন: ঠিক :(

০৪ ঠা জুন, ২০০৮ রাত ১২:৪৫

সঞ্জিব বলেছেন: থ্যাঙ্কু....

২| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১২:৩৭

রাতমজুর বলেছেন: ঠিক।

০৪ ঠা জুন, ২০০৮ রাত ১২:৪৮

সঞ্জিব বলেছেন: সামসুদ্দি্নরে পাইলে একটা PL দেয়ার ইচ্ছা আছে...

৩| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১২:৪২

নবাব সিরাজউদ্দৌলা বলেছেন: ঠিক।

০৪ ঠা জুন, ২০০৮ রাত ১২:৪৯

সঞ্জিব বলেছেন: হুম্ম....

৪| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১২:৫৭

ফরিদ বলেছেন: বইমেলার থিকা ছবি নামানো, হুম্ম ..

http://www.boi-mela.com/BookList.asp?Typ=Tin Goenda

০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:০৫

সঞ্জিব বলেছেন: google থিক্কা...

৫| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:০৪

রন্টি চৌধুরী বলেছেন: আপনাকে একটা গোপন খবর দেই। শামসুদ্দিন নওয়ার বলতে আসলে কেউ নেই। এটা রকিবহাসানেরই একটা ছদ্দনাম। রকিব হাসান সেবার চাকরি ছেড়ে দিয়ে যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে অন্য প্রকাশনীতে নিজনামে লিখতে শুরু করলেন তখন সঙ্গত কারনে সেবাতে আর নিজ নামে লেখা সম্ভব হয় নি। তাই তার শামসুদ্দিন নওয়াব নামে লেখা।


জানেন কি গোয়েন্দা রাজু সিরিজ ও রকিব হাসানেরই লেখা?

০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:১১

সঞ্জিব বলেছেন: রাজু সিরিজ রকিব হাসানের লেখা যানি।কিন্তু সামসুদ্দিন ই যে রকিব হাসান তা ঠিক না.....

৬| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:১৬

রন্টি চৌধুরী বলেছেন: কে বলল? আমি নিশ্চিত জানি।

৭| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:১৬

শিরোনামহীন বলেছেন: আপনাকে একটা গোপন খবর দেই। শামসুদ্দিন নওয়ার বলতে আসলে কেউ নেই। এটা রকিবহাসানেরই একটা ছদ্দনাম।------------------>


লেখা পড়ে তো বিশ্বাস হয় না :(

৮| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:১৮

রন্টি চৌধুরী বলেছেন: বিশ্বাস না করলে কি করা। কিন্তু কথা সত্যি।

৯| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:২০

রাশেদ বলেছেন: শামসুদ্দীন নওয়াব কাজীদার ছদ্মনাম। জুল্ভার্ন মনে হয় এইনামে লিখছিলেন উনি।

আসলে ওনার নাম দিয়ে অন্যরা লেখে। লেখা পছন্দ হইলে কাজীদা বা অন্য কোন প্রতিষ্ঠিত নামে চলে যায়। মা.রা.র অনেক গল্প কাজীদার নিজের লেখা না। এইটা উনিও স্বীকার করছেন।

১০| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:২১

রাশেদ বলেছেন: শামসুদ্দীন নওয়াব, বিদ্যুৎ মিত্র আরো একটা ছদ্মনাম আছে কাজীদার।

০৪ ঠা জুন, ২০০৮ রাত ৩:৩২

সঞ্জিব বলেছেন: তাই নাকি??

১১| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:২৪

লংকার রাজা বলেছেন: রকিব হাসনের সাথে সেবার ঝামেলা হইল আর সে সেবা ছাইড়া চইলা গেল।শামসুদ্দিন নওয়াব লেখক হিসেবে রকিব হাসনের তুলনাই খুবই খারাপ।বাংলাদেশের একটা কিংবদন্তী সিরিজ নষ্ট হয়ে গেল এভাবেই।

১২| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:২৪

রন্টি চৌধুরী বলেছেন: রাশেদ ঠিকই বলেছে। শামসুদ্দিন নওয়ার নামে কাজীদা প্রথম লিখতেন, পরে মাহবুব হোসেনও লিখেছেন। সবশেষে রকিবহাসান একটানা লিখেছেন এই নামে।

১৩| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:২৬

রন্টি চৌধুরী বলেছেন: সেবার সাথে রকিক হাসানের ঝামেলা নাই। তবে তিনি মাসিক বেতনে চাকরি করতেন, ওটা ছেড়ে দিয়েছেন, আর নিজের নামে মৌলিক লেখা লিখবেন, পত্রিকায় চাকরি করবেন, তাই সেবায় ওই নামে লেখা যাবে না, তাই নওয়াব নামে লিখা। এখনও তিনগোয়েন্দার অধিকাংশ রকিবহাসান লিখেন, তবে চাকরি হিসেবে না, মাঝে মাঝে অন্যেরাও লিখেন, যেমন টিপু কিবরিয়াও কয়েকটা লিখেছিলেন।

০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:৩৭

সঞ্জিব বলেছেন: এখনকার তিন গোয়েন্দাতে যে অতিরিক্ত চরিত্র গুলো দেয়া হয়েছে তা উচিত হয়নি।আর আপনার কথা যদি ঠিকও হয়;তারপরও তো বেশ কিছু গোলমাল বুঝা যায় লেখা পড়লে।কিছু কিছু যায়গাতে তো লেখা পড়লে মনে হয় কোনো ameture লেখকের লেখা.....

১৪| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:৪১

ত্রিভুজ বলেছেন: অনেকদিন তিন গোয়েন্দা পড়া হয়নি... বিশাল ফ্যান ছিলাম একসময়। মাসুদ রানা পড়া শুরু করার পর কেন যেন ভাল লাগেনি... পরে মাসুদ রানার মূল ইংরেজীগুলো পড়া শুরু করার পর ওটাও পড়া ছেড়ে দিয়েছি... এবং সবশেষে থ্রিলার পড়াই ছেড়ে দিলাম.. তাও বহুদিন...!

নেটে তিন গোয়েন্দা পাওয়া যায় শুনেছি.... ডাউনলোড করে দেখতে হবে।

০৪ ঠা জুন, ২০০৮ রাত ১:৫০

সঞ্জিব বলেছেন: হুম্ম...তবে western পড়লে মাসুদ রানার চেয়েও অনেক বেশি রমাঞ্চো পেতেন..

১৫| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ২:১৮

রিয়াজ শাহেদ বলেছেন: এখনকার বইগুলো কেমন তা তো জানিনা, না পড়ে মন্তব্য করা ঠিক হবে না; আর রোমহর্ষক সিরিজের লেখক জাফর চৌধুরীও কিন্তু রকিব হাসানই। সিরিজটা দুর্দান্ত ছিলো, বিশেষ করে যাও এখান থেকে, নরবলি, চরমপত্র, নরখাদকের দেশে, শ্বেতহস্তী বইগুলো অসাধারণ।

০৪ ঠা জুন, ২০০৮ রাত ৩:২৬

সঞ্জিব বলেছেন: পড়ি নাই......পড়ে দেখবো

১৬| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৩:০৩

ত্রিভুজ বলেছেন: western ও পড়া হয়েছে... আসলে সেবা প্রকাশনীর সব বই-ই পড়তাম। মজার বিষয় হচ্ছে western বইগুলো এখনো ভাল লাগে। কয়েকদিন আগেও কয়েকটা western বই ডাউনলোড করেছি.. পড়ার সময় পাচ্ছি না।

১৭| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৩:২২

ওয়ার হিরো বলেছেন: হ ঠিক

০৪ ঠা জুন, ২০০৮ রাত ৩:২৯

সঞ্জিব বলেছেন: ধন্যবাদ....

১৮| ০৪ ঠা জুন, ২০০৮ রাত ৩:২৯

প্রিয়তমা বলেছেন: লেখকের সাথে একমত। কতদিন তিন গোয়েন্দা পড়া হয়না :( !!

০৪ ঠা জুন, ২০০৮ ভোর ৪:০৪

সঞ্জিব বলেছেন: ধন্যবাদ তমা....

১৯| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ৯:৫৫

কাঙ্গাল মুরশিদ বলেছেন: তিন গোয়েন্দার তাহলে এখন এই অবস্থা!!!
একটা সময় ছিল যখন তিনগোয়েন্দা শুধু পড়তামই না বরং গোয়েন্দা হবার স্বপ্নও দেখতাম। সেই সোনালী দিনগুলি কোথায় হারিয়ে গেল - তিন গোয়েন্দা তো নয়ই সেবার বইই পড়া হয় না কত দিন!!

০৫ ই জুন, ২০০৮ রাত ২:৪২

সঞ্জিব বলেছেন: হুম্ম....

২০| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১০:০১

তাজুল ইসলাম মুন্না বলেছেন: একমত.....

২১| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১০:০৮

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমি একটা কাজ করছি। যত তিন গোয়েন্দা পাবো সবগুলোকে একটা শেয়ারিং সাইটে রেখে দেব।

০৫ ই জুন, ২০০৮ রাত ২:৪৩

সঞ্জিব বলেছেন: ভালো হয়....

২২| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১০:০৯

রন্টি চৌধুরী বলেছেন: মুন্নাকে উত্তম ঝাঝা।

২৩| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১০:১০

নাঈম বলেছেন:

২৪| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:২৪

তাজুল ইসলাম মুন্না বলেছেন: জাঝা মানে কি ভাইজান?

২৫| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:২৫

রন্টি চৌধুরী বলেছেন: পুরস্কার টাইপ কিছু।

২৬| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:৩৮

রিয়াজ শাহেদ বলেছেন: মুন্নাকে উত্তম পুরস্কার টাইপ কিছু!

এখনো বইমেলাতে গেলে দেখা যায় সেবার স্টলের সামনেই সবসময় সবচেয়ে বেশি ভীড়।

২৭| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:৫১

তাজুল ইসলাম মুন্না বলেছেন: আপলোড করতাছি। ফোর শেয়ারড্ এ আপলোড করি। ই-স্নিপ্স-এ করতাছি না। ওইখানে প্রোগ্রেস রিপোর্ট দেখায় না আর আপলোড করতে টাইম নেয়। :(

২৮| ০৪ ঠা জুন, ২০০৮ সকাল ১১:৫৯

অক্ষর বলেছেন: ভাবতাছি তিন গোয়েন্দা লেখার দ্বায়িত্ব নিমু কিনা?

০৫ ই জুন, ২০০৮ রাত ২:৪৭

সঞ্জিব বলেছেন: নেন, হেল্প লাগলে বইলেন.......

২৯| ০৮ ই জুন, ২০০৮ সকাল ৯:১৬

তানজু রাহমান বলেছেন: কুকুরখেকো ডাইনীর পর থেকেই বইগুলা যাচ্ছেতাই হওয়া শুরু করল! আপনাদের মনে আছে কি না জানিনা...নিউজপ্রিন্ট বন্ধ করে যখন ঐ পাতলা সাদা কাগজ দিয়া বানানো শুরু করল, তখন থেকেই অধঃপতন হচ্ছে।

৩০| ০৮ ই জুন, ২০০৮ সকাল ৯:১৭

তানজু রাহমান বলেছেন: মুন্না ভাইরে প্লাস!

৩১| ২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৩২

অতিথি_পথিক_মানুষ বলেছেন: ৪০-৪২ ভলিউমের পর থেইকা ভূত-ফুত দিয়া ১২টা বাজাইছে ৷একটা ভলিউম পইরা মিজাজ খারাপ হইছে ৷ওইটাতে কিছোর পাছারে ছছারে কইরা অন্য গরোহে লয়া যায় ওর যনমোদিনে ৷X((

৩২| ২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৪৬

আরিফ থেকে আনা বলেছেন: হ ঠিক কইচ অতিথি, আরেক ফালতু হইচিল স্পাইডারম্যান। বাস্তব থেকে অনেক দুরে নিয়ে গেল।

৩৩| ২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৪৭

আরিফ থেকে আনা বলেছেন: স্পাইডারম্যান = তিন গোয়েন্দা সিরিজের বই

৩৪| ২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০৪

একজন ব্লগার বলেছেন: আহারে, সেইসব দিন্গুলা! স্মূতি তুমি বদনা!:(


টিপু কিবরিয়া আবার ৩ গোয়েনদাও লিখে নাকি? তার হরর সিরিজ পড়েছিলাম কদিন। পরে বুঝতে পেরেছি, শুধু শুধু টাকা আর সময়গুলা নষ্ট করেছিলাম।@রন্টিদা।

৩৫| ২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৪

উল্কা বলেছেন: তিন গোয়েন্দা সিরিজের বই গুলোর মধ্যে সবচেয়ে ভাল কোনটা। এক টা জরিপ হইলে খারাপ হয় না!!

৩৬| ২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৫০

আরিফ থেকে আনা বলেছেন: @ উষ্কা, জরিপ একটা হইসিল। কোন এক ব্লগার করসিল।

৩৭| ২৪ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

কঁাকন বলেছেন: লিখা পড়ে তো সা:ন: রে রকিব হাসান মনে হয় না
তিন গোয়েন্দায় হরর ঢুকাইয়াই বারোটা বাজাইছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.