![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম নিয়ে গবেষনা করি। ধর্মের আবেদন খুজে বের করার চেষ্টা করি।
মুক্তমনা ব্লগে অভিজিৎরা আসলে কি লিখতো ? কেন অভিজিৎকে এভাবে খুন হতে হলো ? ধর্মে যদি ভুল বা খারাপ কিছু থাকে তাহলে তা ধরিয়ে দিলে সমস্যা কি ? আর যদি ভুল না থাকে তবে তার যুক্তি খন্ডন হলো না কেন ? – ব্লগার খুন নিয়ে যখন সারা দেশে আলোচনা তখন এরকমই অনেক প্রশ্ন থেকে মুক্তমনা ব্লগসহ নাস্তিকদের অনান্য ব্লগ পড়া এবং তাদের লেকচার শোনা শুরু করেছিলাম এবং এখনও মাঝেমধ্যে শুনি।
চলুন দেখি অভিজিৎ আসলে কি লেখতো -
অভিজিৎ রায় তার মুক্তমনা ব্লগে “বিশ্বাসের ভাইরাস” নামক একটি আর্টিকেল প্রকাশ করে।(এখনও আছে)। সেখানে সে লিখেছে সন্ত্রাসবাদ করে, বোমা মেরে শহীদ হতে পারলে আল্লাহ পুরষ্কার দিবেন, পবিত্র কুরআন এর রেফারেন্স দিয়েছেন ৫৫ নং সূরার ৫৬ নং আয়াত। এবার কুরআন খুলুন ৫৬ নং আয়াত পুরষ্কারের কথা ঠিকই আছে তবে সেটা শহীদ হওয়ার জন্য নয়, কুরআনে আছে “যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্যে রয়েছে দু’টি উদ্যান।”(৫৫:৪৬)। এভাবে ৪৬ থেকে ৫৬ আয়াত পর্য়ন্ত পুরষ্কারের কথা আছে এবং সেটা কেন? ৪৬ নং আয়েতে আল্লাহ বলে দিলেন - “যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে”
দেখুন পবিত্র কুরআনে কি আছে আর অভিজিৎ কি লিখেছে। সে আরও লিখেছে -
“জিহাদীরা ইহুদি, কাফের নাসারাদের হত্যা করে ‘শহীদ’ হতে কার্পন্যবোধ করে না।” আমরা বলতে চাই- কোথায় ? সারা বিশ্বে কি ইহুদি দ্বারাই মুসলিম নিধন চলছে না? আর মায়ানমারের বৌদ্ধদের দ্বারা মুসলিম নিধনতো সবারই জানা।
আবার সে বোঝাতে চেয়েছেন ইসলামে স্বামীর নির্দ্বিধায় তালাকের অধিকার আছে, দাস-দাসী উপভোগের অধিকার আছে, কোথায় আছে এসব? অভিজিৎ কোনো রেফারেন্স দেয় নি। কি জঘন্য মিথ্যাচার। এরকম আরো অনেক মিথ্যাচার তার লেখাই পাওয়া যায়।
আবার তিনি প্রসঙ্গ ছাড়া কুরআনের আয়াত নিযে এসে সেটার অপব্যাখ্যা করেছেন। যে কেউ কুরআন খুললেই বুঝতে পারবে। তিনি মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আগাছা বলেছেন ইত্যাদি ইত্যাদি।
তাকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা সেটা সমর্থন করছি না বা ইসলামও করে না। তার শিষ্যরা বলে থাকে লেখার জবাব লেখার মাধ্যমে দিতে না পেরে তাকে হত্যা করেছে। তারা যদি মিথ্যাচার না করে, বিদ্বেষ মনোভব ত্যাগ করে, নিরপেক্ষ দৃষ্টিতে, শালীন ভাষায় লিখতো তাহলে আমার মনে হয় লেখার জবাব লেখাতেই আসতো এবং আসছে। আরএকটা কথা বলা প্রয়োজন, অনান্য যে ব্লগাররা খুন হয়েছে তাদের লেখার স্টাইলও ঠিক এই অভিজিৎ এর মতই।
মিডিয়ায় প্রচার হয়েছি্যেলা সে বিজ্ঞান লেখক। হাসি আসে, তার বিজ্ঞান ব্যাখ্যা দেখলে, সে বিজ্ঞানের কিছু থিওরি অনুমান বর্ণনা করে(অন্যের বই থেকে) সেটাকে ১০০% প্রমানতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। যাক সেদিকে যাবার প্রয়োজন নেই।
সত্যি কথা বলতে অভিজিৎসহ অনান্য মুক্তমনারা মুক্তবুদ্ধির নামে খুবই খারাপ ভাষায় ইসলাম ধর্মের সমালোচনা এবং ভুল ব্যাখ্যা করে থাকে। ধর্মের ভুল ধরা আর সমালোচনা করা এক জিনিস না। ধরে নিলাম ধর্মের কোনো একটা বিষয় আপনার অপছন্দ তাই বলেতো আর সেই ধর্ম ভুল প্রমানিত হয় না।
©somewhere in net ltd.