নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম নিয়ে গবেষনা করি। ধর্মের আবেদন খুজে বের করার চেষ্টা করি।মোঃ আরফীন ইসলাম​[email protected]

আরফীন ইসলাম

ধর্ম নিয়ে গবেষনা করি। ধর্মের আবেদন খুজে বের করার চেষ্টা করি।

আরফীন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সময় !

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

সময় নিয়ে কত কথাইতো আমার জানি , যেমন - সময় এবং সময়ের স্রোত অপেক্ষা করেনা.. ইত্যাদি। মানুষের জীবনে সময়ের সঠিক ব্যবহার অনেক গুরুত্বপূর্ন, সময়কে ধরে রাখা যায় না, সময়ের প্রভাব পড়বেই।

‘‘কসম সময়ের,
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে..” (কুরআন, ১০৩:১-৩)
কি বিষ্ময়কর আয়াত ! সময় গুরুত্ব বোঝানোর জন্য সৃষ্টিকর্তা সরাসরি সময়ের কসম বা শপথ করলেন এবং বললেন - কসম সময়ের, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে.., কি বিষ্ময়কর কথা !
যেন তিনি বললেন , ও হে তুমি সময় অপচয় করছো? তুমি নিজের মহা ক্ষতি করে চলেছো। এবং তুমি জেনে রাখো যারা প্রতিটা সময় কর্ম করে চলেছে এবং সেটা অবশ্যই ভালো কর্ম তারা কিন্তু ক্ষতির মধ্যে নেই, অবশ্য কুরআন এখানে সৎকর্মের সাথে বিশ্বাস জুড়ে দিয়েছে যা কুরআনের বাণীকে অনন্য করেছে।

কুরআন যদি মানুষের রচনা হতো তাহলে কথাগুলো কখনই এভাবে আসতো না। এখানে সময়ের স্রষ্টা সময়ের কসম করলেন। বিষ্ময়কর। এই সময়ের শপথ করে এবং কর্মের সঙ্গে বিশ্বাসের বিষয়টি জুড়ে দিয়ে পুরো বক্তব্যটিকে বহুমাত্রীক ও বৈচিত্রময় করা হয়েছে। আলোচানা ও গবেষনার সুযোগ তৈরি হয়েছে।
কুরআন মানুষের রচনা নয় - এটা বোঝা যাবে যদি কোনো মানব রচনায় কুরআনের বাণীভঙ্গি, রচনারীতি পরিলক্ষিত না হয়। কুরআন এর ক্ষেত্রে সবসময় সেটাই দেখা যায়। পবিত্র কুরআন এই পরীক্ষায় শতভাগ উত্তীর্ন।

#এ এক অনন্য গ্রন্থ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.