![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যের একজন ছাত্র & ফিল্ম খোর। গল্প পড়তে & গল্প বানাতে ভীষণ ভালোবাসি।
সুবে সাদিকের অপেক্ষায়,
একটি আত্মা, যে আত্মায় পাপের মূর্ছনায় ভরপুর।
চায় দেখা পেতে সুবহে সাদিকের।
কলুষিত মন অতৃপ্ত, চায় তৃপ্ত হতে।
চায় শান্তির ফোয়ারা,
পায়রা বকুলের মতো উড়তে।
এমন আপ্যায়নের সম্মানিত হতে চায়,
যে আপ্যায়ন সুরক্ষিত মুক্তার মত,
এমন টগবগে তরুণ এর সেবা,
কদর করিতে থাকিবে সর্বদা অবিরত।
এমন তৃষিত হৃদয়ের,
খাদ্য ও পানীয় চায়।
যা পরিবেশিত হবে পাত্রে রৌপ্য,
স্ফটিকের মত স্বচ্ছ পানীয় দীপ্ত।
সবুজ মসনদ খচিত জহরত,
বিরল অতি উত্তম আসন।
গালিচার গায় অধিষ্ঠিত
আমি, চাই তেমন রাজ্যের মতন।
চায় এমন শরাব নহর।
কাওছার জান্নাতের প্রবাহিত নদী,
যার উভয় তীর নির্মিত স্বর্ণে।
"সালসাবিল’ ‘কাফূর’ ঝর্নার নহর।
কাওছার পানি প্রবাহিত মণি-মুক্তার উপর।
মিশক অপেক্ষা সুগন্ধিময়,
মধু অপেক্ষা অধিক মিষ্টময়
বরফের চেয়েও অধিক শুভ্র'রয়।
চায় জান্নাতের সর্বোৎকৃষ্ট পানি"তাসনিম"
"রাহীক্বের" আদলে অমীয় শরাবে তামিম।
চায় এমন সঙ্গিনীর আভা,
জান্নাতি হুর "য়ুরুবান আতরবা"।
লোচন যাহার মনি মুক্তায় ছোঁয়া,
মোতির মত শুভ্র স্বচ্ছের মায়া ।
২| ০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৪
এ আর হৃদয় বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০
মোস্তফা সোহেল বলেছেন: সামুতে আপনাকে স্বাগতম।
কবিতা মোটামুটি লাগল।আশা করি সামনে আরও ভাল হবে।