নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ দ্যা ভলকানো

সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে প্রতিনিয়ত আমার ব্যবহার সর্বশ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যাওয়ার যুদ্ধে যুদ্ধরত এক সৈনিক ......

আরিফ দ্যা ভলকানো › বিস্তারিত পোস্টঃ

আমার অতি প্রিয় একজন মানুষ হমায়ুন আহমেদ . তাকে নিয়ে লিখা আমার একটা কবিতা দিয়া ই সামু তে আমার লেখার যাত্রা শুরু করছি .....

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০২

ময়ুরাক্ষীর তীরে আজ হিমু কাঁদে বসে একা

তেতুল বনে আনিস খুঁজে পায় না জোসনার দেখা

মিসির আলীর চশমার ফাকে হানে না কঠিন দৃষ্টি

থেমে গেছে আজ টিনের চলে ঝমঝমানো বৃষ্টি

বসন্তের দিন চলে যায় তবু ভুলতে পারিনা তোমায়

নিস্পাপ চোখে অবাক বিস্ময়ে শুভ্র আর নাহি চায়

মৃন্ময়ীর আজ মন ভালো নেই কেন সে জানে না

নীল্ পদ্মের প্রত্যাশায় আজ মারিয়া কাঁদে না

কাঁধছে তিথি জানে না সে কোথায় আছে নীল তোয়ালে খানি

একি বিস্ময় আজ আঙ্গুল কাটা জগলুর চোখে পানি

বিষ্যুদ বারে মুহিব যে আর মিথ্যা বলে না

হাওয়া ম্যায় উরতা গান যে আর কোথাও চলে না

ফাসির কাষ্ঠে দাড়িয়ে বাকের ভাবে না মরার কথা

কোথাও কেউ নেই কেমনে মুনা সইবে এত ব্যাথা

দিঘির জলে বিষন্ন নয়নে কার ছায়া যায় দেখা

আসমানীরা তিন বোন কেন কাঁদছে একা একা

গৌরীপুর জংশনে দেখো বিষন্নতার ছায়া

উড়াল পঙ্খী উড়ে যায় রেখে অচিনপুরের মায়া

পায়ের তলায় খড়ম পরে সবাই গেছে বনে

মাজেদা খালা কাঁদছে কেন শ্রাবণ মেঘের দিনে

অপেক্ষার সুপ্রভা আজ অভিমানে গেল মরে

মধ্যান্হের লিলুয়া বাতাসে লীলাবতীরে ঝাকিয়া ধরে

মেঘ বলছে যাব যাব আজ তিতলির মত করে

চিত্রলেখা একাকী কাঁদে হাসান কে দেখার ও পরে

হিমু আজ রিমান্ডে আছে শন্খনীল কারাগারে

ম্যাজিক মুন্সী পায়নাকো তরী দেবীরে পারাপারে

আগুনের পরশমনিতে বদি দিয়েছে জান

অমানুষের হাতে গেছে ইরতাজুদ্দিন কাসেমপুরীর প্রাণ

জোসনা আর জননীর গল্পে বাঙালির রণহুঙ্কার

তোমার কলম গর্জেছিল বলে বাচবিনা তুই রাজাকার

মাতাল হাওয়ার এই সব দিন রাত্রিতে ছিল তোমার বড় প্রয়োজন

বড় অসময়ে চলে গেলে তুমি একা করে হুমায়ুন

নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নের নয়নে

চির নিদ্রায় শান্তিতে থাক তুমি অন্তিম শয়নে .



১৯শে জুলাই ,২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.