![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন পেছানো হচ্ছে। আগামী ১ জানুয়ারি এ মেলা শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১১ জানুয়ারি মেলা শুরু হতে পারে।
সম্প্রতি রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ১০ দিন পিছিয়ে মেলা শুরুর প্রস্তাব দেয় বাণিজ্য মন্ত্রণালয়কে। এরই পরিপ্রেক্ষিতে আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১১ জানুয়ারি মেলা শুরু সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর মেলা শুরুর নতুন তারিখ ঘোষণা করবে ইপিবি। প্রধানমন্ত্রীর কাছে বিকল্প কয়েকটি তারিখও উপস্থাপনের কথা রয়েছে। তবে ১১ জানুয়ারি মেলা শুরুর সম্ভাবনাই বেশি।
ইপিবি সূত্র জানায়, বেশ কিছু যৌক্তিক কারণে বাণিজ্য মেলা পেছানো হচ্ছে। টানা হরতাল ও অবরোধের কারণে মেলার স্টলসহ আনুষঙ্গিক প্রস্তুতি এখনো শেষ হয়নি। তাছাড়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে মেলা শুরু হলে আশানুরূপ সাড়া পাওয়া যাবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ কারণে অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মেলা উদ্বোধন পেছানোর দাবি জানান।
এদিকে আগামী ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ অবস্থায় ১ জানুয়ারি মেলা শুরু হলে প্রথম সপ্তাহ দর্শনার্থী ও ক্রেতা সংকটে পড়তে হবে বলে মনে করছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এছাড়া বাণিজ্য মেলা প্রাঙ্গণের পাশেই নির্বাচন কমিশন কার্যালয়। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকায় সেখানে ব্যাপক জনসমাগম সম্ভব নয় বলে মনে করছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। মেলা পেছানোর ক্ষেত্রে এটিও একটি কারণ বলে মনে করছে ইপিবি।
বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রতিবারের মতো এবারো উত্সবমুখরভাবে বাণিজ্য মেলা শুরু করার জন্য ১০ দিন পিছিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শনার্থীরা নিঃসংকোচে মেলায় এসে কেনাকাটা করতে পারবেন।
এদিকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে দিন-রাত চলছে নির্মাণকাজ। অবরোধের কারণে স্টলসহ মেলার অবকাঠামো নির্মাণ ব্যাহত হচ্ছে। স্টল নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ সঠিক সময়ে মেলা প্রাঙ্গণে আনা যাচ্ছে না। এ অবস্থায় স্টল নির্মাণকারী একাধিক সাব-কনট্রাক্ট প্রতিষ্ঠান ইপিবিসহ সংশ্লিষ্ট দফতরে মেলা ১০ দিন পিছিয়ে দেয়ার আবেদন জানিয়েছে।
আমাদের সাইট লটহাট ভিজিট করার আমন্ত্রন রইল
সুত্রঃ Click This Link
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
আরিফ আহমেদ বলেছেন: Welcome
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
নিজাম বলেছেন: তথ্য জানানোর জন্য ধন্যবাদ।