![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু শেয়ার কিনতে চাচ্ছি কিন্তু অবিবেচিকের মত নয়। শেয়ার কেনার আগে আমার জানার দরকার কোন শেয়ারের রেকর্ড ডেট কবে। এমন কি কোন সাইট বা লিঙ্ক আছে যেখান থেকে আমি জানতে পারব।
আর ভাল কথা কোন শেয়ারের ঝুকি সব চেয়ে কম জানাবেন।
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০০
আরিফ আহমেদ বলেছেন: রাজ্ু দাশ অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য।
আচ্ছা সবাইতো শুনি শেয়ার মার্কেটে লস করে তাহলে লাভ করে কে?
ভাল থাকবেন ভাই।
২| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২
শাহ আজিজ বলেছেন: http://www. dsebd.org/CompAGM& Record Date. php
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০২
আরিফ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০১
দুষ্টু ছোড়া বলেছেন: শেয়ার ব্যবসার ক্ষেত্রে কোন কোম্পানীর শেয়ার কিনতে হলে বা বেচতে চাইলে তার অনেকগুলো ফ্যাক্টর/ক্রাইটেরিয়া আছে। এ ব্যাপারে আপনার নিজস্ব পদ্ধতির সাথে আরেকজনেরটা নাও মিলতে পারে।
আপনি যেভাবে তথ্য এবং পরামর্শ চাইছেন (তাও আবার সামুতে) তাতে মনে হয় ব্যবসা শুরুর আগে আপনার আরো অনেক কিছু জানা-শেখা প্রয়োজন।
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭
আরিফ আহমেদ বলেছেন: দুষ্টু ছোড়া, আপনাকে প্রথমে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।
ভাই কোম্পানির বিগত সালে প্রদত্ত ডিভিডেন্ট, পি ই রেশিও, বিগত ২ বছরের সর্বোচ্চ ও সর্বোনিন্ম মূল্য, ক্যাটাগরির সাথে আর কি কি দেখতে হবে?
আপনার পরামর্শের অপেক্ষায় রইলাম......
৪| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
১। www.dsebd.org/CompAGM&RecordDate.php
২। www.stockbangladesh.com
এই দুটি ওয়েব সাইট দেখতে পারেন। অনেকটা উপকৃত হবেন।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
আরিফ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৮
রাজ্ু দাশ বলেছেন: আপনি এই সাইটটাতে ঢুকলে সব তথ্য পাবেন http://www.dsebd.org। এছাড়া ফেবুতে শেয়ার বাজার ভিত্তিক অনেকগুলো পেইজ আছে, ওইখানে সব তথ্য পাবেন। শেয়ারবাজারে আপনার পথচলা শুভ হোক, সাবধান থাকবেন, রিউমারে কান দিবেন না, সুচিন্তিত সিদ্ধান্ত নিবেন। ধন্যবাদ।