![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের মা, বোন ও মেয়েদের প্রতিদিন ইন্ডিয়ান সিরিয়াল না দেখলে পেটের ভাত হজম হয় না। প্রতিদিন বেশ কয়েক ঘন্টা ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে ইন্ডিয়ান পোশাক, পণ্য ও কালচারের আসক্ত হয়ে পরেছে তারা। দেশীয় ভাল মানের পোশাক আজ তাদের মনে স্থান পায় না, স্থান পায় ইন্ডিয়ান সিরিয়ালে নায়িকার পরিহিত পোশাক।
মার্কেটিং কনসেপ্ট বলে " মানুষকে বার বার কোন পণ্যকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এবং কৌশলে দেখালে সে তা পছন্দ করে ফেলে।" আর এই কাজটাই করা হয়েছে ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকা পাখিকে দিয়ে যার ফলাফল আমরা হাতে নাতে পাচ্ছি এখন আমাদের ঈদ মার্কেটে।
ইন্ডিয়ান সিরিয়ালের বেজন্মা ফলাফল বাংলাদেশের ঈদের মার্কেটে ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকা পাখির পরিহিত ড্রেসের আকাশ ছোয়া জনপ্রিয়তা ও চাহিদা আর দেশীয় পোশাকের মহামন্দা বাজার। বুটিক হাউজ গুলোর হতাশা।
কে এই পাখি? অন্য একটি ব্লগ থেকে নেওয়া ছবিটি
আতকে ওঠার মত খবর পাখি ড্রেস না পেয়ে কিশোরীর আত্মহত্যা
দেশীয় ভাল মানের পোশাক মার খাচ্ছে পাখি ড্রেসের কাছে। ফলাফল, এদেশের ব্যবসায়ীদের বেহাল দশা।
২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৬
আরিফ আহমেদ বলেছেন: পাখি ড্রেসের জন্য পাগল
৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৭
হরিণা-১৯৭১ বলেছেন: বাংলাদেশের বেশীর মেয়ের মগজ পাখীর মগজের সমান; স্বামীরা ঘুমাচ্ছে বেশী?
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৭
আরিফ আহমেদ বলেছেন: ১০০%
৪| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৭
আরিফ আহমেদ বলেছেন: ফরিদপুরে শীর্ষে পাখি ড্রেস
৫| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৮
৬| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:১১
কলাবাগান১ বলেছেন: বস্তাপচা সিরিয়াল দেখার এত সময় পায় কই? জীবনে কোনদিন আমাদের বাসায় হিন্দী কিছু চলে নাই, তাতে কি জীবন চলে যাচ্ছে না??
আর সিরিয়াল কি খালি বাংলাদেশের জন্য বানায় যে বাজার দখল করার জন্য... সবখানেই কন্সপিরিসী থিয়োরি
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১:১৪
আরিফ আহমেদ বলেছেন: কলাবাগান১ সেটাতো দাদারাই বলতে পারবে ভাই। বাসায় কয়েক দিন সিরিয়াল চালিয়ে দেখলেই টের পাবেন।
৭| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৩
সোহানী বলেছেন: ধিক্ আমাদের সরকারের !!! যারা দিনের পর দিন আমাদের এতো আত্বনাদের পর ও হিন্দি চ্যানেল প্রচার অব্যাহত রেখেছে।
ধিক্ আমাদের !!! যারা দিন রাত এইসব কুটিল/বস্তাপচাঁ/ষড়যন্ত্রী/হিংসুটে মানসিকতার সিরিয়াল দেখি।
ধিক্ আমাদের বুদ্ধিজীবিদের !!! যারা নিজেদের স্বার্থ বা দু'চার পয়সা নজরানার জন্য দেশীয় সংস্কৃতি ধ্বংস করছে।
ধিক্ আমাদের শিক্ষিত সমাজের !!! যারা জেনেও এ ধরনের সিরিয়ালের আসক্ত ও নিজের সন্তানদের ও আসক্ত করছে দিনে পর দিন।
ধন্যবাদ লিখাটির জন্য।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৮
আরিফ আহমেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৮| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৯
গোধুলী রঙ বলেছেন: পোলাপাইন নষ্ট হয়ে যাচ্ছে বলে ডোরেমন চ্যানেল বাদ দিলো। সহজেই পারলো কারন এইটার দর্শক ততটা বিস্তৃত না যতটা সিরিয়ালের দর্শক। আর সিরিয়াল বাদ দিলে তো এলাকার পাতি নেতাদের ইনকাম/ভোট/সাপোর্ট লাটে উঠবে সেই সাথে আলগা দাদাপ্রীতি তো আছেই।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৯
আরিফ আহমেদ বলেছেন: দাদা প্রীতি করতে যেয়ে যেঁ দেশের বাজারটাই চলে যাচ্ছে ভারতের হাতে
৯| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৮
রাজিব বলেছেন: যারা দিন রাত ২৪ ঘণ্টা গালি দিয়ে তারপর ভারতের জিনিস কেনেন তারা যদি দিনে মাত্র ১ ঘণ্টা সময় দিতেন বাংলাদেশের পন্যকে প্রমোট করার জন্য তাহলে আমাদের দেশে একটা ছোট খাট নয় বরং বড় ধরনের বিপ্লব ঘটে যেত এতদিনে।
মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এখন ব্লগ, ফেইসবুক আর ইউটিউবের যুগ। ভারতের সিরিয়ালের সঙ্গে পাল্লা দিতে পারি না পারি ব্লগ, ফেইসবুক আর ইউটিউবকে তো কাজে লাগানোর চেষ্টা করতে পারি।
বাংলাদেশী ফ্যাশন হাউজকেও কিছুটা মূল্যছাড় দিয়ে এগিয়ে আসতে হবে। আর সবার আগে দরকার বড় একটা ফেইসবুক গ্রুপ, ইউটিউব গ্রুপ, সামু গ্রুপ যারা ডেডিকেটেড ভাবে বাংলাদেশের পন্যকে প্রমোট করবে। বাংলাদেশের পোশাকের ছবি তুলে আপলোড করবে, ভিডিও দেবে, বাংলাতে লিখবে ইংরেজিতে অনুবাদ করবে। ফেইসবুকে লাইকের বন্যায় ভাসিয়ে দেবে, ইউটিউবে ১০ লাখ বার দেখবে।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:১১
আরিফ আহমেদ বলেছেন: সবার আগে দরকার বড় একটা ফেইসবুক গ্রুপ, ইউটিউব গ্রুপ, সামু গ্রুপ যারা ডেডিকেটেড ভাবে বাংলাদেশের পন্যকে প্রমোট করবে। বাংলাদেশের পোশাকের ছবি তুলে আপলোড করবে, ভিডিও দেবে, বাংলাতে লিখবে ইংরেজিতে অনুবাদ করবে। ফেইসবুকে লাইকের বন্যায় ভাসিয়ে দেবে, ইউটিউবে ১০ লাখ বার দেখবে।
১০০ ভাগ সহমত
১০| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩
রাজিব বলেছেন: আপনি পাখির ছবি না দিয়ে এবং অন্য একটি ব্লগের কে এই পাখি খবরের লিংক না দিয়ে তো বাংলাদেশের পোশাকের ১ টা ১০ টি ছবি দিতে পারতেন। বাংলাদেশের কোন নায়িকার বা মডেলের নাম দিয়ে বলতে পারতেন কে এই মডেল বা নায়িকা। এভাবেই পাখিদের আরও জনপ্রিয় করছেন আপনারা। পাখিদের নিয়ে এত মাতামাতি করার কি আছে। সে কি ক্যাটরিনা কাইফ না প্রিয়াঙ্কা চোপড়া যে তার ছবি দিয়ে সে কে আমাদের জানতে হবে।
নিজের দেশের কাপড়ের ছবি দিন। নিজের দেশের নায়িকা সম্পর্কে জানান।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৪
আরিফ আহমেদ বলেছেন: ঠিক কথা বলেছেন। পরের বার ব্যাপারটা মাথায় রাখবো । অনেক সূক্ষ একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ রাজিব ভাই
১১| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৪
আমি ইহতিব বলেছেন: এই জন্যই বাঙ্গালীকে হুজুগে বাঙ্গালী বলে।
ভারতীয় বাংলা সিরিয়াল দেখিনা। মাঝে মাঝে ওদের গানের অনুষ্ঠানগুলো দেখা হয়।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৬
আরিফ আহমেদ বলেছেন: আমি তাও দেখিনা। বাড়িতে টিভির রিমোটে ১ থেকে ১৫ নাম্বার পর্যন্ত সব দেশীয় বাংলা চ্যানেল সাজিয়ে রেখেছি। বাড়ির লোকজন আগে যাও ভারতীয় চ্যানেল দেখতো এখন আর তাও দ্যাখে না
১২| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩
আদম_ বলেছেন: আগের নিজেদের দোষ দেখা উচিত। ভারতীয়রা তো আমাদের জোর করে টিভির সামনে নিয়ে বসায় না। এগুলা যারা দেখে তাদের মগজ বলে যে কিছু আছে কিনা তা আমার সন্দেহ।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:২১
আরিফ আহমেদ বলেছেন: এগুলা যারা দেখে তাদের মগজ বলে যে কিছু আছে কিনা তা আমার সন্দেহ।
১০০ ভাগ ঠিক কথা
১৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
কালীদাস বলেছেন: স্যরি, দোষটা পুরাপুরি ইন্ডিয়ান বা**গুলার না এক্ষেত্রে। নিজেদের চ্যানেলগুলার এমন বেহাল দশা কেন হবে যে ঐ **ছা* সিরিয়াল নিয়ে মানুষ পড়ে থাকবে? আজ থেকে ২০বছর আগে যখন সপ্তাহে একটা নাটক দেখাত, সারাটা দেশ নীরব হয়ে সেটাই দেখত আর সপ্তাহ ভরে সেটার কথাই আলোচনা করত...সারা দিন বা* দেখলে রুচি তো **-এর মতই হবে।
হারামীগুলা নিজেদের দেশে আমাদের চ্যানেলগুলার এন্ট্রী দেয় না, তাও বছরের পর বছর আমরা ওদেরগুলার পারমিশন দিয়ে রাখছি। এটা তো গোড়াতেই নিজেদের ** উদাম করে রাখার মত জিনিষ হচ্ছে।
বনানীতে প্রায়ই দেখি হিন্দীতে কথা কথা বলতে বলতে হিন্দুস্তানীদের হাঁটতে, আমাদের লোকজনরেও দেখি ভালই রিপ্লাই দেয়। চটকানা মেরে কান ফাটিয়ে দেয় উচিত যেখানে সেখানে এরকম সুন্দর করে ঐ ভাষাতেই রিপ্লাই দিলে আর কি হবে??
২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:০১
আরিফ আহমেদ বলেছেন: চটকানা মেরে কান ফাটিয়ে দেয় উচিত যেখানে সেখানে এরকম সুন্দর করে ঐ ভাষাতেই রিপ্লাই দিলে আর কি হবে??
সহমত আপনার সাথে।
আমি হিন্দি ও উর্দু দুইটাই পারি কিন্তু পাকিস্তানি ও ভারতীয়দের নিকট বিনয়ের সাথে বলি আমি শুধু মাত্র বাংলা ও ইংলিশ জানি।
১৪| ২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৮
নষ্ট অবতার বলেছেন: ভালো লিখেছেন । ভারতীয় চ্যানেলের কুফল নিয়ে একমত । তবে একটা তথ্য যোগ করতে চাই, বাংলাদেশের বাজারে যেসব পাখি ড্রেস এখন পাওয়া যাচ্ছে তার বেশির ভাগই বাংলাদেশেই তৈরী স্থানীয়ভাবে, আমাদের এলাকাতেই প্রচুর কারখানাতে এগুলো বানানো হচ্চে । অভিজাত শপিং মলেও বাংলাদেশী পাখি রিয়েল ইন্ডিয়ান পাখি বলে বিক্রি হচ্ছে ।
২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৭
আরিফ আহমেদ বলেছেন: জেনে ভাল লাগলো কিন্তু তাতেও তো ক্ষতি। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৫
আরিফ আহমেদ বলেছেন: ঈদে "পাখি ড্রেস " কিনে না দেয়ার খুলনার পাইকগাছার গদাইপুর গ্রামের এক মহিলা তার স্বামীকে তালাক দিয়েছে