নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আরাফাত রুশো

[email protected]

আরিফ আরাফাত রুশো › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত শৈশব

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১১



অনেকেই বলেন শৈশবকাল নাকি মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়।এ সময় যে আনন্দ,সুখ,শান্তি,নিরাপত্তা তা নাকি অন্য কোন সময় আর পাওয়া যায়না।সে জন্যই মানুষ বার বার তার ফেলে আসা শৈশবে ফিরে যেতে চায়।কিন্তু আসলেই কি শৈশব এতো সুখের?আমার কিন্তু তা মনে হয় না।কারন শৈশব যদি এতোই সুখের হত তাহলে মানুষের জীবনের সবচেয়ে বেশি অশ্রু শৈশবকালেই কেন বর্ষিত হয়।আপনারা আজ পর্যন্ত কাউকে দেখেছেন যে তার শিশুকালের চেয়ে যৌবন বা বার্ধক্যকালে বেশি কান্না করতে?তাই আমার মনে হয় শৈশবকাল আমরা যতটা সুখের মনে করি আসলে ততটা না।যেহেতু শিশুরা মনের ভাব প্রকাশ করতে পারেনা তাই আমরা বেপারটা জানতে পারিনা। আপনার ও তাই মনে হবে যদি নিচের ছবি গুলো দেখেন।





মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৯

শহুরে আগন্তুক বলেছেন: এই ছবিগুলো তোলাই হয়েছে এসব Expression এর জন্য ।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

আরিফ আরাফাত রুশো বলেছেন: সেটা জানি।

২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৯

শান্তির দেবদূত বলেছেন: ওরে কান্দারে !!

ছবিগুলো মনে হয় পেইন্ট।

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২০

মেংগো পিপোল বলেছেন: যদিও কান্যার ছবি দিয়ে ভরা একটা পোষ্ট তবুও এটা একটা ফান পোষ্ট হিসাবেই নিচ্ছি।

আর যদি সিরিয়াস আলোচনা হয় তাহলে বলবো শৈশবে মানুষ অতি অল্পতে খুশি হয় আবার অতি অল্পতে কাদে। অনেক সময় হাসতে হাসতে কেদে ফেলে। আমার ভাগ্নী সেদিন কান্না করছিলো কেনো ওর আম্ম মশার স্প্রে করলো? মশা গুলো সারা রাত নাখেয়ে থাকবে সেই ভেবে।

আবার এই ভাগ্নীই চরম আনন্দিত হলো একটা সিন্ড্রেলা পেন্সিল পেয়ে।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

আরিফ আরাফাত রুশো বলেছেন: এটা অবশ্যি ফান পোস্ট।

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আর কান্দিস না রে!!!!!!!!!!!

৫| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৯

ভিটামিন সি বলেছেন: এতো কান্দন দেইখ্যা আমারও বাধ ভাইঙ্গা কান্দন আইতাছে। জোয়ারের পানির লাহান দুই চোখ ভাইস্যা যাইতাছে। এই মাত্র টেবিলে পড়ল কিছু; আরে রে সব ফাইলপত্র কান্দনের জোয়ারে ভাইস্যা যাইতাছে।

৬| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

আরজু পনি বলেছেন:

:(

ছবিগুলো দেখে মন খারাপ লাগছে :(

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

আরিফ আরাফাত রুশো বলেছেন: মন খারাপের কিছু নেই আপু,বাচ্চারা কাদেই।বাট ওদের দেখে মনে হয় না ওরা খেতে পায়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.