নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আরাফাত রুশো

[email protected]

আরিফ আরাফাত রুশো › বিস্তারিত পোস্টঃ

বাসায় বানানো মেয়োনেজ -১ বোতল মাত্র ৪০ টাকা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮





সকালের নাস্তায় পাউরুটির সাথে মেয়োনেজ ছোট বড় সবারই প্রিয়।কারন এতে মিষ্টি কম আর পুষ্টিও আছে।কিন্তু সামান্য এক বোতল মেয়ো এর দাম কিন্তু অনেক।ভাল করে খেলে বেশি দিন চলেও না।তাই খুব সহজেই আমরা বানাতে পারি হোম মেড মেয়োনেজ।আমি হঠাত একদিন কোউতুহল বশত বানাতে চেষ্টা করলাম,বানিয়ে আমি নিজেই আশ্চর্য!!! আন-এক্সপেক্টেডলি গুড। যাই হোক এবার আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়োনেজের রেসিপি।তবে আমি নিজে বানাবার সময় যেহেতু ছবি তুলতে পারিনি তাই ইন্টারনেট থেকে কপি করে দিয়েছি। আর হ্যা রান্না শেখার দুইটা পার্ট আছে।

১।রান্নার আসল রেসিপি যেমন উপকরন,প্রনালী।

২।কিছু মিসটেকিং টিপস অর্থাৎ শিখে আসার পর কিছু কমন জিনিস সবার ভুল হয় সেগুলা।



যন্ত্রপাতিঃ ব্লেন্ডার বা এগ বিটার দুইটাতেই হয়।







কিন্তু আমার কাছে ব্লেন্ডার বেশি সুবিধাজনক মনে হয়েছে।



যদি দুইটাই না থাকে তবে হ্যান্ড মিক্সার ও চলবে।





উপকরনঃ



১।ডিম ১টা,

২। ভেজিটেবল ওয়েল ১কাপ(এর মধ্যে ১ টে চামচ সরিষার তেল হবে),

৩।লবন- ১/৪ চাঃ চামচ,

৪।চিনি-১/৪ চাঃচামচ,

৫।সাদা সরিষার গুড়া-১/২ চাঃ চামচ,

৬।ভিনেগার বা লেবুর রস-২ টেঃ চামচ,

৭।গোল মরিচ গুরা-১/২ চাঃচামচ,



প্রথমে একটা বাটি (যদি মিক্সার এ কাজ করি) বা ব্লেন্ডারের জগ( যদি ব্লেন্ডারে কাজ করি)নিয়ে তাতে শুধু তেল বাদে বাকি সব উপকরন ঢালি।

তেল দেয়া যাবেনা।এরপর মেশিন চালু করে তাতে ফোটায় ফোটায় তেল ঢালি,বা আধা চা চামচ করে তেল ঢালি। ভুলেও একবারে তেল ঢালা যাবেনা তাহলে মেয়োনেজ শেষ।



দরকার হলে এটি দিয়ে ঢালতে পারেন।







এভাবে ৭-৮ মিনিট ধরে ব্লেন্ডারে একটু একটু করে তেল ঢালতে থাকি।এভাবেই তৈরী হয়ে যাবে মেয়োনেজ।আর হ্যা,মেয়োনেজ বানানোর সাথে সাথে যদি দেখেন তাহলে দেখা যায় মেয়ো টলটল করছে।কোণ ব্যাপার না,সঙ্গে সঙ্গে দেখলে এমনই লাগে,১০ মিনিট পর দেখুন জমে গেছে।



অবশ্যই তেলের পরিমান কমাবেন না,অনেকে মেয়ো ঘণ হয়না দেখে তেলের পরিমান কমায় ।মনে করে পানি কম দিলে যেমন সস ঘন হয় তেমনি তেল কম দিলে মেয়ো ঘন হবে।এ ধারনা সম্পূর্ন ভুল।বস্তুত মেয়োনেজের ডিমটাকে ঘণ করে তেল।আর একটি ডীমের তেল ধারণ ক্ষমতা ১থেকে পৌনে ১ কাপ তেল।



এই মেয়োনেজ অবশ্যই ফ্রীজে রাখতে হবে।



এতে একটু চীজ দিয়েও দেখতে পারেন।





নেক্সট টাইম আসব আরেকটি রেসিপি নিয়ে। বানিয়ে বলবেন কেমন হল।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন: ভেজিটেবল তেলটা আগে ডীপে রেখে জমিয়ে নেন ।
তারপর চামুচ দিয়ে কেটে কেটে আস্তে আস্তে ডিমে মিশান, ব্লেন্ড করেন ।
খুব ভাল ফল পাবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

আরিফ আরাফাত রুশো বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

কালোপরী বলেছেন: :)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১০

আগুনে পাখি বলেছেন: আমি নিজেও বাসায় বানাই :) অনেক চমৎকার স্বাদ হয় :)

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৭

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আমি বানাতে চাই। এইবার বাসায় গিয়েই বানাবো। থ্যাংকস। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

আরিফ আরাফাত রুশো বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯

পথহারা নাবিক বলেছেন: প্রিয়তে নিলাম!! পরে ট্রাই করব!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

আরিফ আরাফাত রুশো বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

বাগসবানি বলেছেন: মেয়নিজ বানানোর সরঞ্জাম কিনতেই যে খরচ, তাতে ৮/১০টা মেয়োনিজ তো কেনাই যাবে । ;)
তবে মেয়োনিজ স্বাস্থ্যের জন্যে ভাল না । মাত্র ১০০ গ্রাম মেয়োনিজেই ৭০০/৮০০ ক্যালরী থাকে । :(

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

akash3269 বলেছেন: হোম সার্ভিস আছে :P

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

আরিফ আরাফাত রুশো বলেছেন: ধন্যবাদ

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

আরিফ আরাফাত রুশো বলেছেন: ধন্যবাদ

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

জাতির শ্বশুর বলেছেন: প্রিয়তে নিলা...........পরে চেস্টা করবো :D :D :D :#)

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২

আমিনুর রহমান বলেছেন:



প্রিয়তে নিলাম!!

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৩

এহসান সাবির বলেছেন: প্রিয়তে

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

গ্য।গটেম্প বলেছেন: dim to kacha roilo.

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আরিফ আরাফাত রুশো বলেছেন: এই জন্যই তো ফ্রীজে রাখতে হবে।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনারে পিলাচ।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

স্বপনচারিণী বলেছেন: আমি অবশ্যই বানাবো। অনেক উপকার করলেন রেসিপি দিয়ে।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

দারুণ তো !
কাজে আসবে বেশ !

দেখা যাক, সময় করে বানাতে হবে ।






আর মন্তব্য স্কিপ করে জবাব দেয়াটা কেমন যেন লাগে ! :(

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

উড়ন্ত পথিক বলেছেন: ভাল তো, কাজে দিবে...

১৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

বখতিয়ার আহ্‌মেদ বলেছেন: ভেজিটেবল ওয়েল এর বিকল্প হিসেবে সয়াবিন অয়েল কী ব্যাবহার করা যাবে?

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

আরিফ আরাফাত রুশো বলেছেন: অবশ্যি,আমি তাই করেছি

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

মোরশেদ পারভেজ বলেছেন: ভালো পাইলামা। ট্রাই করুম নে।

১৯| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

দৃষ্টিসীমানা বলেছেন: খুব ভাল একটা রেসিপি দিয়েছেন ।ধন্যবাদ ,ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.