নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ শব্দশ্রমিক। শব্দের যোজন বিয়োজনে মনের ভাব প্রকাশে একটু আধটু ছন্দ সৃষ্টির প্রয়াস করি আমি শব্দমিস্ত্রি ।।

শব্দমিস্ত্রি

খুব সাধারণ।

শব্দমিস্ত্রি › বিস্তারিত পোস্টঃ

চলে যাবো হঠাৎ!

১৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৪

প্রতিবেশি ছোট ভাইকে বেঁচে থাকার এক গাদা উপদেশ দিয়ে এসে রাতে বিচানায় শোয়ে নিজেকে পৃথীবির বুকে বড্ড বেমানান মনে হয়।
আত্নহত্যা করাটা খুব কঠিন কিছু নয়,ক'দিন আগে আমাদের হানিফ ভাই চলে গেলেন কিছু রহস্য রেখে। পৃথিবী জোড়ে কোটি কোটি তরুণের ভালোবাসার জায়গা জোড়ে থাকা চেষ্টার বেনিংটন ও চলে গেলেন ঠুক করে।

এলোমেলো ভাবনাগুলো সবসময় তাড়ায় হিমালয়কে। ছোটবেলা থেকে সবার মুখে হিমালয় ড়াক শোনে শোনে নিজেকে হিমালয়ের মতো অটল ভেবে আশা ছেলেটা নিজের অস্তিত্বটাকে ঝাপসা দেখে।আরেকটা সকাল দেখার অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছে!

যখন আমার নাম রাখা হয় হয়তো তখন কোন বাঙালী হিমালয় জয় করেনি। হিমালয়ের মতো উচুঁ কিছু আশা নিয়ে বাবা-মা নাম রেখেছে হিমালয়।অদ্ভুত নাম! কিছুই হলো না।আকাশ ছোঁয়া স্বপ্ন বেয়ে আমি ইন্ছি পরিমানও এগুতে পারিনি।এ সমাজ,সামাজিক ও পারিবারিক সীমাবদ্ধতা আমাকে নিছের দিকে টেনে নিয়ে এসেছে বারবার।
পথকে বিশ্বাস করে হুছট খেয়েছি নিজের উপর আস্তা রেখে উঠে দাড়িয়েছি। নিউরন আর চাপ নিতে পারছে না।এখন শোতে গেলে মনে হয় আজান শোনতে পাই। মানসিক রোগ হয়তো!
দ্রুত শেষ হয়ে যাচ্ছে আজান এরপরই নামাজ শুরু হবে।এ আজান হলো ইকামাত।আজান হয়ে গেছে সে কবেই! জন্মের ঠিক পর।
এরপর বাকি আছে ইকামাত আর নামাজ।
চোখ বন্ধ করলেই শোনি ইকামাত হচ্ছে একটু পরে নামাজ হবে, শেষ নামাজ! সবাই কাতারন্দি হয়ে দাড়িয়েছে শুধু আমি শোয়ে আছি সবার সামনে উত্তর দক্ষিণ হয়ে।
চেতনা ফিরতেই আরও একটি সকাল, সূর্যাস্ত দেখার
অনিশ্চিত আশা বুকে। হয়তো আরেকটা সূর্যাস্ত দেখার আগেই চলে যাবো ঠুক করে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


তাড়াহুড়ো করার দরকার নেই, এখানে অনেক কাজ এখনো বাকী পড়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.