নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ শব্দশ্রমিক। শব্দের যোজন বিয়োজনে মনের ভাব প্রকাশে একটু আধটু ছন্দ সৃষ্টির প্রয়াস করি আমি শব্দমিস্ত্রি ।।

শব্দমিস্ত্রি

খুব সাধারণ।

শব্দমিস্ত্রি › বিস্তারিত পোস্টঃ

মুজিব মানেই বাংলাদেশ!

১৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪২

নির্বোধ ঘাতকরা জানেনা
মৃত্যুতে থামেনা জীবন!
বাংলাদেশের আরেক নাম
শেখ মুজিবুর রহমান।

"তোমার আদর্শ আজো মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখায়।"

ম্যাডাম ইন্দিরা গান্ধী ,ভারত বাংলাদেশের জন্য যা করেছে আজীবন ঋণী থাকবে। কিন্তু একটি স্বাধীন দেশে অন্য দেশের সেনাবাহিনী অবস্থান করলে তার সার্বভৌমত্ব থাকেনা। আপনি কোনদিন বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আর্মি ফিরিয়ে আনবেন বলবেন। তারপর আপনাকে আমরা বাংলাদেশে বেড়িয়ে যাবার দাওয়াত দেব। - বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবত্যনের সময় দিল্লী এয়ারপোর্টে ইন্দিরা গান্ধীকে। এমন কথা বলার হ্যাডম একমাত্র তারই ছিলো।
বাঘ ছিলো বাঘ।

" সকল ধর্ষীত মেয়েদের পিতার নামের জায়গায় আমার নাম বসিয়ে দাও, তাদের বাড়ীর ঠিকানায় আমার বাড়ীর ঠিকানা দিয়ে দাও" এ কথা শুধু পৃথিবীর একজন নেতাই বলেছেন। তিনিই বাংলাদেশ,তিনিই শেখ মুজিবুর রহমান

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


উনি কথার রাজা ছিলেন; আপনিও কথার রাজা

২| ১৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।
সাধারণ মানুষ নিয়ে লিখুন।

৩| ১৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৯

শব্দমিস্ত্রি বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.