![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীরব, নিস্তব্ধ মনোরম পরিবেশ।ঘুমে ঢুলু ঢুলু চোখ। বসন্তের ঝিরঝিরে বাতাস।পশ্চিম আকাশে ফ্যাকাশে একফালি চাঁদ।আলো আঁধারির মাঝে যান্ত্রিক শহরের কোন এক ছাদে দাঁড়িয়ে আছি ।দৃষ্টিসীমায় অন্ধকারমিশ্রিত অনেক বৈদ্যুতিক বাল্ব আর মোবাইলের টাওয়ারের লালবাতি।আরেকটা বিশালাকৃতির আলোর গোলা এই বাল্বগুলির নেতৃত্বের ভূমিকা পালন করছে।শুধু উপরিভাগ চোখে পড়ছে।বোঝাই যাচ্ছে না যে, অনেকগুলো বাল্বের সমন্বয়ে এই গোলাটির সৃষ্টি । অদূরেই।জায়গাটাকে বিমানবন্দর বলে আমরা জানি। খানিকক্ষণ পর পর দু , একটি বিমান ভুমমমম..... শব্দ করে আকাশপথে ছুটে চলছে।বহুল প্রচলিত একটি কথা আছে , বন্দর কখনো ঘুমায় না।হোক সেটা নদীবন্দর বা বিমানবন্দর।উত্তরাতে কিছুদিন থাকার সুবাদে আজ গভীর রজনীতে এই চির সত্যের কিছুটা হলেও উপলব্ধি করছি।আমরা বন্দর নয় বলেই এখন ঘুমুতে যাচ্ছি:-D:-D:-D
©somewhere in net ltd.