![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যশ-খ্যাতির লোভের প্রাচীর ঠাকুরও টপকাতে পারেননি। তার মতো মানুষ নিজেই নাকি নিজের বইয়ের প্রচারণা চালাতেন ।অপরিচিত দোকানে দোকানে গিয়ে নিজের বই তলব করতেন।বই না থাকলে কষে এক ধমক দিয়ে বলতেন 'এতো বড় একজন লেখকের বই নেই তো কী আছে অ্যাঁ'?।যদিও শুরু জীবনে তবুওতো ঠাকুর!যার কাছে সারাবিশ্বের নতশির।কবিগুরু।বিশ্বকবি।রবি ঠাকুর।
সত্যিই, আমি যারপরনেই অবাক!আপনিও হয়ত হবেন...
হ্যাঁ, এই লোভের প্রাচীর টপকিয়েছেন আমাদের প্রাণের কবি,বিদ্রোহী কবি,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।অবিরাম লিখে গেছেন জাতির জন্য, বিশ্বের জন্য,মানবতার জন্য।সম্পূর্ণ নিঃস্বার্থ।শত বাধা উপেক্ষা করে।আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দান করুন।
©somewhere in net ltd.