![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চার সিটি করর্পোরেশনে নির্মম হারের পরও সরকার নিজেদের নানাভাবে নিজেদের সান্তনা দিয়ে আসছিল কিন্তু পঞ্চম বারের মতো হারের পর তারা বুঝতে পারে নিজেদের দুর্বলতা লুকিয়ে লাভ নেই। তারা যে জনগনের আস্থা হারিয়েছে এটা সবার কাছে পরিস্কার। তখন তারা তাদের কথার সুরও পাল্টাতে থাকে এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তি থেকে জনগনের কাছে ভুল সংশোধনের সুযোগ চাওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার কিভাবে এ ভুল গুলি সংশোধন করবে?
=> যেখানে সরকার পদ্মা সেতুর সুস্পষ্ট দুর্নীতি এড়িয়ে যাওয়ায় বিশ্বব্যাঙ্ক সহ দাতা সংস্থা গুলি মুখ ফিরিয়ে নেয়। আর পদ্মা সেতু রয়ে যায় সেই স্বপ্নেতেই।
=> যেখানে শেয়ার বাজার অনবরত ধ্বসেও কোন কার্যকারী পদক্ষেপ না নেয়া তথাপি বড় রকমের কেলেংকারীতে হাজার হাজার পরিবার নিস্ব হয়ে যায়।
=> একদিকে হলমার্ক এর দুর্নীতিতে সরকারের সংশ্লিষ্টতা অন্যদিকে দ্বায় এড়ানোর জন্য প্রতিষ্ঠানটি বন্ধ করে হাজার হাজার মানুষকে বেকার করা।
=> গুটি কয়েক মিডিয়ার মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে (কেনই বা হবে না? মিডিয়া গুলি উদ্দেশ্য প্রনোদিতভাবে হলমার্ক, পদ্মাসেতুর সাথে ডেসটিনিকে জুড়ে রিপোর্ট করতো) দেশের শীর্ষস্থানীয় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী ডেসটিনি ২০০০লিঃ এর বিরুদ্ধে মিথ্যা অনুমান নির্ভর মামলা ও তদন্তের কথা বলে মাসের পর মাস ব্যাঙ্ক একাউন্ট জব্দ রেখে এর সাথে জড়িত ৪৫লাক্ষ খেটে খাওয়া মানুষকে পথে বসিয়ে দেয়া।
=> ধর্মনিরপেক্ষতার কথা বলে সরাসরি বাম নাস্তিকদের পক্ষ নেয়া।
এখন সরকার তার ভুল সংশোধন করে কিভাবে জনগনের মন জয় করে এটাই দেখার পালা।
২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১
চঞ্চল মাহমুদ বলেছেন: মো: আজিজ মোর্শেদ@সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪
মো: আজিজ মোর্শেদ বলেছেন: সব জায়গায় খোচাইতে নাই, সেটা মনে হয় সরকার বোঝেনি। ডেসটিনির মানুষগুলো জানে কি পরিমান দুর্ভোগের মধ্যে তারা দিন পার করেছে তারা জানে। সরকারের মাথায় এখন ঢুকছে যে তারা কিসে হাত দিয়েছে।