নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চঞ্চল মাহমুদ

চঞ্চল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমরা কি আজীবন বেকুবই থাকবো?

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০১

হয়তো আপনি বলতে পারেন, আমি তো এমবিএ বা বিবিএ তে লেখাপড়া করি নাই, "ডাইরেক্ট সেলিং" কি বুঝবো কি করে? হ্যাঁ এটা ঠিক যে, যারা ঐ বিষয়ে লেখা পড়া করে তারা "ডাইরেক্ট সেলিং" সম্পর্কে ভালো করেই জানে যে একটা আধুনিক বিপনন ব্যবস্থার নাম "ডাইরেক্ট সেলিং"। আর এরই একটা বিভাগ নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম(মাল্টিলেভেল মার্কেটিং) বা বহুমাত্রিক পন্য বিপনন পদ্ধতী। অনলাইন মার্কেটিং বা টেলিমার্কেটিং এর মতো এমএলএম ও একটি আধুনিক বিপনন পদ্ধতী এটা অস্বীকার করার কোন সুযোগ নাই। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে এতোদিন এমএলএম এর কোন নীতিমালা না থাকায় অনেক কোম্পানী পিরামিড সিষ্টেমে ব্যাবসা করে মানুষের সাথে প্রতারনা করেছে আর নাম দিয়েছে এমএলএম সিষ্টেমের। আর যে কারনে আমরা আজ বিভ্রান্ত। এখন বিষয়টা এমন হয়েছে যে চুন খেয়ে মুখ পুড়ে দই দেখলে ভয় পাওয়া। আর এ কারনে এমএলএম শুনলেই চোখ বন্ধ করে বেকুবের মতো বলে ফেলি প্রতারনা। এখন যদি প্রশ্ন করেন পিরামিড কি? এক কথায় পিরামিড হচ্ছে এমএলএম এর মতোই দেখতে একটি প্রতারনার ফাঁদ এবং যেটি পৃথিবীর যে কোন দেশে নিষিদ্ধ আর অন্যদিকে এমএলএম বৈধ আর সন্মানজনক একটি ব্যাবসা। বলার অপেক্ষা রাখেনা বাংলাদেশে অনেক গুলি কোম্পানী পিরামিড সিষ্টেমে মানুষের সাথে প্রতারনা করে গেছে আর অন্যদিকে এর সমস্ত দায়দায়ীত্ব চলে এসেছে বাংলাদেশের সর্ববৃহত এমএলএম কোম্পানী ডেসটিনি ২০০০ লিঃ এর মাথায়। যে কোম্পনীটি দীর্ঘ ১২ বছরে দেশের প্রায় ৪৫লাক্ষ লোককে প্রতোক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের আওতায় নিয়ে এসেছে তাদের নিয়েই হয়েছে দেশের ইতিহাসে উল্লেখ করার মতো ষড়যন্ত্র। যদিও হাতে গোনা কয়েকটা মিডিয়ার অনবরত অপপ্রচার, অনুমান নির্ভর মামলা, ব্যাক একাউন্ট জব্দ দমাতে পারেনি কোম্পানীটিকে। আর এর একমাত্র কারন কোম্পানীটির সততা আর ৪৫লাক্ষ ডিষ্ট্রিবিউটারের কোম্পানীর প্রতি বিশ্বাস আর ভালোবাসা। প্রথমআলো আর যুগান্তরের মতো পত্রিকা গুলি এ ক্ষেত্রে যে অপসাংবাদিকতার পরিচয় দিয়েছে তা বলার মতো নয়। পত্রিকা গুলি বিভিন্ন সময় কোম্পানী বন্ধ হয়ে গেছে, গোপনে কাজ করছে, অফিস বন্ধ হয়ে গেছে, বিদেশে টাকা পাচার হয়েছে ইত্যাদি ধোঁয়া তুলে মানুষকে বিভ্রান্ত করেছে। আর আমরা না জেনে মন্তব্য করে মানুষের কাছে বেকুব বনেছি। এখন এমএলএম আইন অনুমোদন হয়েছে, যার ফলে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে আধুনিক ব্যাবসায়িক জগতে প্রবেশ করলো। যার ফলে এখন থেকে এমএলএম এর নামে কেউ যেমন মানুষের সাথে প্রতারনা করতে পারেব না অন্য দিকে ডেসটিনির মতো সঠিক কোম্পানী গুলিকেও আর বিপদে পড়তে হবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.