নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার জয় হোক

কোড

মানবতার জয় হোক

কোড › বিস্তারিত পোস্টঃ

ফ্রিল্যান্সারদের ডিজাইন বিক্রির শীর্ষ কিছু ওয়েবসাইট ।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২

সময়ের জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং। আর এ ক্ষেত্রে গ্রাফিক্স ও ওয়েব ডিজাইনার কিংবা ক্রিয়েটিভ পেশাজীবীদের চাহিদা অনেক। তবে কাজের ক্ষেত্রে অনেক সময় ভালো মানের ডিজাইন পছন্দ নাও করতে পারে। আবার অনেক সময় নমুনা (স্যাম্পল) ডিজাইনও করা হয়ে থাকে। =p~ =p~ =p~



এসব বাদ পড়া কিংবা পড়ে থাকা নমুনা ডিজাইনও অনেক সময় মার্কেটপ্লেসে বিক্রি করা যায়। লোগো, ওয়েব টেমপ্লেট, ফটো ইত্যাদি বিক্রির শীর্ষ ওয়েবসাইটগুলো সম্পর্কে ফ্রিল্যান্সারদের জানাতে এ প্রতিবেদন।



গ্রাফিক লেফটওভার : সাইটটিতে লোগো, আইকন, ইলাস্ট্রেশন, টেমপ্লেটসহ এ ধরণের ডিজাইন বিক্রি করা যায়। এটি অন্যান্য ওয়েবসাইটের তুলনায় ভালো অর্থ প্রদান করে।



আইস্টকফটো : এখানে ফটো, ইলাস্ট্রেশন, ফ্লাশ, ভিডিওসহ বিভিন্ন ধরণের ক্রিয়েটিভ কাজ বিক্রি করা যায়।



কোসোয়াপ : সাইটটিতে বিভিন্ন ডিজাইন ও কোডিং কেনাবেচা করা যায়।



ভেক্টরস্টক : বিভিন্ন ধরণের ইমেজ ভেক্টর বিক্রির অসাধারণ একটি ওয়েবসাইট এটি।



ফ্লাশডেন : এটি একটি ফ্লাশ ফাইল মার্কেটপ্লেস। সাইটটি কোনো ফাইল বিক্রির নূণ্যতম ৪০ শতাংশ পরিশোধ করে।



ভিডিওহাইভ : এখানে স্টক ভিডিও ফুটেজ ও মোশন গ্রাফিক্স বিক্রি করা যায়।



থিমফরেস্ট : এখানে থিমের পাশাপাশি ওয়েব ডিজাইন টেমপ্লেট বিক্রির নূণ্যতম ৪০ শতাংশ পাওয়া যায়।



গ্রাফিকরিভার : সাইটটিতে ভেক্টর ইমেজ, লেয়ারড ফটোশপ ফাইলসহ বিভিন্ন ধরণের ক্রিয়েটিভ কাজ বিক্রি করা যায়।



সাটারস্টক : এখানে ফটোগ্রাফি ও ভেক্টর ইমেজের প্রতিটি ডাউনলোডের জন্য .২৫ ডলার আয় করা যায়।



মাইফন্টস : এই অনলাইন ফন্ট সংগ্রহশালায় ফন্ট তৈরি করে ভালো দামে বিক্রি করতে পারেন।



ডব্লিউপি থিম মার্কেট : এখানে ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন তৈরি করে বিক্রি করা যায়।



কাটকাস্টার ডটকম : এখানে ডিজিটাল ইমেজ, ভেক্টর গ্রাফিক্সসহ স্টক ভিডিও বিক্রি করা যায়।



ক্লেভার অ্যান্ডি : ফুল ফাংশনাল সাইটে আপনার করা ডিজাইন দেখতে পাবেন সাইটটিতে। বিক্রির মোট আয়ের উপর একটি কমিশন পাওয়া যাবে এখান থেকে।



টেমপ্লেম্যাটিক : সাইটটিতে আপনার করা ওয়েবসাইট টেমপ্লেট আপলোড ও বিক্রি করতে পারবেন।



সিএমএস মার্কেট : এখানে জুমলা এবং ওয়ার্ডপ্রেসের থিম, টেমপ্লেট, এক্সটেনশনসহ ক্রিয়েটিভ কাজগুলো বিক্রি করা যায়।



সিএসএস টেমপ্লেটস ওয়েব : এখানে কমদামি সিএসএস নির্ভর ওয়েবসাইট টেমপ্লেটগুলো বিক্রি করা যায়।



লিনোটাইপ ডটকম : এই সাইটটি নতুন ফন্ট ডিজাইনারদের জন্য বেশ উপযোগি। এখানে আপনার ফন্ট আপলোড ও বিক্রি করতে পারেন।



সেরিজমো : সাইটটিতে নিজের সাজানো অনলাইন স্টোরে আপনার গ্রাফিক্স বিষয়ক কাজ আপলোড ও বিক্রির সঙ্গে সঙ্গেই তার মূল্য পেতে পারেন।



থিম গ্যালাক্সি : এটি একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম মার্কেটপ্লেস। এখানে নতুন থিম ডিজাইনারদেরকে একসঙ্গে কাজ করার জন্য স্বাগত জানানো হয়।



ওয়ার্ডপ্রেস ডিজাইনার : এটিও একটি প্রিমিয়াম থিম মার্কেটপ্লেস। এখানে নতুন ডিজাইনাররা সহজেই কাজ করতে পারেন।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.