![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত ওকবা ইবনে আমের (রাঃ) হতে বর্ণিত,
তিনি বলেন, ''রাসূলুল্লাহ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম
আমাদেরকে তিন সময়ে নামাজ
পড়তে এবং মৃতকে দাফন করতে (জানাজার
নামায পড়তে) নিষেধ করেছেন।
সময়গুলো হলোঃ
১. সূর্যোদয়ের সময়, যতক্ষণ না তা কিছু
উপরে উঠে যায়।
২. ঠিক দ্বিপ্রহরের সময়, যতক্ষণ
না তা (পশ্চিমে) কিছু ঢলে যায় এবং
৩. সূর্যাস্তের সময়, যতক্ষণ
না তা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়।''
(সহীহ মুসলিম)
©somewhere in net ltd.