![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশের মানুষ নামাজ না পড়লেও ধর্মের ব্যাপারে খুবই সেন্সেটিভ... এরা প্রায় সবাই গীবত করে বেড়ায়... গীবতের ব্যাপারটি এখানে এখনো গুনাহ'র পর্যায় মনে করা হয় না। ঘুষ এখানে সন্মানের ব্যাপার। যাকে ঘুষ দেয়া হয় তার সাথে অনেক বিনয়ের সাথে কথা বলতে হয়।
সুদ এখানে রাষ্ট্রীয় ভাবেই স্বীকৃতি.. চুরির ব্যাপারে কি বলব... আপনার মোবাইল টা কোথাও ফেলে আসলে ৯৯% নিশ্চিত থাকতে পারেন সেটা যে পাবে সে ফেরত দিবে না।
এ দেশে দুই ধরনের চোর আছে।
১- প্রফেশনাল চোর
২ - সুযোগ পেলেই চুরি করবে
দ্বিতীয় দলের সংখ্যা বেশি।
প্রসঙ্গে ফিরে আসি। এদেশের মানুষ রাস্তায় বের হলে মেয়েদের পাছা দেখে বেড়ালেও ধর্মের ব্যাপারে খুবই সেন্সেটিভ.. ধর্ম নিয়ে কিছু লিখা মাত্রই এরা সবাই ফরেজগার হয়ে যায়। আগা মাথা না বুঝেই বলবে ' তুই নাস্তিক '
তারপর আপনাকে কিছুক্ষন গালাগালি করে প্রমাণ করবে তারা কোন স্তরের আস্তিক। এবং ঘণ্টা দুয়েক বাদে অবধারিত ভাবে কারো না কারো নামে গীবত করবে।
নোটঃ ভাই সবাই একি রকম না। এই সব সস্তা কথা কমেন্ট করার দরকার নাই। সবাই একি রকম হবে কেন? ছোট বেলায় পড়ছিলাম একজনের রক্ত নীল রঙের। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে মানুষের রক্তের রঙ কী?
আমি অবশ্যই বেশির ভাগ মানুষের ক্ষেত্রে যা হয় ( রক্তের রঙ লাল) তাই বলব।
©somewhere in net ltd.