![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারবাল চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়েছেন এরকম রোগীখুঁজে পাওয়া মুশকিল। তবুও বসে নেই হারবাল চিকিৎসার প্রতরণা। রাজধানীসহ পুরো শহর জুড়ে চলছে এসকল প্রতরণা। জেলা, উপজেলাসহ পৌঁছে গেছে গ্রাম-গঞ্জে এই চিকিৎসালয়। মাদারীপুরে প্রায় এসকল প্রতারক চত্রের ০৮ টি হারবাল কেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানগুলোর আর্কষনীয় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে টি.ভি, সি.ডি, ভি.সি.ডি, মোবাইলফোন, ক্যাবল অপারেটরের সি.ডি লাইন সহ গাড়ীর/বাড়ির দেয়াল। এমনকি নগ্ন পোষ্টার ও ব্যবহার করা হচ্ছে এই বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপনে বলা হয় যেকোন রোগের চিকিৎসা করা আমাদের প্রতিষ্ঠানে। এর মধ্যে বি.ভাইরাস, চোখ ফুলা, কিডনী সমস্যা, ওজন কমা, মাথায় টাক সমস্যা, মেদভুড়ি, মোটাতাজা, জন্ডিস, শ্বাস কষ্ট, নাকের পলিপাস, মেছতা-দাঁদ, পুরম্নষও মহিলাদের গোপন রোগ উলেস্নখযোগ্য। বিজ্ঞাপনে বলা হয় ১০০% গ্যারান্টি, ১ম ঘন্টায় ফলাফল। আবার বলা হয়, পার্সেল বা ভি.পি. যোগে ঔষধ পেতে নিম্ম ঠিকানায় যোগাযোগ করম্নণ অথবা মোবাইল করম্নণ এখনই। যতটা বলা হয় তার কিছুই পাওয়া যায়না এই হারবালের ঔষধ সেবন করলে। বরং ক্ষতি ছাড়া উপকার পায়নি এমন রোগীর সংখাই বেশী। এক শ্রেনীর লোক ঢাকা থেকে অবৈধভাবে একটি হারবাল চিকিৎসার সার্টিফিকেট বের করে চালিয়ে যাচ্ছে এই চিকিৎসা। রকিব, জুয়েল, আসমা বিবিসহ অসংখ্য রোগীর অভিযোগ, আমরা সুস্থ হবার জন্য এই হারবাল চিকিৎসায় আসি। আমাদের বলা হয় ১০০% গ্যারন্টি ও ১ম দিনেই ফলাফল। কিন্তু এক সপ্তাহেও কোন উপকার পাওয়া যায়নি বরং শরীরের আরো ক্ষতি হয়েছে। এভাবেই বলে নানা কায়দায় হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। তবে অসহায় রোগীদের অসুস্থতা বেড়ে গেলেও বন্ধ নেই এসকল প্রতিষ্ঠানগুলো। আবার কোন সনদপত্র ছাড়াই রোগী দেখেন অনেকেই এবং তারা নিজেদের দাবী করেন হারবাল চিকিৎসক কিংবা উচ্চ মাপের হাকিম হিসাবে। কলিকাতা হারবাল চিকিৎসালয়, ইন্ডিয়া হারবাল, কলিকাতা কবিরাজ ঘর, চট্রগাম হারবাল হোম, ভারত হারবাল সহ অসংখ্যক নাম ব্যবহার করা হচ্ছে রোগীদের ধোকা দেবার জন্য। তবে জানা গেছে, আসল কলিকাতা হারবাল ঔষধ সেবন করলে অনেক জটিল ও পুরতন রোগ সহজেই ভালো হয়। প্রতারক চক্র প্রতিষ্ঠানের সকলের দাবী তাদের প্রতিষ্ঠান আসলই কলিকাতা হারবাল কেয়ার। কিন্তু কলিকাতা হারবাল হলে বিভিন্ন নাম কেন ব্যবহার করা হচ্ছে? কেন রোগ ভালো হচ্ছেনা? এরকম প্রশ্ন সাধারণ জনগন ও রোগীদের মাঝে । এসকল নকল প্রতারক মূলক প্রতিষ্ঠানের বন্ধের জোড়দার দাবী জানিয়ে সংশিস্নষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছে সাধারন জনগন।
২| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৩৬
কোড বলেছেন: আসলেয় তাই
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ দুপুর ২:২১
নতুন বলেছেন: মানুষ যেহেতু তাদের (পুরম্নষও মহিলাদের গোপন রোগ) গোপন রোগের জন্য আসে তাই তার জন্য কোন ফল না পেলে কেউই অভিযোগ করতে যায়না....