![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুল কাদের মোল্লা সাহেব হতে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাসের অংশ , হয়ত আজ নয় কাল নয় আগামী ৫০ বছর পর হতে পারে তাঁকে হত্যার বিচার । এত তড়িঘড়ি করছে ক্যান সরকার ? রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেয়া শেষ ,টিকফা চুক্তি শেষ । দেশ তো বিক্রি হয়েই গেলো । প্রহসনের নির্বাচন টা বাকি , তারপর হয়ত আবার স্বপ্ন দেখাবে ভিশন ২০২৬ । আমরা স্বপ্ন প্রিয় জাতি । বাংলাদেশ আমার পরিচয় , কিন্তু ওরা বলছে আমার পরিচয় আরেকটা। শত চিৎকার করেও কেও শুনসে না । এলোমেলো সব কথার মাঝে বলতে চাই শাহবাগে আমিও যেতে চাই, সে শাহবাগে চিৎকার করে বলবো প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার চাই; কৈফিয়ত চাই ১৯৫ জনকে ক্যান ছেড়ে দেয়া হল। আমার বিরিয়ানি দরকার নেই ,পুলিশ প্রটেকশান দরকার নেই । ১৬ কোটি জনতা পাশেই থাকবে , ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৫
কালা বলেছেন: ভালো বলেছেন