নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই সংগ্রামী মানুষের সারিতে

আরমান সাইফুল

I'm Interested To Know The New Things...

আরমান সাইফুল › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতার মুখোমুখি

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

31 dec , 2013 রাত নয়টার পর বাসে উঠলাম গন্তব্য স্থল রাজশাহী ; ঘণ্টা ছয়েক এর পথ । ভাবলাম মহাসড়কে দুই - আড়াই ঘণ্টার জ্যাম মিলে ভোর রাতে গিয়ে পোঁছাবো ।

মাঝ রাস্তায় গিয়েও দেখি জ্যাম নেই । যেন আফসোস কারণ জ্যাম না হলে তো আমাকে অসময়ে গিয়ে পোঁছাতে হবে ।



সময় গড়িয়ে রাত সাড়ে তিনটা রাজশাহী বাস ষ্টেশনে পোঁছলাম । কোথায় যাবো এত রাতে ; নিজ বাসায় এখনি গেলে হয়ত মাঝপথে টহল পুলিশ বা যৌথবাহিনীর সম্মুখে পড়বার ঝুঁকি আছে । কি দরকার অযথা ২ ঘণ্টার জন্য ঝামেলার ঝুঁকি নেয়া ।

তড়িৎ সিদ্ধান্ত নিয়ে চলে গেলাম বাস ষ্টেশনের পাশেই রাজশাহী রেল ষ্টেশনে ।



চারদিকে নিরবতা ,শুধু পিন পিন বাতাস কাঁপিয়ে দিচ্ছে ৫ ফুট ৬ ইঞ্চির এই আদম বংশধরকে । যতই খিঁচুনি দিয়ে চাদর মুড়ি দেই ততই যেন ঠাণ্ডা বাড়ছে ।



ভূগোলিক অবস্থানের কারণে অন্যান্য অঞ্চলের তুলনায় রাজশাহীতে শীত বেশ ভালই পড়ে ।



ষ্টেশনে ঢুকার সাথে সাথে দেখি ষ্টেশনের ভিতরে সারিবদ্ধভাবে সব ছিন্নমূল , বস্তিবাসী মানুষগুলো শুয়ে আছে ।

ভাবছি কি করা যায় ?

বসার জায়গা খুজছি । একপাশে দেখছি চারজন মহিলা গল্প করছে , কাছে গিয়ে বললাম খালা ঃ এখানে কোথাও বসা যাবে ?

একটি পিলার দেখিয়ে বলল ঃ ঐখানে ফাঁকা আছে , গিয়ে বসতে পারো [রাজশাহীর আঞ্চলিক ভাষায় বলেছিল ]

যেই পরামর্শ সেই কাজ , দেখলাম মেঝেটা ভালোই পরিষ্কার আর মোজাইক করা ।



ব্যাগের মধ্যে থাকা লুঙ্গিটা বের করলাম । ভালো করে বিছিয়ে নিয়ে পিলারে হেলান দিয়ে ব্যাগটা হাতে নিয়ে বসে পড়লাম

কি অদ্ভুত দৃশ্য , প্রচণ্ড শীতের মাঝে মানুষগুলো কিভাবে ঘুমাচ্ছে ।

কারো গায়ে কিন্তু ভালো গরমের কাঁথা নেই ।

দেখতে দেখতে কেন যেন শুইতে ইচ্ছা হল ।



ব্যাগটাকে মাথার মধ্যে দিয়ে চাদরটাকে সারা শরীর মুড়ি দিয়ে চোখ বন্ধ করে দিলাম । দেখি ঘুম আসে কি না ?

নাহ কাজ হচ্ছে না উপরের শীত বন্ধ করলাম কিন্তু মনে হচ্ছে নিচের ফ্লোরটার সাথে deep ফ্রিজের কানেকশন রয়েছে ।

ঠাণ্ডার কারণে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ।

এদিক ওদিক নাড়াচড়া করেও কাজ হচ্ছে না। অনেক কষ্টে পার করে দিলাম দু ঘণ্টা ।



ভাবলাম কতো কষ্ট করে মানুষ গুলো রাত কাটাচ্ছে । কেউ কি দেখার নেই , কেউ না ?

এদেশের সরকার যদি উদ্যোগ নেয় বা বিত্তবানরা , তাহলে এই মানুষগুলো অন্তত আরাম করে ঘুমটা যেতে পারে ।



আফসোস ; সবাই নিজেকে নিয়ে busy ।

অথচ এই মানুষগুলোর ভোটে কিন্তু জয় পরাজয় নির্ধারণ হয় ।

এদের কাছে happy new year বলে কিছু নেই , সবই সমান ।





আসুন সবাই এগিয়ে আসি , নিঃস্বার্থভাবে এই ছিন্নমূল , খেটেখাওয়া ,বস্তিতে থাকা মানুষগুলোর জন্য ।

ওরা আমাদের ভাই , বোন , স্বজন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

পাঠক১৯৭১ বলেছেন: "
আসুন সবাই এগিয়ে আসি , নিঃস্বার্থভাবে এই ছিন্নমূল , খেটেখাওয়া ,বস্তিতে থাকা মানুষগুলোর জন্য ।
ওরা আমাদের ভাই , বোন , স্বজন । "


উপরের কথাগুলো আপনার; ভুলতে কয়দিন লাগবে আপনার?


২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

ভোরের সূর্য বলেছেন: ১০০% সহমত ভাই।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

পানকৌড়ি বলেছেন: আল্লাহ আপনাকে সার্মথ্য দান করুক ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

আরমান সাইফুল বলেছেন: ধন্যবাদ ..................... পানকৌড়ি,ভোরের সূর্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.