![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার মনে অনেক প্রশ্ন আসে। প্রশ্ন গুলো যেমন উদ্ভট হয় তাঁর উত্তর গুলো ও তেমনি অদ্ভুত উদ্ভট হয়। কিন্তু সমস্যা হচ্ছে হলো, এই প্রশ্নের উদ্ভাবক আর উত্তর দাতা একাই আমি,একা আমি আমার কাছে প্রশ্ন করে তাঁর উত্তর দেই। আমার কাছে আমার এই আত্ম কথোপকথন পর্বটা অনেক মজা লাগে। একাই একার কাছে প্রশ্ন করি, কখনও হাঁসি, কখনও কাঁদি। কখনও ভাজ্ঞের পরিহাসে মনকে সান্তনা দেওয়ার চেষ্টা করি। কিন্তু, পাগল মন কিছুতেই কথা শোনে না। কি করবো? যার কাছে প্রশ্ন করি না তাঁকে না দেখা যায় না তাঁর কথা শনা যায়। তাই বাধ্য হয়ে মাঝে মাঝে ঐ আকাশের চাঁদ কেও সে মনে করে কতো কথা বলি। এই ভালো। এ অনেক ভালো।
আমরা মানুষরা যখন কোন কিছু পাওয়ার আশা না করতেই তার বেশি কিছু পেয়ে যাই, তখন আমাদের আর সেই খুশির কোন সীমা থাকে না। কিন্তু এতো খুশি এতো আনন্দ এইগুলো স্বল্প সময়ের অল্প মোহ মাত্র !.......................।
আমাদের মুসলিম ধর্মানুসারে, " আমাদের জন্মলগ্ন আদি মানবের সামান্য ভুল বা মোহের কারণেই আজ হয়তো এই সমগ্র মানব জাতীকেই চরম দুঃখ ভোগ কোরতে হচ্ছে। ছিলো একা আদম(আঃ) উপরে ভালোই ছিলো! মহান আল্লাহ্ তায়ালা যে কি ভেবে তাঁর একাকীত্ব দূর কোরতে যেয়ে হাওয়া(আঃ)-কে সৃষ্টি কোরতে গেছিলো? এক জনের মাথায় যে বুদ্ধি থাকার পরও সেই বুদ্ধি তৎক্ষণাৎ আসে না, কিন্তু অন্য জনের মাথায় তৎক্ষণাৎ সেই বুদ্ধি চলেও আসতে পারে। তখন তা শয়তানের ধোঁকায় পড়ে হয়ে যেতে পারে শয়তানি বুদ্ধি। যেমনটা হয়েছিলো তাঁহাদের ক্ষেত্রেও। তাই হয়তো মহান আল্লাহ্ তায়ালা তাঁহাদের পরীক্ষার নামে উপর থেকে নিচে পাঠায় দিয়ে শাস্তি দেওয়ার চিন্তা-ভাবনা করছিলেন। আর আমারা হোলাম তাঁহাদের সেই পাপের ফল। খাদ্য খাওয়ার ফল না। কর্ম ফল! আর কতো কাল যে এই পাপ হবে আর তাঁর ফল উৎপন্ন হবে তাঁর হিশাব নেই। বিয়ে- সাদি তো পাপ কে পুণ্য বলার এক উপলক্ষ মাত্র!
©somewhere in net ltd.